পন্থ ‘প্যাকেজ’, শুভমন ‘স্কিল’ এবং একঝাঁক তরুণের গল্প

নামী তারকাদের ভিড়ে তরুণ তুর্কিদের সুপারস্টার হয়ে ওঠার ট্র্যাডিশন বজায় রাখতে তৈরি আইপিএল ১৪।

পন্থ 'প্যাকেজ', শুভমন 'স্কিল' এবং একঝাঁক তরুণের গল্প
পন্থ'প্যাকেজ', শুভমন'স্কিল' এবং একঝাঁক তরুণের গল্প
Follow Us:
| Updated on: Apr 09, 2021 | 4:36 PM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

বঙ্গ রাজনীতিতে ‘খেলা হবে’ শব্দটা এখন ‘হট কেক’। ভোটবাক্সের লড়াইয়ে ময়দানী ভাষা আগুন ছড়াচ্ছে। গেরুয়া, সবুজ, লাল তিন রঙের খেলা শুরু হয়ে গিয়েছে জোরকদমে। খেলা প্রেমীরা যদিও এই ভোটের খেলায় মাথা ঘামাতে নারাজ। কাল থেকে শুরু আইপিএল (IPL)। বরং সেই খেলাতেই নজর ক্রিকেটপ্রেমীদের। হলদে, বেগুনি, গোলাপি, আকাশী, কমলা, লাল- হরেক রঙের খেলা দেখা যাবে এখানে। ৮ থেকে ৮০ ক্রিকেটপ্রেমীদের মুখে এখন একটাই ট্যাগলাইন ঘুরপাক খাচ্ছে- ‘ইন্ডিয়া কা আপনা মন্ত্র।’

আইপিএল বরাবর নতুন তারকাদের জন্ম দেয়। নতুন ক্রিকেটারদের কাছে এটাই হল উত্থানের মঞ্চ। এক লহমায় বদলে যায় ক্রিকেট জীবন। চলে আসে জাতীয় দলের ডাক। উঠতি ক্রিকেটাররা হয়ে ওঠেন সুপারস্টার। আইপিএল -১৪তেও একঝাঁক তরুণ ক্রিকেটারের উপর নজর থাকবে। অনেকের নাম ভারতীয় ক্রিকেট সার্কিটে পরিচিত, আবার অনেকে একেবারে আনকোরা। প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ আলাদা। কোন কোন ক্রিকেটারের উপর নজর থাকবে এ বারের আইপিএলে? চলুন, বাইশ গজে গিয়ে দাঁড়াই…

শুভমন গিল অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলার সময় থেকেই শুভমন (Subhman Gill) সুপারহিট। নাইট রাইডার্সের জার্সিতেও নিজেকে প্রমাণ করেছেন। গত আইপিএলেও অধিকাংশ ম্যাচে নাইটদের জিতিয়েছে শুভমনের ব্যাট। অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে টেস্ট অভিষেকেই জাত চিনিয়েছেন। শুভমন গিল লম্বা রেসের ঘোড়া। টেস্ট খেললেও জাতীয় দলের টি-টোয়েন্টিতে এখনও সুযোগ পাননি। বিশ্বকাপের আগে এই আইপিএলই পারে নির্বাচকদের ভাবনাকে বদলে দিতে।

ঋষভ পন্থ উইকেটকিপিং, বিস্ফোরক ব্যাটিং— পন্থ (Rishabh Pant) প্যাকেজে এবার অধিনায়কত্বও। ক্রিকেট কেরিয়ারে ‘চ্যালেঞ্জ’ শব্দটা ওতোপ্রতো জড়িয়ে। ধোনির (MS Dhoni) সঙ্গে বরাবর তুলনা টানা হয়েছে পন্থের। কিপিং স্কিল, খারাপ শট খেলে আউট হওয়ার জন্য বারবার পন্থকে বিঁধেছেন সমালোচকেরা। চিত্রনাট্যে হঠাৎই বদল। একটা অস্ট্রেলিয়া সফরই পাল্টে দিয়েছে মনোভাব। শ্রেয়স আয়ার চোট পাওয়ায় দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে পন্থকে। চাপের মুখে বারবার নিজেকে প্রমাণ করে গিয়েছে দিল্লির বাঁ-হাতি তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এ বার অধিনায়কত্বের চাপ সামলে সহজাত ব্যাটিং করার চ্যালেঞ্জ পন্থের।

পৃথ্বী শ জাতীয় দল থেকে বাদ পড়ার পর বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টে নিজেকে মেলে ধরেন। বিজয় হাজারে ট্রফিতে পরপর সেঞ্চুরি করেছেন। ডবল সেঞ্চুরিও করেছেন বিজয় হাজারে ট্রফিতে। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সফল। এ বারের আইপিএল টি-টোয়েন্টি বিশ্বকাপের মহড়া। ভারতীয় দলের টপ অর্ডারে তারকার ভিড়। আইপিএলে পারফর্ম করে ফের নির্বাচকদের ভাবনায় আসার লড়াই পৃথ্বীর (Prithvi Shaw)।

ঈশান কিষান  রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে অনূর্ধ্ব-১৯ জাতীয় দল থেকে উত্থান। ঝাড়খণ্ডের হয়ে দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। গত আইপিএলে ভারতীয় ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন ঈশান কিষান (Ishan Kishan)। মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ-হাতি তরুণ ক্রিকেটারের ঝোড়ো ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেটমহলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন যে কারণে। অভিষেক ম্যাচেই ঈশান জ্বলে ওঠেন। বিরাট কোহলির প্রশংসাও পেয়েছেন। বিশ্বকাপের আগে আইপিএলে নির্বাচকদের নজরে রয়েছেন ঈশান।

আরও পড়ুন: চল্লিশের মাহি বনাম এক ‘তরুণ’ ধোনির গল্প

প্রসিধ কৃষ্ণা কয়েক বছর আগে এক সাংবাদিক সম্মেলনে আচমকাই প্রসিধের নাম করেছিলেন বিরাট কোহলি। আনকোরা জোরে বোলার রাতারাতি নজরে চলে আসেন। নাইট রাইডার্সের জার্সিতে ৩ বছর ধরে খেলছেন। কর্ণাটকের ডান হাতি পেসার কেকেআরের বোলিং বিভাগের অন্যতম সৈনিক। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ডাক পান। অভিষেক ম্যাচেই ঝুলিতে ছিল ৪ উইকেট। ডেথ ওভারে প্রসিধের (Prasidh Krishna) স্পেল প্রশংসনীয়। ভারতীয় দলে পেসারদের তালিকা দীর্ঘ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেতে এই আইপিএলই প্রমাণের মঞ্চ হতে চলেছে ২৫ বছরের কর্ণাটকের পেসারের কাছে।

উঠতি ক্রিকেটার হিসেবে রয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে শাহরুখ খান, মহম্মদ আজহারউদ্দিন, প্রিয়ম গর্গ, রবি বিষ্ণোইরা। গত আইপিএল থেকেই প্রিয়ম গর্গ, রবি বিষ্ণোইদের উত্থান হয়েছে। শাহরুখ খান, মহম্মদ আজহারউদ্দিন এ বারের আইপিএলে নতুন সংযোজন। পঞ্জাব কিংসের ডিরেক্টর অনিল কুম্বলে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন শাহরুখে। মুস্তাক আলিতে কেরলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ আজহারউদ্দিনের ৫৪ বলে ১৩৭ হইচই ফেলে দিয়েছে ঘরোয়া ক্রিকেটে। তিনি এ বার বিরাটের আরসিবিতে। নামী তারকাদের ভিড়ে তরুণ তুর্কিদের সুপারস্টার হয়ে ওঠার ট্র্যাডিশন বজায় রাখতে তৈরি আইপিএল ১৪।