ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের অশ্বমেধের ঘোড়া ছোটার যে কারণ বললেন ওয়াসিম আক্রম…
ICC ODI World Cup, Team India: গ্রুপ পর্বে রোহিতরা তাঁদের শেষ ম্যাচে ডাচদের হারালে, নয়ে নয় জয় নিয়ে সেমিফাইনালে নামবে ভারত। আর এমনটা অবশ্যই হবে বলেই মনে করছে ক্রিকেট মহল। সেক্ষেত্রে শেষ চারের লড়াইয়ে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ যে দলই হবে, তাদের জন্য বাড়তি চাপ অবশ্যই থাকবে।
নয়াদিল্লি: ভারতকে চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) কোন টোটকা ব্যবহার করলে হারানো যাবে? নিশ্চিতভাবে এই উত্তর খুঁজছে বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলো। টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শিখরে মেন ইন ব্লু। সেমিফাইনাল খেলা পাকা টিম ইন্ডিয়ার। অপেক্ষা শুধু প্রতিপক্ষ পাওয়ার। তার আগে অবশ্য ভারতকে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি খেলতে হবে। তা রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে, ১২ নভেম্বর। ইডেনে রবিবার দক্ষিণ আফ্রিকাকে বিরাট ব্যবধানে ভারত হারানোর পর প্রাক্তন পাক তারকা ওয়াসিম আক্রম (Wasim Akram) বলেছেন, এই মুহূর্তে বিশ্বকাপের বাকি দলগুলোর একটাই প্রশ্ন। কীভাবে তারা ভারতকে হারাতে পারবে। বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অষ্টম জয়ের পর আর কী বললেন আক্রম? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের এক চ্যানেলে ওয়াসিম আক্রম বলেন, ‘আমার মনে হয় এখন বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো একটাই কথা ভাবছে। কীভাবে ভারতকে হারানো যায়। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান যারাই সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে তাদের ভাবনা এটাই। ভারত দুরন্ত ছন্দে রয়েছে।’
যে পরিকল্পনা করে ভারত একের পর এক প্রতিপক্ষকে বিশ্বকাপে হারাচ্ছে, তা দেখে অবাক বনে গিয়েছেন দেশ-বিদেশের একাধিক প্রাক্তন-বর্তমান ক্রিকেটাররা। ওয়াসিম আক্রমও ভারতীয় টিমের পারফরম্যান্স ও প্ল্যানিংয়ের বিরাট প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘এমন পারফরম্যান্স শুধু এই বিশ্বকাপেই হয়নি। এমন পারফরম্যান্সের জন্য বছরের পর বছর ধরে ভারতীয় ক্রিকেট টিম পরিকল্পনা করেছে। যখন তুলনামূলক সহজ প্রতিপক্ষ থাকে তখন ভারতের তারকা প্লেয়াররা খেলে না। এশিয়া কাপ শেষ হওয়ার ঠিক পরপরই অস্ট্রেসলিয়ার বিরুদ্ধে যে সিরিজ হল, তাতে অনেক ভারতের তারকা খেলেনি। সূর্যকুমারকে অবশ্য খেলানো হয়েছিল। কারণ ভারতীয় টিম ওকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার কথা ভেবেছিল। পুরো বিষয়টাই সঠিক পরিকল্পনা থেকে হয়েছে। এমনি এমনি এত ভালো পারফর্ম করছে না ভারতীয় টিম। এর জন্য ১-১.৫ বছর ধরে পরিকল্পনা করেছে ভারতীয় টিম।’
গ্রুপ পর্বে রোহিতরা তাঁদের শেষ ম্যাচে ডাচদের হারালে, নয়ে নয় জয় নিয়ে সেমিফাইনালে নামবে ভারত। আর এমনটা অবশ্যই হবে বলেই মনে করছে ক্রিকেট মহল। সেক্ষেত্রে শেষ চারের লড়াইয়ে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ যে দলই হবে, তাদের জন্য বাড়তি চাপ অবশ্যই থাকবে।