KKR vs SRH Highlights, IPL 2023 : রিঙ্কু-নীতীশের লড়াই ব্যর্থ, ঘরের মাঠে হার কেকেআরের

| Edited By: | Updated on: Apr 14, 2023 | 11:30 PM

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।

KKR vs SRH Highlights, IPL 2023 :  রিঙ্কু-নীতীশের লড়াই ব্যর্থ, ঘরের মাঠে হার কেকেআরের
Image Credit source: Twitter

কলকাতা: শেষ ওভারে ৩২ রানের প্রয়োজন। ঘরের মাঠে আরও একবার রিঙ্কু সিংয়ের ব্যাটে ম্যাজিক দেখার অপেক্ষায় ছিল ইডেন গার্ডেন্স। কিন্তু অসম্ভবকে সম্ভব তো রোজ করা যায় না। মরিয়া চেষ্টা করলেন রিঙ্কু সিং, ক্যাপ্টেন নীতীশ রানা। সানরাইজার্স হায়দরাবাদের ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২০৫ রানে থামল কেকেআর। ইডেনে সূর্যাস্ত হল না। ঘরের মাঠে ২৩ রানে হার কেকেআরের।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 14 Apr 2023 11:18 PM (IST)

    ঘরের মাঠে হার নাইটদের

    ২২৯ রান তাড়া করতে নেমে ২০৫ রানে থামল কেকেআর। শেষ ওভারে ৩২ রানের প্রয়োজন ছিল। গত ম্যাচের ম্যাজিক দেখা গেল রিঙ্কু সিংয়ের ব্যাটে। তবে অর্ধশতরানের ইনিংস খেলে লড়লেন তিনি। ক্যাপ্টেন নীতীশ রানাও অনবদ্য। তবে প্রচেষ্টা ব্যর্থ। ঘরের মাঠে ২৩ রানে হার কলকাতা নাইট রাইডার্সের।

  • 14 Apr 2023 11:12 PM (IST)

    আউট শার্দূল

    ওভারের প্রথম বলেই আউট শার্দূল ঠাকুর। মাঠে নামলেন উমেশ যাদব।

  • 14 Apr 2023 11:11 PM (IST)

    ৬ ওভারে ৩২ রান!

    রিঙ্কুর ক্যাচ ফেললেন ফিলিপস। বাউন্ডারি হয়ে গেল। শেষ ৬ বলে ৩২ রানের প্রয়োজন। গত ম্যাচের ম্যাজিক ফিরিয়ে আনতে পারবেন রিঙ্কু সিং? অর্ধশতরান পূর্ণ করে ফেলেছেন। শেষ ওভারে বল হাতে উমরান মালিক।

  • 14 Apr 2023 11:06 PM (IST)

    ২ ওভারে ৪৮ রান

    শেষ ২ ওভারে ৪৮ রানের প্রয়োজন কেকেআরের। ক্রিজে রিঙ্কু এবং শার্দূল।

  • 14 Apr 2023 11:01 PM (IST)

    ৩ ওভারে ৫৮ রান

    জয়ের জন্য় শেষ ৩ ওভারে ৫৮ রান প্রয়োজন নাইটদের।

  • 14 Apr 2023 11:00 PM (IST)

    আউট ক্যাপ্টেন

    ৪১ বলে ৭৫ রান করে ফিরলেন নীতীশ রানা। নটরাজনের ফুলটস বল সোজা গিয়ে জমা হল ওয়াশিংটন সুন্দরের হাতে। ষষ্ঠ উইকেট হারাল কেকেআর।

  • 14 Apr 2023 10:49 PM (IST)

    ক্যাচ মিস সুন্দরের

    নীতীশ রানার সহজ ক্যাচ মিস করলেন ওয়াশিংটন সুন্দর।

  • 14 Apr 2023 10:49 PM (IST)

    ১৫ ওভারে ১৪২/৫

    ১৫ ওভারে কেকেআরের স্কোর ১৪২/৫।  ক্রিজে রানা-রিঙ্কু জুটি।

  • 14 Apr 2023 10:36 PM (IST)

    রিঙ্কুর ছয়

    আত্মবিশ্বাসী রিঙ্কু। টি নটরাজনের বলে পেল্লাই ছয় হাঁকালেন।

  • 14 Apr 2023 10:29 PM (IST)

