ICC ODI World Cup 2023: ইরফান পাঠানের বাড়িতে চাঁদের হাট, হাজির রশিদ খানরা, দেখুন ছবিতে

Irfan Pathan: মঙ্গলবার প্যাট কামিন্সের মুখোমুখি হওয়ার আগে মুম্বইতে নিজের ফ্ল্যাটে আফগান ক্রিকেটারদের আমন্ত্রণ জানান ইরফান পাঠান। সেখানে উপস্থিত ছিলেন আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি, রশিদ খান, নবীন উল হক, আজমতউল্লাহ ওমরজাইরা। শুধু তাই নয়, এই আসরে দেখা গিয়েছে ভারতীয় কিংবদন্তি হরভজন সিং, প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার ইমরান তাহিরকেও।

| Edited By: | Updated on: Nov 08, 2023 | 2:00 AM
চলতি বিশ্বকাপে নতুন আফগান কাব্য লিখেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছাপ ফেললেও শেষ রক্ষা হয়নি। সেমিফাইনালের স্বপ্ন তুলে রাখতে হবে পরের বিশ্বকাপ পর্যন্ত। (ছবি:X)

চলতি বিশ্বকাপে নতুন আফগান কাব্য লিখেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছাপ ফেললেও শেষ রক্ষা হয়নি। সেমিফাইনালের স্বপ্ন তুলে রাখতে হবে পরের বিশ্বকাপ পর্যন্ত। (ছবি:X)

1 / 8
ভারত থেকে বরাবর সাহায্য, ভালোবাসা পেয়ে এসেছেন আফগান ক্রিকেটাররা। এ বারও তার অন্য়থা হল না। মুম্বইতে অজিদের মুখোমুখি হওয়ার আগে ইরফান পাঠানের বাড়িতে হাজির ছিলেন রশিদ খানরা।(ছবি:X)

ভারত থেকে বরাবর সাহায্য, ভালোবাসা পেয়ে এসেছেন আফগান ক্রিকেটাররা। এ বারও তার অন্য়থা হল না। মুম্বইতে অজিদের মুখোমুখি হওয়ার আগে ইরফান পাঠানের বাড়িতে হাজির ছিলেন রশিদ খানরা।(ছবি:X)

2 / 8
মঙ্গলবার প্যাট কামিন্সের মুখোমুখি হওয়ার আগে মুম্বইতে নিজের ফ্ল্যাটে আফগান ক্রিকেটারদের আমন্ত্রণ জানান ইরফান পাঠান। সেখানে উপস্থিত ছিলেন আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি, রশিদ খান, নবীন উল হক, আজমতউল্লাহ ওমরজাইরা। (ছবি:X)

মঙ্গলবার প্যাট কামিন্সের মুখোমুখি হওয়ার আগে মুম্বইতে নিজের ফ্ল্যাটে আফগান ক্রিকেটারদের আমন্ত্রণ জানান ইরফান পাঠান। সেখানে উপস্থিত ছিলেন আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি, রশিদ খান, নবীন উল হক, আজমতউল্লাহ ওমরজাইরা। (ছবি:X)

3 / 8
শুধু তাই নয়, এই আসরে দেখা গিয়েছে ভারতীয় কিংবদন্তি হরভজন সিং, প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার ইমরান তাহিরকেও। এ ছাড়া ছিলেন হাজির ছিলেন বলিউডের নাম করা গায়ক আদনান সামিও। (ছবি:X)

শুধু তাই নয়, এই আসরে দেখা গিয়েছে ভারতীয় কিংবদন্তি হরভজন সিং, প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার ইমরান তাহিরকেও। এ ছাড়া ছিলেন হাজির ছিলেন বলিউডের নাম করা গায়ক আদনান সামিও। (ছবি:X)

4 / 8
ইরফানকে সঙ্গ দিয়েছেন তাঁর দাদা ইউসুফ পাঠানও। ডিনার পার্টিতে ছিল আরও চমক। রশিদদের সঙ্গে যোগ দেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুলের শ্বশুর অর্থাৎ অভিনেতা সুনীল শেট্টিও। (ছবি:X)

ইরফানকে সঙ্গ দিয়েছেন তাঁর দাদা ইউসুফ পাঠানও। ডিনার পার্টিতে ছিল আরও চমক। রশিদদের সঙ্গে যোগ দেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুলের শ্বশুর অর্থাৎ অভিনেতা সুনীল শেট্টিও। (ছবি:X)

5 / 8
এই ঘরোয়া পার্টির ছবি ঘোরাফেরা করছে সোশ্য়াল মিডিয়া জুড়ে। গায়ক আদনান সামি একসঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। শুধু সামিই নন, ইরফানও কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। (ছবি:X)

এই ঘরোয়া পার্টির ছবি ঘোরাফেরা করছে সোশ্য়াল মিডিয়া জুড়ে। গায়ক আদনান সামি একসঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। শুধু সামিই নন, ইরফানও কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। (ছবি:X)

6 / 8
ইরফানের বাড়ির ভূরিভোজ বেশ ভালোই জমে উঠেছিল, তা ছবিতেই স্পষ্ট। একই ফ্রেমে ধরা দিয়েছেন তারকারা। এক কথায় এ যেন চাঁদের হাট। (ছবি:X)

ইরফানের বাড়ির ভূরিভোজ বেশ ভালোই জমে উঠেছিল, তা ছবিতেই স্পষ্ট। একই ফ্রেমে ধরা দিয়েছেন তারকারা। এক কথায় এ যেন চাঁদের হাট। (ছবি:X)

7 / 8
চলতি বিশ্বকাপে সর্বদা আফগানদের পাশে দেখা গিয়েছে ইরফানকে। আফগানদের জেতার আনন্দে কোমর দুলিয়ে বিতর্কে পর্যন্ত জড়ান তিনি। এ বার রশিদদের বাড়িতে ডেকে আদর যত্নে কোনও রকম খামতি রাখলেন না পাঠান। (ছবি:X)

চলতি বিশ্বকাপে সর্বদা আফগানদের পাশে দেখা গিয়েছে ইরফানকে। আফগানদের জেতার আনন্দে কোমর দুলিয়ে বিতর্কে পর্যন্ত জড়ান তিনি। এ বার রশিদদের বাড়িতে ডেকে আদর যত্নে কোনও রকম খামতি রাখলেন না পাঠান। (ছবি:X)

8 / 8
Follow Us: