Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অজি শিবিরে বিরাট ধাক্কা, চোটে ছিটকে গেলেন মিচেল মার্শ

Mitchell Marsh: বিগত কয়েকদিন ধরে পিঠের চোটে ভুগছেন মিচেল মার্শ। নিজের স্বাভাবিক খেলাটা যে কারণে মেলে ধরতে পারছিলেন না। এ বার তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্নেও জল ঢালল তাঁর চোট।

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অজি শিবিরে বিরাট ধাক্কা, চোটে ছিটকে গেলেন মিচেল মার্শ
ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অজি শিবিরে বিরাট ধাক্কা, চোটে ছিটকে গেলেন মিচেল মার্শImage Credit source: X
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 2:26 PM

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার (Australia) এক তারকা অলরাউন্ডারের। ১৯ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু। তার আগে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ (Mitchell Marsh)। বর্ডার গাভাসকর ট্রফিতে ফর্মে ছিলেন না তিনি। যে কারণে সিডনি টেস্টে তাঁর পরিবর্তে বিউ ওয়েবস্টারকে খেলিয়েছিল অস্ট্রেলিয়া। তারকা অলরাউন্ডারের ফিটনেস নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) তাঁর খেলার স্বপ্ন ভেঙে গেল।

বিগত কয়েকদিন ধরে পিঠের চোটে ভুগছেন অজি সুপারস্টার মিচেল মার্শ। নিজের স্বাভাবিক খেলাটা যে কারণে মেলে ধরতে পারছিলেন না। এর আগে অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ান ডে এবং টি-২০ বিশ্বকাপ জিতেছেন মার্শ। চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারলে তিনি আইসিসি আয়োজিত সীমিত ওভারের তিনটি বৈশ্বিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতেন। কিন্তু এ বছর সেটা আর সম্ভব হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির টিম থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ।

এই খবরটিও পড়ুন

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘জাতীয় নির্বাচক প্যানেল ও অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট টিমের চিকিৎসা বিভাগের পক্ষ থেকে চোটের কারণে মিচেল মার্শকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছে। রিহ্যাব প্রক্রিয়ায় থাকা মার্শের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। সম্প্রতি তাঁর পিঠের নিচের অংশে ব্যথা বেড়েছে। ফলে নির্বাচকমণ্ডলীকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পুরোপুরি সেরে ওঠার সুযোগ দেওয়ার জন্য তাঁর পুনর্বাসনের মেয়াদ বাড়ানো হয়েছে। মার্শের জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে কাকে নেওয়া হবে, তা নিয়ে সঠিক সময়ে বৈঠক শেষে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিটি।’