    নীতীশের হাফ সেঞ্চুরি

    ২৫ বলে ৫০ রান নীতীশ রানার। ঘরের মাঠে গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে উঠলেন রানা।

  • 14 Apr 2023 10:25 PM (IST)

    ১০ ওভারে ৯৬ রান

    ১০ ওভারে ৯৬ রান কেকেআরের খাতায়।  ক্রিজে নামলেন রিঙ্কু সিং। প্রবল চিৎকারে রিঙ্কুকে স্বাগত জানাল ইডেনের জনতা।

  • 14 Apr 2023 10:23 PM (IST)

    আউট রাসেল

    ৬ বলে ৩ রান। আউট আন্দ্রে রাসেল। মায়াঙ্ক মার্কান্ডের দ্বিতীয় উইকেট।

  • 14 Apr 2023 10:14 PM (IST)

    নাইট শিবিরে ‘নাটক’

    কে নামবেন এই নিয়ে একপ্রস্থ নাটক কেকেআর শিবিরে। রাসেল ড্রেসিং রুম থেকে রাসেল বের হন প্রস্তুত হয়ে। আবার দেখা গেল শার্দূল ঠাকুর নামছেন। কিছুটা এগিয়ে গিয়ে ফিরে এলেন শার্দূল। নামলেন রাসেল।

  • 14 Apr 2023 10:12 PM (IST)

    আউট জগদীশন

    মায়াঙ্ক মার্কন্ডের বলে ফিরলেন জগদীশন। ২১ বলে ৩৬ রান। চার ব্যাটার হারাল কেকেআর।

  • 14 Apr 2023 10:04 PM (IST)

    ক্যাচ ছাড়লেন রাহুল

    ডিপ মিড উইকেটে জগদীশনের সহজ ক্যাচ ছাড়লেন রাহুল ত্রিপাঠী।

  • 14 Apr 2023 10:02 PM (IST)

    ৬ ওভারে ৬২ রান

    ৬ ওভারে কেকেআর ৬২/৩। জগদীশনকে সঙ্গে নিয়ে ব্যাট চালাচ্ছেন নীতীশ রানা।

  • 14 Apr 2023 09:48 PM (IST)

    তৃতীয় উইকেটের পতন

    পরপর দু বলে উইকেট মার্কো জানসেনের। শূন্য রানে ফিরলেন সুনীল নারিন। মার্করামের হাতে ক্যাচ।

  • 14 Apr 2023 09:46 PM (IST)

    আউট ভেঙ্কটেশ

    ১০ রানে আউট ভেঙ্কটেশ আইয়ার। ৩০ রানে ২ উইকেট হারাল কেকেআর।

  • 14 Apr 2023 09:32 PM (IST)

    আউট গুরবাজ

    শূন্য রানে ফিরলেন গুরবাজ। উমরান মালিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ক্রিজে ইমপ্যাক্ট প্লেয়ার ভেঙ্কটেশ্বর আইয়ার।

  • 14 Apr 2023 09:30 PM (IST)

    নাইটদের ইনিংস শুরু

    রান তাড়া করতে নামলেন গুরবাজ-জগদীশন। বল হাতে ভুবনেশ্বর কুমার।

  • 14 Apr 2023 09:26 PM (IST)

    এক নজরে

    ১. টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

    ২. প্রথম থেকেই বিধ্বংসী রূপ দেখা গিয়েছে হ্যারি ব্রুকের

    ৩. ৫৫ বলে ১০০ রান ব্রুকের

    ৪. এ বারের আইপিএলের প্রথম সেঞ্চুরি

    ৫. হায়দরাবাদ ক্যাপ্টেন এইডেন মার্করাম খেললেন ২৬ বলে ৫০ রানের ইনিংস

    ৬. ১৭ বলে ৩২ রান করে নজর কাড়লেন অভিষেক শর্মা

    ৮. তিন উইকেট আন্দ্রে রাসেলের

    ৯. মরসুমে প্রথম বার বল হাতে নেমেই সাফল্য রাসেলের

    ১০. তবে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি

  • 14 Apr 2023 09:20 PM (IST)

