ICC ODI World Cup 2023: সেরা ফিল্ডার নির্বাচনে ফের চমক টিম ইন্ডিয়ার, কার গলায় উঠল মেডেল?
Rohit Sharma: ওডিআই ফরম্যাটে ৪৯ তম সেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকররে ছুঁলেন বার্থডে বয় কোহলি। অন্যদিকে এক বছরে ৫৮ শতরান করে প্রোটিয়া কিংবদন্তি এবি ডেভিলিয়ার্সকে স্পর্শ করলেন হিটম্যান। সবমিলিয়ে একটা জমজমাট রবিবার উপহার হিসেবে পেলেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ শেষ হতেই সকলের নজর ছিল ভারতের ড্রেসিংরুমের দিকে। আগ্রহ ছিল কার হাতে উঠল সেরা ফিল্ডারের অ্যাওয়ার্ড তা জানার
কলকাতা: ইডেনের (Eden Gardens) মাটিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একপেশে জয় দিয়ে জয়রথ ধরে রাখল রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোম্পানি। ওডিআই ফরম্যাটে ৪৯ তম সেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকররে ছুঁলেন বার্থডে বয় কোহলি। অন্যদিকে এক বছরে ৫৮ শতরান করে প্রোটিয়া কিংবদন্তি এবি ডেভিলিয়ার্সকে স্পর্শ করলেন হিটম্যান। সবমিলিয়ে একটা জমজমাট রবিবার উপহার হিসেবে পেলেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ শেষ হতেই সকলের নজর ছিল ভারতের ড্রেসিংরুমের দিকে। আগ্রহ ছিল কার হাতে উঠল সেরা ফিল্ডারের অ্যাওয়ার্ড তা জানার। অপ্রত্যাশিত বিজয়ীর হাতে পুরস্কার উঠতেই, উচ্ছ্বাসে ভাসলেন শুভমন-জাডেজারা। কে পেলেন সেরা ফিল্ডারের পুরস্কার? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
ম্যাচের পর সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা, টিম ইন্ডিয়ার নতুন রীতি হয়েছে। এর আগে জাডেজা, শ্রেয়সদের হাতে উঠেছে সেরা ফিল্ডারের পুরস্কার। রবিবার, ইডেনের মাটিতে প্রোটিয়া বধের পরও ক্রিকেটপ্রেমীদের নজর ছিল সেরা ফিল্ডার অ্যাওয়ার্ডের দিকে। তবে এই চমক যে অপেক্ষা করছে তা টের হয়তো পাননি কেউ। সবাইকে চমকে দিয়ে সেরা ফিল্ডারের পুরস্কার জিতে নিলেন অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যানের হাতে পুরস্কার উঠতেই উচ্ছ্বাসে মাতলেন সক্কলে। সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ম্য়াচ শেষ ড্রেসিং রুমে দলের সকলকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ। এরপর তিনি সকলে মাঠে আসতে বলেন। মাঠে প্রবেশ করা সঙ্গে-সঙ্গে একটি ক্যামেরা তাঁদের সামনে এগিয়ে আসে। দিলীপ জানান, পুরস্কার যে জিতেছে তাঁর সামনে গিয়ে ক্যামেরাটি থেমে যাবে। সকলকে দেখতে দেখতে একটা সময়ে রোহিতের সামনে গিয়ে ক্যামেরাটি থামে। এভাবেই সেরা ফিল্ডারের সম্মান পান ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর গলায় মেডেলটি পরিয়ে দেন শ্রেয়স আইয়ার। এরপর উচ্ছ্বাসে ফেটে পড়ে মেন ইন ব্লু।
Fielder of the Match award ceremony by BCCI.
Rohit Sharma won it#Virat #GOAT𓃵 #INDvSA #INDvsSA #viratkohlibirthday #ShehnaazGill #PAKvNZ #Pradeep #ElvishYadav #DumMasala #ViratKohli𓃵
— CricketWorld🏏 (@CricPage1) November 6, 2023
পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি বিরাটদের অধিনায়ক। জানালেন, এই পুরস্কারের মাহাত্ম্য অনেক। মেডেল জিতে রোহিত বলেন, “আমাদের ফিল্ডিং কোচ টি দিলীপ স্যর সবসময় বলে থাকেন যে, এই মেডেল কিন্তু শুধু ভালো ক্যাচ ধরা কিংবা দুর্দান্ত ফিল্ডিং করার জন্য নয়। এই পুরস্কারের মাহাত্ম্য অনেকটা বড়। দলের মধ্যে একাত্মবোধ বাড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য। সেটাই করে যাবো আমরা।”