INDW vs AUSW, T20I Highlights: সেমিতেই বিদায়, অনবদ্য পারফরম্যান্সেও হার ভারতের

| Edited By: | Updated on: Feb 23, 2023 | 10:12 PM

India Women vs Australia Women T20 World Cup, Semifinal Live Score: কেপটাউনে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। দেখুন এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

INDW vs AUSW, T20I Highlights: সেমিতেই বিদায়, অনবদ্য পারফরম্যান্সেও হার ভারতের
Image Credit source: OWN Photograph

কেপটাউন: আরও এক বার স্বপ্নভঙ্গের সম্মুখীন টিম ইন্ডিয়া। দীর্ঘ তিন বছরের অপেক্ষার ইতি। সে বার ফাইনালে উঠেছিল। এ বার সেমিফাইনালেই বিদায়। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়াই। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসের ফাইনাল এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল। পরিস্থিতি বদলাল না। ভারতের অভিযান শুরু হয়েছিল অনবদ্য় জয়ে। তবে ইংল্য়ান্ডের কাছে হেরে কিছুটা হলেও চাপে ছিল ভারতীয় শিবির। সিনিয়র স্তরে আইসিসি ট্রফি এখনও অধরা ভারতের। ফাইনালে যেতে অস্ট্রেলিয়ার মতো কঠিন বাধা পেরোতে হত। ফিল্ডিংয়ে এক ঝাঁক ভুল ভারতকে শুরুতেই ব্য়াকফুটে ফেলে দেয়। ১৭৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেও খুব কাছে পৌঁছেছিল। কিন্তু তীরে এসে তরী ডুবল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 23 Feb 2023 10:06 PM (IST)

    এক নজরে

    • বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নামে ভারত।
    • পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
    • জেমাইমা রডরিগজ ও হরমনপ্রীতের ৬৯ রানের জুটি ফের স্বপ্ন দেখায়।
    • হরমনপ্রীত রান আউট হয়ে ফেরেন।
    • মাত্র ৫ রানে হার। সেমিফাইনালেই বিদায় ভারতের।
  • 23 Feb 2023 09:25 PM (IST)

    রিচা আউট

    রিচা ক্রিজে থাকাকালীন পুরোপুরি ম্যাচে ছিল ভারত। তাঁর পাওয়ার হিটিং সম্পর্কে সকলেরই জানা। দীপ্তি শর্মা-স্নেহ রানা জুটি কতটা পারেন, সে দিকে নজর।

  • 23 Feb 2023 09:15 PM (IST)

    হরমনপ্রীতের হাফসেঞ্চুরি ও আউট

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশম অর্ধশতরান হরমনপ্রীতের। ৩২ বলে এই স্কোরে ক্যাপ্টেন। কিন্তু এরপরই রান নিতে গিয়ে পিচে ব্য়াট আটকে যায়। রান আউট হরমনপ্রীত। ৫২ রানে ফিরলেন তিনি। পাঁচ বছরে প্রথম বার রান আউট হলেন হরমনপ্রীত।

  • 23 Feb 2023 09:00 PM (IST)

    বিধ্বংসী ইনিংস

    বিধ্বংসী একটা ইনিংস। কিন্তু ধৈর্য রাখতে পারলেন না। অনেকটা উচ্চতার বল খোঁচা মেরে কিপারের হাতে ধরা পড়লেন জেমাইমা। মাত্র ২৪ বলে ৪৩ রান করেন তিনি।

  • 23 Feb 2023 08:51 PM (IST)

    স্পেশাল ইনিংস!

    জেমাইমা রডরিগজ এবং হরমনপ্রীত কৌর জুটিতে অনবদ্য খেলছেন। তাঁদের জুটি ৫০ পেরিয়েছে। একের পর এক মুগ্ধ করা শট খেলছেন জেমি।

  • 23 Feb 2023 08:22 PM (IST)

    জেমাইমার গিয়ার বদল

    বড় লক্ষ্য তাড়া করতে হলে দ্রুত গতিতে রান তোলা চাই। ক্রিজে নেমেই আক্রমণাত্মক মেজাজে জেমাইমা।

  • 23 Feb 2023 08:13 PM (IST)

    শেফালি আউট!