    হায়দরাবাদের খাতায় ২২৮ রান

    হ্যারি ব্রুকের সেঞ্চুরি, ক্যাপ্টেন এইডেন মার্করামের অর্ধশতরানের দৌলতে সানরাইজার্স হায়দরাবাদের খাতায় উঠল ৪ উইকেট খুইয়ে ২২৮ রান।

  • 14 Apr 2023 09:19 PM (IST)

    ব্রুকের সেঞ্চুরি

    ১৬তম আইপিএলে প্রথম সেঞ্চুরি হ্যারি ব্রুকের। ৫৫ বলে ১০০ রান তাঁর। ইডেনে অনবদ্য ব্রুক।

  • 14 Apr 2023 09:03 PM (IST)

    এসেই উইকেট রাসেলের

    ফিরেই উইকেট নিলেন রাসেল। সাজঘরে অভিষেক শর্মা (১৭ বলে ৩২ রান)। উইকেট নিয়েই মাঠে শুয়ে পড়লেন রাসেল! এরপর সতীর্থদের সাহায্যে মাঠ ছাড়লেন।

  • 14 Apr 2023 09:00 PM (IST)

    ২০০ পার সানরাইজার্সের

    ২০০ পার করল সাইরাইজার্স হায়দরাবাদের স্কোর।

  • 14 Apr 2023 08:59 PM (IST)

    বল করতে এলেন রাসেল

    চোট আতঙ্ক কাটিয়ে বল করতে এলেন রাসেল। চিন্তা কমল কেকেআরের।

  • 14 Apr 2023 08:46 PM (IST)

    ১৫ ওভারে ১৫৭/৩

    ১৫ ওভারে সাইরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৫৭/৩।

  • 14 Apr 2023 08:35 PM (IST)

    শার্দূলের ক্যাচ মিস

    পরপর উইকেট ফেলার সুযোগ মিস। হ্যারি ব্রুকের ক্যাচ ছাড়লেন শার্দূল ঠাকুর।

  • 14 Apr 2023 08:33 PM (IST)

    আউট মার্করাম, ক্যাচ রাসেলের

    হায়দরাবাদ ক্যাপ্টেন এইডেন মার্করামকে ফেরালেন বরুণ চক্রবর্তী। বাউন্ডারি লাইনে ক্যাচ রাসেলের হাতে। ১২.৫ ওভারে ১২৯/৩।

  • 14 Apr 2023 08:24 PM (IST)

    ১০০ পার

    সানরাইজার্স হায়দরাবাদের রান ১০০-র গণ্ডি পার করল। ক্রিজে ব্রুক-মার্করাম জুটি।

  • 14 Apr 2023 08:23 PM (IST)

    ব্রুকের অর্ধশতরান

    ৩২ বলে হাফ সেঞ্চুরি হ্যারি ব্রুকের।

  • 14 Apr 2023 08:21 PM (IST)

    ১০ ওভারে ৯৪/৪

    ১০ ওভারে সানরাইজার্সের স্কোর ৯৪/৪।

  • 14 Apr 2023 08:21 PM (IST)

    মাঠে নামলেন রাসেল

    ড্রেসিংরুম থেকে বেরোলেন রাসেল। মাঠে নামলেন। সাময়িক উদ্বেগের পর স্বস্তি ফিরল ইডেনে।

  • 14 Apr 2023 08:08 PM (IST)

    মাঠ থেকে বেরিয়ে গেলেন রাসেল!

    আন্দ্রে রাসেল ২ ওভার বল করেই খোঁড়াচ্ছেন। মাঠ থেকে বেরিয়ে গেলেন ফিজিওর সঙ্গে। বরাবরই চোটপ্রবণ রাসেল। কেকেআর শিবিরে কি চিন্তা বাড়ল!

