Virat Kohli At Eden: ফের মন জিতলেন কোহলি, কিংকে কাছে পেয়ে আবেগে ভাসছেন ইডেন কর্মীরা

Virat Kohli: দিনরাত পরিশ্রম করে পিচকে খেলার যোগ্য করে তোলেন এই নায়করাই। তাঁদের ভুললে কী করে চলবে? বুঝিয়ে দিলেন কোহলি। বিরাটকে কাছে পেয়ে মাঠ কর্মীদের মুখে খুশির হাসি। সেই সঙ্গেই, আকাশ ছোঁয়া সাফল্য পেয়েও কীভাবে মাটিতে পা রাখতে হয় তাও যেন বুঝিয়ে দিলেন কিছুটা।

| Edited By: | Updated on: Nov 06, 2023 | 3:28 PM
গত রবিবার ছিল 'বিরাট' দিন। জন্মদিনে ইডেনের মাটিতে মাস্টার ব্লাস্টান সচিনকে ছুঁয়েছেন বিরাট কোহলি। সেই সঙ্গেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।  (ছবি:X)

গত রবিবার ছিল 'বিরাট' দিন। জন্মদিনে ইডেনের মাটিতে মাস্টার ব্লাস্টান সচিনকে ছুঁয়েছেন বিরাট কোহলি। সেই সঙ্গেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। (ছবি:X)

1 / 8
১২১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। এ দিন শতরানের লক্ষ্যে অবিচল ছিলেন কোহলি।  কোনও রকম তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় লক্ষ্যে পৌঁছন। কোহলির সাজানো মঞ্চেই ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের হারায় টিম ইন্ডিয়া।  (ছবি:X)

১২১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। এ দিন শতরানের লক্ষ্যে অবিচল ছিলেন কোহলি। কোনও রকম তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় লক্ষ্যে পৌঁছন। কোহলির সাজানো মঞ্চেই ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের হারায় টিম ইন্ডিয়া। (ছবি:X)

2 / 8
জন্মদিনে নিজেকে এর থেকে ভালো রিটার্ন গিফট আর কী হতে পারে! বিরাটের জন্মদিন নিয়ে শুরু থেকে নানা ভাবনা ছিল সিএবির মাথায়। তবে আইসিসি তাতে কাঁচি চালায়।  (ছবি:X)

জন্মদিনে নিজেকে এর থেকে ভালো রিটার্ন গিফট আর কী হতে পারে! বিরাটের জন্মদিন নিয়ে শুরু থেকে নানা ভাবনা ছিল সিএবির মাথায়। তবে আইসিসি তাতে কাঁচি চালায়। (ছবি:X)

3 / 8
তবে জন্মদিনে বিরাটকে খালি হাতে ফেরাবে সিএবি তা তো আর হয়না! তাই উপহার হিসেবে কোহলির হাতে সোনালি ব্যাট তুলে দেওয়া হয় সিএবির তরফে। কাটানো হয় কেকও।  (ছবি:X)

তবে জন্মদিনে বিরাটকে খালি হাতে ফেরাবে সিএবি তা তো আর হয়না! তাই উপহার হিসেবে কোহলির হাতে সোনালি ব্যাট তুলে দেওয়া হয় সিএবির তরফে। কাটানো হয় কেকও। (ছবি:X)

4 / 8
এরপরই ইডেনের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কথা বলতে দেখা যায় কিংকে। একসঙ্গে ছবিও তোলেন। ফের এক বার সকলের মন জিতেলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি।  (ছবি:X)

এরপরই ইডেনের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কথা বলতে দেখা যায় কিংকে। একসঙ্গে ছবিও তোলেন। ফের এক বার সকলের মন জিতেলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। (ছবি:X)

5 / 8
ক্রিকেটারদের জয়ের পিছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিচ। আর তাই সারাবছর এই পিচের দেখভাল করেন যাঁরা, তাঁদের ধন্যবাদ জানাতে ভুললেন না বিরাট।

ক্রিকেটারদের জয়ের পিছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিচ। আর তাই সারাবছর এই পিচের দেখভাল করেন যাঁরা, তাঁদের ধন্যবাদ জানাতে ভুললেন না বিরাট।

6 / 8
 দিনরাত পরিশ্রম করে পিচকে খেলার যোগ্য করে তোলেন এই নায়করাই। তাঁদের ভুললে কী করে চলবে? বুঝিয়ে দিলেন কোহলি। বিরাটকে কাছে পেয়ে মাঠ কর্মীদের মুখে খুশির হাসি। (ছবি:X)

দিনরাত পরিশ্রম করে পিচকে খেলার যোগ্য করে তোলেন এই নায়করাই। তাঁদের ভুললে কী করে চলবে? বুঝিয়ে দিলেন কোহলি। বিরাটকে কাছে পেয়ে মাঠ কর্মীদের মুখে খুশির হাসি। (ছবি:X)

7 / 8
 সেই সঙ্গেই, আকাশ ছোঁয়া সাফল্য পেয়েও কীভাবে মাটিতে পা রাখতে হয় তাও যেন বুঝিয়ে দিলেন কিছুটা। বিরাটের এই আচরনে মুগ্ধ নেটপাড়া। প্রশংসা করছেন অনেকেই। দু' হাত ভরে বিরাটকে আশীর্বাদ করছেন বড়রা। (ছবি:X)

সেই সঙ্গেই, আকাশ ছোঁয়া সাফল্য পেয়েও কীভাবে মাটিতে পা রাখতে হয় তাও যেন বুঝিয়ে দিলেন কিছুটা। বিরাটের এই আচরনে মুগ্ধ নেটপাড়া। প্রশংসা করছেন অনেকেই। দু' হাত ভরে বিরাটকে আশীর্বাদ করছেন বড়রা। (ছবি:X)

8 / 8
Follow Us: