Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BCCI: অমরনাথ-সানি-কপিলদের তালিকায় ঢুকছেন? সচিনের জন্য কোন বিশেষ পুরস্কারের ভাবনা বোর্ডের?

১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। পাকিস্তানের মাটিতে যাত্রা শুরু যাঁর, সেই তিনি বহু কৃতিত্ব অর্জন করেছেন কেরিয়ার জুড়ে। প্রচুর সাফল্য, বিশ্বকাপ জয়। সচিন যেন ক্রিকেটের প্রতি ইঞ্চিতে নিজের নাম খোদাই করে গিয়েছেন।

BCCI: অমরনাথ-সানি-কপিলদের তালিকায় ঢুকছেন? সচিনের জন্য কোন বিশেষ পুরস্কারের ভাবনা বোর্ডের?
সচিন তেন্ডুলকরImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 2:01 PM

কলকাতা: লালা অমরনাথ থেকে সুনীল গাভাসকর, বিজয় হাজারে থেকে কপিল দেব রয়েছেন তালিকায়। শেষ নাম রবি শাস্ত্রী। সেই উজ্জ্বল তালিকায় কি এ বার জুড়ে যেতে পারেন সচিন তেন্ডুলকর? তেমনই সম্ভাবনা দেখছেন অনেকে। যা খবর, মাস্টার ব্লাস্টারকেই ভারতীয় ক্রিকেট দিতে চলেছে জীবনকৃতী পুরস্কার। যা সিকে নাইডু নামাঙ্কিত। ভারতীয় ক্রিকেটের লম্বা ইতিহাসে গভীর ছাপ রেখেছেন অনেকেই। কিন্তু কিংবদন্তির স্তরে উঠেছেন খুব কমই। সচিন তেন্ডুলকর সেই বিরল ক্রিকেটার। এক সময় ভারতীয় ক্রিকেটের সমার্থক ছিলেন। ২০ বছরের ঝলমলে কেরিয়ার। বহু রেকর্ড ভেঙেছেন, গড়েছেন। খেলা ছেড়েছেন অনেক দিন। তাও সচিন ক্রিকেটে সবচেয়ে প্রাসঙ্গিক নাম। সেই তাঁকেই জীবনকৃতী পুরস্কারে সম্মানিত করতে পারে বিসিসিআই।

১ ফেব্রুয়ারি মুম্বইয়ে বার্ষিক পুরস্কার বিতড়নী অনুষ্ঠান বোর্ডের। প্রতি বছরের মতো ওই অ্যাওয়ার্ড নাইট-এ আলো হয়ে উঠবেন বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে আজকের শুভমন গিল, যশস্বী জয়সওয়ালরা থাকবেন। কিন্তু মুখ্য আকর্ষণ হতে চলেছেন সচিন। ক্রিকবাজ়ের খবর অনুযায়ী সচিনকেই জীবনকৃতীর জন্য ভাবছে বোর্ড। তবে তাতে এখনও সিলমোহর পড়েনি। ২০০ টেস্ট খেলেছেন সচিন। ১৫৯২১ রান রয়েছে তাঁর টেস্ট অ্যাকাউন্টে। ৫১টা সেঞ্চুরি ও ৬৮টা হাফসেঞ্চুরি। ওয়ান ডে ক্রিকেটেও কম সফল নন। ৪৬৩টা ওয়ান ডে খেলে করেছেন ১৮৪২৬ রান। ৪৯টা সেঞ্চুরি ও ৯৬টা হাফসেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১০ ম্যাচে ২৫৩৯৬ রান। ৮১টা সেঞ্চুরি ও ১১৬টা হাফসেঞ্চুরি। লিস্ট এ-র তালিকায় রয়েছেন ৫৫১টা ম্যাচ। ৬০টা সেঞ্চুরি ও ১১৪ হাফসেঞ্চুরি।

এই খবরটিও পড়ুন

১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। পাকিস্তানের মাটিতে যাত্রা শুরু যাঁর, সেই তিনি বহু কৃতিত্ব অর্জন করেছেন কেরিয়ার জুড়ে। প্রচুর সাফল্য, বিশ্বকাপ জয়। সচিন যেন ক্রিকেটের প্রতি ইঞ্চিতে নিজের নাম খোদাই করে গিয়েছেন। জীবনের ম্যাচে হাফসেঞ্চুরি পার করেছেন সদ্য। সেই তাঁরই মুকুটে কি নতুন পালক গুঁজে দেবে বিসিসিআই?