  • 14 Apr 2023 07:58 PM (IST)

    রাহুলকে ফেরালেন রাসেল

    জোড়া উইকেট রাসেলের। মায়াঙ্কের পর ফেরালেন রাহুল ত্রিপাঠীকে (৯)। মায়াঙ্কের উইকেট দিয়ে ওভার শুরু, শেষ হল রাহুলকে দিয়ে। পাওয়ার প্লেতে দুটো উইকেট তুলে চাপে ফেলে দিলেন হায়দরাবাদকে।

  • 14 Apr 2023 07:52 PM (IST)

    অনবদ্য রাসেল, ফিরলেন মায়াঙ্ক

    বোলার রাসেলের অনবদ্য প্রত্য়াবর্তন। নিজের ওভারের প্রথম বলেই উইকেট পেলেন। ১৩ বলে ৯ রান করে ফিরলেন মায়াঙ্ক আগরওয়াল। ৪ ওভারে সানরাইজার্স ৪৬/১। নতুন ব্যাটার রাহুল ত্রিপাঠী। কেকেআরের প্রাক্তনী।

  • 14 Apr 2023 07:50 PM (IST)

    বোলিংয়ে রাসেল

    বল হাতে নামলেন আন্দ্রে রাসেল। মরসুমে প্রথম বল হাতে রাসেল। এই আইপিএলে অনুশীলনে বোলিংয় করলেও ম্য়াচে তাঁকে বোলিংয়ে দেখা যায়নি। পাওয়ার প্লে-তেই তাঁকে আক্রমণে আনলেন নীতীশ রানা।

  • 14 Apr 2023 07:46 PM (IST)

    ম্যাচের প্রথম ছক্কা

    এ বারের আইপিএলে হ্যারি ব্রুকের প্রথম ছয়। ২.৫ ওভারে উমেশ যাদবের বল কভার দিয়ে সীমানার বাইরে ফেললেন ব্রুক। ওভারের শেষ বলেও ছয় এসেছে। ৩ ওভার শেষে সানরাইজার্সের স্কোর বিনা উইকেট হারিয়ে ৪৩।

  • 14 Apr 2023 07:36 PM (IST)

    পরপর বাউন্ডারি

    পরপর বাউন্ডারি হ্যারি ব্রুকের। প্রথম ওভারে উমেশ যাদবের বলে তিনটি চার হাঁকালেন ব্রুক। প্রথম, চতুর্থ ও পঞ্চম বলে।

  • 14 Apr 2023 07:33 PM (IST)

    বাউন্ডারি হাঁকিয়ে সূচনা

    সানরাইজার্সের ওপেনিংয়ে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে হ্যারি ব্রুক। বোলিংয়ের সূচনায় উমেশ যাদব। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শুরু করলেন ব্রুক।

  • 14 Apr 2023 07:14 PM (IST)

    কেকেআর একাদশ

    রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, নারায়ন জগদীশন, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, সূয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী

    সাবস্টিটিউট: মনদীপ সিং, অনুকূল রয়, ভেঙ্কটেশ আইয়ার, ডেভিড উইজে, কুলবন্ত খেজরোলিয়া

  • 14 Apr 2023 07:11 PM (IST)

    সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

    সানরাইজার্সের একাদশে একটাই পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে অভিষেক শর্মা।

    একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক

    সাবস্টিটিউট: আবদুল সামাদ, বিভ্রান্ত শর্মা, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক ডাগার, ওয়াশিংটন সুন্দর।

  • 14 Apr 2023 07:02 PM (IST)

    টস আপডেট

    টস জিতলেন কেকেআর অধিনায়ক। ইডেনে প্রথমে ফিল্ডিং করবে নাইটরা। কেকেআরের একাদশে কোনও পরিবর্তন নেই।

  • 14 Apr 2023 06:35 PM (IST)

    নজরে রিঙ্কু

    আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে অনবদ্য পারফর্ম করেছিলেন রিঙ্কু সিং। তারপর গুজরাটের বিরুদ্ধে তাণ্ডব চালান। আজও ঘরের মাঠে ধারাবাহিক পারফর্ম করতে চান রিঙ্কু।

  • 14 Apr 2023 06:32 PM (IST)

    সুযোগ পাবেন লিটন?

    কেকেআরের জার্সিতে আজ মাঠে নামবেন ওপার বাংলার লিটন দাস? জল্পনা চলছে। নাকি সুযোগ পাবেন জেসন রয়। লিটন কিংবা জেসনকে খেলাতে হলে কোনও এক বিদেশিকে বসাতে হবে। নয়তো ওয়েটিং লিস্টেই থাকতে হবে তাঁদের।

Published On - Apr 14,2023 6:30 PM

Follow Us: