KKR vs SRH : গ্যালারি তুমি কার? ‘আমি কেকেআর’!
IPL 2023 : ইডেনের বাইরে দুপুর থেকেই ভিড় জমিয়েছিলেন ক্রিকেট অনুরাগীরা। তাদের মধ্য়ে ৯০ শতাংশই বিরাট কোহলির জার্সি পরা। মাঠেও বিরাটের জন্য় চিৎকার হল বেশি। কিন্তু পরপর দুটো ম্যাচ জিতে পরিস্থিতি পুরো বদলে গিয়েছে।
দীপঙ্কর ঘোষাল : কলকাতা নাইট রাইডার্স কি ব্য়ক্তিনির্ভর? এত দিন মূলত সেটাই দেখা যেত। হাতে গোনা ক’জন প্লেয়ারের ওপর বাড়ি নির্ভরতা। এ বার শুরু থেকেই আন্ডারডগ কলকাতা নাইট রাইডার্স। নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটে ছিটকে গিয়েছেন। সাকিব আল হাসান শেষ মুহূর্তে সরে দাঁড়ান। নেতৃত্ব দেওয়া হয় নীতীশ রানাকে। সাদা বলের ক্রিকেটে হাতে গোনা কয়েকটি ম্যাচে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত রঞ্জি ট্রফিতে সফল কোচ। কিন্তু আইপিএলে তিনি কতটা সফল হবেন, সন্দেহ ছিলেন। তার ওপর আইপিএলে প্রথম ম্যাচেই হার। সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে সেই অর্থে বিশেষ কোনও প্রত্যাশা ছিল না। পরিস্থিতি পুরো বদলে গিয়েছে। সানরাইজার্স ম্যাচ শুরুর আগে ইডেনের চিত্রটা কেমন? বিস্তারিত TV9Bangla-য়।
কয়েক দিন আগের কথা। ইডেন গার্ডেন্সে দীর্ঘ কয়েক বছরের ব্য়বধানে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের কাছে হার দিয়ে মরসুম শুরু হয়েছিল। তাই ঘরের মাঠের সমর্থকদের সামনে ঘুরে দাঁড়ানোর বাড়তি তাগিদ ছিল। কিন্তু সমর্থন কোথায়! প্রতিপক্ষ ছিল রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। সেই টিমে রয়েছেন বিশ্ব ক্রিকেটের আইকন বিরাট কোহলি। ইডেন যেন অ্যাওয়ে ম্য়াচ হয়ে দাঁড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য। ইডেনের বাইরে দুপুর থেকেই ভিড় জমিয়েছিলেন ক্রিকেট অনুরাগীরা। তাদের মধ্য়ে ৯০ শতাংশই বিরাট কোহলির জার্সি পরা। মাঠেও বিরাটের জন্য় চিৎকার হল বেশি। কিন্তু পরপর দুটো ম্য়াচ জিতে পরিস্থিতি পুরো বদলে গিয়েছে।
সানরাইজার্স ম্য়াচের আগে কেকেআর সমর্থকদের কাছে নায়ক যেন পুরো দলই। নয়নের মণি অবশ্য়ই রিঙ্কু সিং। ইডেন চত্ত্বরে দেখা গেল রাসেল, নারিনদের নাম লেখা জার্সি পরা সমর্থকও। তবে সবচেয়ে বেশি নজরে পড়ল যে জার্সি, তাতে লেখা ‘আমি কেকেআর।’ ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে বড় জয়, গত ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কায় ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিং। মরসুম শুরুর আগে আন্ডারডগ থাকা কেকেআর এখন চমকে দিচ্ছে। সমর্থকরাও ফের ভরসা করতে শুরু করেছে টিমকে।