Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: সচিন-রোহিত নন, কাকে ভারতের সর্বকালের সেরা ওপেনার বাছলেন সৌরভ?

সৌরভের চোখে ভারতের সর্বকালের সেরা ওপেনার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। কোথায় এ কথা বলেছেন সৌরভ? কারণই বা কী?

Sourav Ganguly: সচিন-রোহিত নন, কাকে ভারতের সর্বকালের সেরা ওপেনার বাছলেন সৌরভ?
Sourav Ganguly: সচিন-রোহিত নন, কাকে ভারতের সর্বকালের সেরা ওপেনার বাছলেন সৌরভ?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 3:03 PM

কলকাতা: টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা ওপেনার কে? ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) চোখে সেই আসনে নেই সচিন তেন্ডুলকর, রোহিত শর্মারা। তা হলে কার নাম নিলেন মহারাজ? সৌরভের চোখে ভারতের সর্বকালের সেরা ওপেনার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। কোথায় এ কথা বলেছেন সৌরভ?

৭ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে রিলিজ় করবে “The Greatest Rivalry – India vs Pakistan” ডকুমেন্টরি। তারই ট্রেলারে সৌরভ এ কথা বলেছেন। অবশ্য মহারাজ শুধু সেওয়াগের নাম করেননি। তিনি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরের কথাও বলেন। তাঁর কথায়, ‘সুনীল গাভাসকরের পর সেরার সেরা ওপেনার বীরেন্দ্র সেওয়াগ।’

এই খবরটিও পড়ুন

১৯৯৯-২০১৩ সাল অবধি ভারতের জার্সিতে ১০৪টি টেস্ট, ২৫১টি ওডিআইতে খেলেছেন। এবং দুই ফর্ম্যাটে যথাক্রমে করেছেন ৮৫৮৬ ও ৮২৭৩ রান। বীরুর ওডিআই অভিষেক হয়েছিল ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে। তাঁর টেস্ট অভিষেক হয়েছিল ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তিনি একমাত্র ভারতীয় ব্যাটার, যিনি টেস্ট ক্রিকেটে ২ বার ট্রিপল সেঞ্চুরি করেছেন। ডান হাতি ব্যাটার সেওয়াগ ওডিআইতে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরিও করেছেন।

টেস্ট ক্রিকেটে সেওয়াগ ২৩টি সেঞ্চুরি ও ৩২টি হাফসেঞ্চুরি করেছেন। তিনি ২০১০ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট প্লেয়ারের পুরস্কার পেয়েছিলেন। সে বার তিনি ১০টি টেস্ট ম্যাচে ১২৮২ রান করেছিলেন। ছিল ৬টি সেঞ্চুরিও। এ ছাড়া ওডিআইতে ১৫টি সেঞ্চুরি ও ৩৮টি হাফসেঞ্চুরি করেছিলেন নজফগড়ের নবাব।