Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravichandran Ashwin: হয়তো আর সুযোগ পাবে না… ভারতের তরুণ বোলারকে নিয়ে অবাক মন্তব্য অশ্বিনের

সম্প্রতি দেশের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, তাঁর মনে হয় টিম ইন্ডিয়ার এক তরুণ ক্রিকেটারের আর টেস্ট ক্রিকেটে খেলা হবে না। কার কথা বলেছেন অশ্বিন?

Ravichandran Ashwin: হয়তো আর সুযোগ পাবে না... ভারতের তরুণ বোলারকে নিয়ে অবাক মন্তব্য অশ্বিনের
রবিচন্দ্রন অশ্বিনImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 5:15 PM

বাইশ গজে শেষ কথা বলে পারফরম্যান্স। সেখানে খামতি থাকলে একাদশ থেকে বাদ পড়তে হয়। ক্রিকেট মহলে এমনটাই বার বার বলা হয়। সম্প্রতি দেশের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) জানিয়েছেন, তাঁর মনে হয় টিম ইন্ডিয়ার (Team India) এক তরুণ ক্রিকেটারের আর টেস্টে খেলা হবে না। কার কথা বলেছেন অশ্বিন?

অস্ট্রেলিয়া সফরে ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা ৩২টি উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েছিলেন। অন্যদিকে, তরুণ বোলার আকাশ দীপ সেই অর্থে দাগ কাটতে পারেননি। বাংলার তারকা বোলারের বেশ কয়েকটি ডেলিভারি মুগ্ধ করার মতো হলেও উইকেটের হিসেব দেখলে তাঁকে হতাশই হতে হয়। আকাশ দীপ অস্ট্রেলিয়ার পিচে বেশি উইকেট নিতে পারেননি। এর ফলে দেশের সদ্য প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন মনে করেন যে, টিম ইন্ডিয়ায় আকাশ দীপের জন্য আবার সুযোগ পাওয়া কঠিন হতে চলেছে। অশ্বিন একইসঙ্গে জোর দিয়ে জানিয়েছেন যে, কোনও ব্যাটার যদি এই জায়গায় থাকত, তা হলে তাঁর সঙ্গে এমনটা ঘটত না।

আকাশ দীপের টেস্ট কেরিয়ার কি সত্যিই শেষের পথে?

এই খবরটিও পড়ুন

জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের সঙ্গে তৃতীয় ফাস্ট বোলার হিসেবে বর্ডার গাভাসকর ট্রফিতে খেলেছেন আকাশ দীপ। কিন্তু প্রয়োজনের সময় উইকেট নিতে পারেননি। এ বার তাঁকে নিয়েই চমকে দেওয়ার মতো মন্তব্য করে বসলেন প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বেঙ্গালুরুতে AWS AI কনক্লেভ 2025-এ অশ্বিন বলেছেন, ‘এই পৃথিবী সকলের জন্য সমান নয়। ব্যাটাররা সুবিধা পেলেও বোলাররা পায় না। অস্ট্রেলিয়ায় পর্যাপ্ত উইকেট না পাওয়ায় আকাশ দীপ হয়তো আরেকটি টেস্ট খেলার সুযোগও না পেতে পারে। কিন্তু এমন কোনও ব্যাটার খুঁজে পাবেন না যার সঙ্গে এমনটা হয়েছে।’

চোটের কারণে আকাশ দীপের কেরিয়ারে পড়েছে ছাপ

চোটের কারণে ২৮ বছর বয়সী আকাশ দীপের কেরিয়ার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিসিসিআইয়ের একজন আধিকারিক কয়েকদিন আগে বলেছিলেন যে, ২০১৯ সালে বাংলার ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই পিঠের চোট তাঁর কাছে একটা বড় সমস্যা। তাঁর কেরিয়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিসিআইয়ের এক কর্তা বলেছিলেন, ‘আকাশ যে বয়সে বারবার চোটের কারণে একাদশের বাইরে থাকে, এটা চলতে থাকলে তাঁর জন্য আন্তর্জাতিক কেরিয়ার লম্বা হওয়া কঠিন।’

টেস্টে আকাশ দীপের রিপোর্ট কার্ড

আকাশ দীপ এখনও অবধি দেশের হয়ে ৭টি টেস্টে খেলেছেন। তাতে পেয়েছেন ১৫টি উইকেট। তিনি এখনও অবধি ভারতের হয়ে টেস্টেই খেলেছেন। ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। অজি সফরে গিয়ে ২ টেস্টে মোট ৫টি উইকেট নিয়েছেন আকাশ দীপ।