    রিভিউ নিয়েছে ভারত। মেগান শুটের বোলিংয়ে লেগ বিফোরের আবেদন। অনেকটা সময় নিয়ে আউট দেন অন ফিল্ড আম্পায়ার। শেষ অবধি এই সিদ্ধান্তই থাকল। আম্পায়ার্স কলে ফিরলেন শেফালি। তিন নম্বরে যস্তিকা ভাটিয়া।

  • 23 Feb 2023 08:04 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
    • ওপেনিং জুটির দারুণ শুরু। অ্যালিসা হিলির উইকেট হারালেও চাপে পড়েনি অজিরা।
    • বেথ মুনির অনবদ্য অর্ধশতরানের ইনিংস। মেগ ল্যানিং ৪৯ রানে অপরাজিত থাকেন।
    • ভারতের ফিল্ডিং এবং ক্য়াচ মিসও অন্য়তম কারণ প্রতিপক্ষর বড় স্কোরের।
    • প্রথমে ব্যাট করে ভারতকে ১৭৩ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া।
  • 23 Feb 2023 07:47 PM (IST)

    অবশেষে উইকেট

    অর্ধশতরানের জুটি ভাঙল। দীপ্তি শর্মা ক্লিন বোল্ড করলেন অ্যাশলে গার্ডনারকে। মাত্র ১৮ বলে ৩১ রানে ফিরলেন অ্যাশলে। স্লগ ওভারে আরও একটা উইকেট শিখা পান্ডের। গ্রেস হ্যারিসকে বোল্ড করলেন শিখা।

  • 23 Feb 2023 07:24 PM (IST)

    বড় উইকেট

    শেফালি ভার্মা ক্যাচ ফেলেছিলেন। শিখা পান্ডের বোলিংয়ে পয়েন্টে শেফালিই ক্যাচ নিলেন। বেথ মুনি আউট ৩৭ বলে ৫৪ রানে।

  • 23 Feb 2023 07:21 PM (IST)

    বেথ মুনির অর্ধশতরান…

    অর্ধশতরান পূর্ণ করে ভারতের চাপ বাড়ালেন অজি ওপেনার বেথ মুনি। ৩৪ বলে মাইলফলকে পৌঁছান মুনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে ১৭তম অর্ধশতরান।

  • 23 Feb 2023 07:13 PM (IST)

    ক্যাচ মিস

    রাধা যাদবের বোলিংয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ মিস শেফালি ভার্মার। পর পর দু ওভারে জোড়া ক্যাচ মিস।

  • 23 Feb 2023 07:08 PM (IST)

    ফিল্ডিংয়ে চাপ…

    অল্পের জন্য ক্যাচ মিস রিচা ঘোষের, ফিল্ডিং মিস স্মৃতি মান্ধানার, নো বল স্নেহ রানার। ফের অস্বস্তিতে ভারতীয় শিবির।

  • 23 Feb 2023 07:03 PM (IST)

    উইকেট…

    রাধা যাদবের বোলিংয়ে স্টেপ আউট করেছিলেন অ্যালিসা হিলি। উইকেট ভাঙতে ভুল করেননি উইকেট কিপার রিচা ঘোষ।

  • 23 Feb 2023 07:02 PM (IST)

    হরমনপ্রীত মাঠের বাইরে

    অসুস্থতা নিয়েই খেলছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিছুক্ষণের জন্য় মাঠের বাইরে তিনি।

  • 23 Feb 2023 06:57 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    তিন বোলার ব্য়বহার করল ভারত। রেণুকা, দীপ্তি শর্মা এবং শিখা পান্ডে। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৪৩ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

