চোটে ছিটকে গেলেন হনুমা, বদলি নিয়ে অঙ্ক
চলতি সফরের শুধু শেষ টেস্ট নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও পাওয়া যাবে না হনুমা বিহারিকে। ব্রিসবেন টেস্টে খেলতে পারবেন না রবীন্দ্র জাডেজাও।
সিডনিঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য টেস্ট ড্রয়ের পর ঘণ্টাখানেকও পেরোয়নি। তারই মধ্যে খারাপ খবর, ব্রিসবেন টেস্টে নেই হনুমা বিহারি। অজি বোলিংয়ের বিরুদ্ধে যাঁর সাহসী ব্যাটিং প্রশংসা পাচ্ছে সব মহলেই। চলতি সফরের শুধু শেষ টেস্ট নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও পাওয়া যাবে না তাঁকে। ব্রিসবেন টেস্টে খেলতে পারবেন না রবীন্দ্র জাডেজাও। তাঁর বদলি হিসেবে টিমে আসতে পারেন শার্দূল ঠাকুর।
হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই সিডনিতে পঞ্চম দিন ব্যাট করেছেন হনুমা। ১৬১ বলে নট আউট ২৩ রানের ইনিংসটার মূল্য সেঞ্চুরির মতোই। ম্যাচের পরই হনুমাকে নিয়ে যাওয়া হয় স্ক্যান করাতে। রিপোর্ট এখনও আসেনি। তবে আশঙ্কা করা হচ্ছে, তাঁর গ্রেড ওয়ান টিয়ার থাকতে পারে। যার অর্থ হল, আগামী কয়েক দিন ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁকে। বোর্ডের একটি সূত্র বলছে, ‘ওর স্ক্যান রিপোর্ট এখনও আসেনি। তবে, হনুমার যদি গ্রেড ওয়ান টিয়ারও হয়ে থাকে, তা হলেও কিন্তু চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আর সেটা যদি হয়, ব্রিসবেন তো বটেই, ইংল্যান্ডের বিরিুদ্ধে হোম সিরিজেও ওকে পাওয়া যাবে কিনা সন্দেহ।’
WATCH – @ashwinravi99 & @Hanumavihari relive #TeamIndia‘s valiant fightback.
Playing through pain, battling bruises, negotiating a top Australian bowling attack and taking #TeamIndia to a memorable draw. SCG stars relive it all here – by @Moulinparikh
?https://t.co/F6PR9Wprai pic.twitter.com/Pc8qqSjp50
— BCCI (@BCCI) January 11, 2021
হোম সিরিজে হনুমার না খেলতে পারাটা খুব বেশি চাপের নয়। ঘরের মাঠে বাড়তি বোলার নিয়েই খেলার ভাবনা থাকে ভারতের। সে দিক থেকে দেখলে হনুমার প্রথম টিমে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। কিন্তু ব্রিসবেন টেস্ট থেকে হনুমার ছিটকে যাওয়া কিন্তু চাপেই রাখবে ভারতকে।
আরও পড়ুন:পূজারাদের পাশে দাঁড়িয়ে সমালোচকদের কটাক্ষ সৌরভের
প্রশ্ন হল, হনুমা না খেলতে পারলে তাঁর বদলি কে হবেন? ? যা পরিস্থিতি, তাতে ঋদ্ধিমান সাহাকে কিপার হিসেবে খেলিয়ে দেওয়ার কথা ভাবতে পারে ভারত। পন্থের হাতে চোট যদি ভালো না হয়, এ ছাড়া আর কোনও উপায় থাকবে না। পন্থ যদি ফিট থাকেন, তা হলে মায়াঙ্ক আগরওয়ালকে মিডল অর্ডারে বাড়তি ব্যাটসম্যান হিসেবে খেলানো যেতে পারে।
জাডেজার বদলে শার্দূলকে খেলানোর একটাই যুক্তি, টি নটরাজনের থেকে তাঁর ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা বেশি। ব্যাটের হাতটাও অন্যদের থেকে ভালো। প্রয়োজনে তিনি ব্যাট হাতেও টিমকে সাহায্য করতে পারবেন।