CSK IPL 2023 Auction: নতুন মরসুমে সাফল্য পেতে কাদের দিকে নজর সিএসকের?

IPL 2023 Auction, CSK: আইপিএল-২০২২ এ সিএসকের পারফরম্যান্স ছিল সকলকে অবাক করে দেওয়ার মতো। দশ দলের আইপিএল শুরু হওয়ার পর, নয় নম্বরে গত মরসুম শেষ করেছিল মাহির ইয়েলোব্রিগেড।

CSK IPL 2023 Auction: নতুন মরসুমে সাফল্য পেতে কাদের দিকে নজর সিএসকের?
IPL 2023 Auction: নতুন মরসুমে সাফল্য পেতে কাদের দিকে নজর সিএসকের?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2022 | 11:22 AM

চেন্নাই: দেখতে দেখতে চলে এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬তম সংস্করণের জন্য নিলাম। এই মিনি নিলামের আসর বসবে ২৩ ডিসেম্বর। এ বারের নিলামের জন্য মোট ৪০৪ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। এ বারের নিলামে ক্রিকেট প্রেমীদের নিশ্চিতভাবে বিশেষ নজর থাকবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দিকে। সিএসকে মোট ৭ জন ক্রিকেটার কিনতে পারবে মিনি নিলাম থেকে। যার মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। এই মিনি নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজির কাছে রয়েছে ২০.৪৫ কোটি টাকা। আইপিএল-২০২২ এ সিএসকের পারফরম্যান্স ছিল সকলকে অবাক করে দেওয়ার মতো। দশ দলের আইপিএল শুরু হওয়ার পর, নয় নম্বরে গত মরসুম শেষ করেছিল মাহির ইয়েলোব্রিগেড। ডিসেম্বরের মিনি নিলামে  (IPL 2023 Auction) কী হতে পারে চেন্নাইয়ের কৌশল, জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

নিলামের আগে চেন্নাই সুপার কিংস দল কেমন রয়েছে

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), অম্বাতি রায়ডু, দীপক চাহার, ডেভন কনওয়ে, ডোয়েন প্রিটোরিয়াস, মহেশ থিকসানা, মাতিসা পাথিরানা, মিচেল স্য়ান্টনার, মইন আলি, মুকেশ চৌধুরি, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, সিমরনজিৎ সিং, শুভ্রাংশু সেনাপতি, তুষার দেশপান্ডে।

দল সাজাতে কাদের প্রয়োজন?

দল সাজানোর জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন দুই ভারতীয় ব্যাটের। যে বা যারা মহেন্দ্র সিং ধোনি ছাড়াও উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করতে পারেন। আইপিএলের ১৫ তম সংস্করণে চেন্নাই ভালো পারফর্ম না করলেও, মুকেশ চৌধুরি চেন্নাইয়ের জার্সিতে নজর কেড়েছিলেন। বোলিং বিভাগে বৈচিত্র আনতে চাইবে সিএসকে। চেন্নাই শিবিরে রিস্টস্পিনারেরও প্রয়োজন রয়েছে।

চেন্নাই সুপার কিংস যে ক্রিকেটারদের রিলিজ করেছে

আইপিএল-২০২৩ এর মিনি নিলামের আগে অ্যাডাম মিলনে, হরি নিশান্ত, ক্রিস জর্ডন, ডোয়েন ব্র্যাভো, ভগৎ ভার্মা, কেএম আসিফ, জগদীশন, রবিন উথাপ্পা রিলিজ করেছে চেন্নাই সুপার কিংস।