  • 23 Feb 2023 06:53 PM (IST)

    ভারতের রিভিউ

    লেগ বিফোরের জন্য রিভিউ নিল ভারত। মাঠের আম্পায়ার আউট দেননি। যদিও বল গ্লাভসে লাগায় নট আউট।

  • 23 Feb 2023 06:48 PM (IST)

    বোলিং পরিবর্তন

    অভিজ্ঞ শিখা পান্ডে আক্রমণে। মাঠে হাওয়া বইছে। তাঁর কাছ থেকে সুইংয়ের প্রত্য়াশা। উইকেটের প্রত্যাশায় টিম ইন্ডিয়া।

  • 23 Feb 2023 06:35 PM (IST)

    অপর প্রান্ত থেকে স্পিন

    এক প্রান্তে রেণুকা সিং ঠাকুরের পেস-সুইং। উল্টো প্রান্তে আক্রমণে অফস্পিনার দীপ্তি শর্মা।

  • 23 Feb 2023 06:31 PM (IST)

    বাউন্ডারি…

    বাউন্ডারি মেরে রানের খাতা খুলল অস্ট্রেলিয়া। দ্বিতীয় বলেই লাইন-লেন্থ নিখুঁত রেণুকা সিং ঠাকুরের। প্রথম ওভারে ৬ রান অজিদের।

  • 23 Feb 2023 06:28 PM (IST)

    ক্রিজে ভয়ঙ্কর জুটি

    ক্রিজে অ্যালিসা হিলি-বেথ মুনির ভয়ঙ্কর জুটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি অ্যালিসা হিলি। সেমিফাইনালে ফিরেছেন। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই জুটিই ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল ভারতকে।

  • 23 Feb 2023 06:19 PM (IST)

    বড় ম্যাচ

    বড় মঞ্চে আবারও ভারত-অস্ট্রেলিয়া। ২০১৭ সালে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। কিন্তু টি-টোয়েন্টি ফরম্য়াটে ২০২০ বিশ্বকাপ এবং ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ফাইনালে অজিদের কাছে হার ভারতের। এ বার বদলার ম্য়াচ ভারতের সামনে। অসুস্থ শরীর নিয়েও খেলছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

  • 23 Feb 2023 06:09 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত: হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, যস্তিকা ভাটিয়া, স্নেহ রানা, শিখা পান্ডে, রাধা যাদব, রেনুকা সিং ঠাকুর

    অস্ট্রেলিয়া: বেথ মুনি, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, তাহিলা ম্যাকগ্রা, গ্রেস হ্য়ারিস, জর্জিয়া ওয়ারহ্য়াম, জেস জোনাসন, মেগান শুট, ডার্সি ব্রাউন

  • 23 Feb 2023 06:03 PM (IST)

    টস আপডেট

    হরমনপ্রীত কৌর টসে। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। পূজা বস্ত্রকারের পরিবর্তে স্নেহ রানা একাদশে।

  • 23 Feb 2023 05:41 PM (IST)

    মাঠে ক্যাপ্টেন…

    ভারতীয় দল ম্যাচ ভেনুতে পৌঁছে গিয়েছে। কিছুটা স্বস্তির খবর, এসেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌরও।

  • 23 Feb 2023 05:39 PM (IST)

    ম্যাচ ডে…

    আর কিছুক্ষণের অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচের আগে কিছুটা চিন্তায় ভারতীয় শিবির। চোটে ছিটকে গিয়েছেন পূজা বস্ত্রকার। অসুস্থ হরমনপ্রীত কৌরও। তবে স্বস্তির খবর, মাঠে পৌঁছেছেন হরমনপ্রীত। তিনি খেলবেন বলে মনে করা হচ্ছে। ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের লাইভ আপডেটের জন্য় নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

Published On - Feb 23,2023 5:30 PM

Follow Us: