IPL 2022 SRH vs LSG Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ

আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে হায়দরাবাদ।

IPL 2022 SRH vs LSG Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ
মুখোমুখি হায়দরাবাদ ও লখনউ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2022 | 8:30 AM

মুম্বই: আজ, আইপিএল-১৫-র (IPL 2022) দশম দিন। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে হায়দরাবাদ। পুনের মাঠে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। সেই ম্যাচে ৬১ রানে হারতে হয়েছিল নিজামের শহরের দলকে। লখনউ এখনও পর্যন্ত আইপিএলের দুটি ম্যাচে খেলেছে। তার মধ্য়ে ১টিতে জিতেছেন রাহুলরা এবং ১টিতে হেরেছেন। আইপিএলের দুই নতুন দলের প্রথম লড়াইয়ে হার্দিকের গুজরাতের কাছে হেরেছিলেন ক্রুণাল পান্ডিয়ারা। তবে দ্বিতীয় ম্যাচে জাডেজাদের বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছিল লখনউ। তাই আজ কোন দল ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেদিকে বিশেষ নজর থাকবে আইপিএলপ্রেমীদের।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কবে হবে?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি (৪ এপ্রিল) আজ, সোমবার হবে।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কোথায় হবে?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী।

আরও পড়ুন: IPL 2022: পৃথ্বীর ওপর কেন ক্ষুব্ধ কোচ রিকি পন্টিং

আরও পড়ুন: IPL 2022: লিভিংস্টোনের ব্যাটে ও রাহুল-বৈভবের বলে হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের

আরও পড়ুন: শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে চিন্তায় সঙ্গাকারা-মাহেলারা