Indian Cricket Team: রোহিত-বিরাটদের ব্যাটন নতুন ভারতের হাতে; সূচি থেকে টেলিকাস্ট, রইল বিস্তারিত তথ্য

India tour of Zimbabwe: শনিবার শুরু সিরিজ। প্রথম দু-ম্যাচে পাওয়া যাবে না বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, সঞ্জু স্যামসনকে। শুভমনের নেতৃত্বে তরুণ দল হলেও টি-টোয়েন্টিতে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। কবে, কখন ম্যাচ। কোথায় দেখবেন রিঙ্কু সিং, শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিয়ান পরাগদের দাপট?

Indian Cricket Team: রোহিত-বিরাটদের ব্যাটন নতুন ভারতের হাতে; সূচি থেকে টেলিকাস্ট, রইল বিস্তারিত তথ্য
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 05, 2024 | 8:00 AM

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই দেশের জার্সিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা। জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়র ক্রিকেটারদের। বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার জেতার পরই বিরাট বলেন, ‘এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আরও ভালো করে বললেন, দেশের জার্সিতে এটিই ছিল আমার শেষ টি-টোয়েন্টি। এ বার তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব। ওরা দেশের পতাকা বহন করুক।’ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাও এমন ঘোষণা করেন। জিম্বাবোয়ে সফরেই নতুন ভারতের যাত্রা শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

শুভমন গিলের নেতৃত্বে জিম্বাবোয়েতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। শনিবার শুরু সিরিজ। প্রথম দু-ম্যাচে পাওয়া যাবে না বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, সঞ্জু স্যামসনকে। শুভমনের নেতৃত্বে তরুণ দল হলেও টি-টোয়েন্টিতে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। কবে, কখন ম্যাচ। কোথায় দেখবেন রিঙ্কু সিং, শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিয়ান পরাগদের দাপট? এই সিরিজ দেখা যাবে সোনি স্পোর্টসে। এ ছাড়াও ওটিটি প্লাটফর্ম সোনি লিভে। সূচিতে ভারতীয় সময় দেওয়া হয়েছে।

জিম্বাবোয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আক্রম, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্ববেল, তেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধবেরে, তাদিওয়ানাসে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজুরবানি, ডিওন মেয়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা

ভারতের স্কোয়াড: শুভমন গিল (ক্যাপ্টেন), *যশস্বী জয়সওয়াল (সাই সুদর্শন), ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, *সঞ্জু স্যামসন (জীতেশ শর্মা), ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, *শিবম দুবে (হর্ষিত রানা)

*প্রথম দু-ম্যাচের স্কোয়াডে পরিবর্ত

ভারত-জিম্বাবোয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পূর্ণ সূচি

  1. প্রথম টি-টোয়েন্টি ৬ জুলাই শনিবার বিকেল ৪.৩০
  2. দ্বিতীয় টি-টোয়েন্টি ৭ জুলাই রবিবার বিকেল ৪.৩০
  3. তৃতীয় টি-টোয়েন্টি ১০ জুলাই বুধবার বিকেল ৪.৩০
  4. চতুর্থ টি-টোয়েন্টি ১৩ জুলাই শনিবার বিকেল ৪.৩০
  5. পঞ্চম টি-টোয়েন্টি ১৪ জুলাই রবিবার বিকেল ৪.৩০