GT vs LSG Highlights, IPL 2023 : ভাইয়ের কাছে দাদা’র হার, ৫৬ রানে জিতল গুজরাট

| Edited By: | Updated on: May 07, 2023 | 8:06 PM

Gujarat Titans vs Lucknow Super Giants Live Score In Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

GT vs LSG Highlights, IPL 2023 : ভাইয়ের কাছে দাদা'র হার, ৫৬ রানে জিতল গুজরাট
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

আমেদাবাদ: একটা সময় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন দুই ভাই। হার্দিক বা ক্রুণাল পান্ডিয়া এখন আর মুম্বইয়ের সদস্য নন। দুই ভাই ছিটকে গিয়েছেন দুই দলে। আইপিএলে এর আগেও মুখোমুখি হয়েছেন দু’জন। তবে ক্যাপ্টেন হিসেবে এই প্রথম। রবিবারের দুপুরে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। চোটের কারণ লোকেশ রাহুল ছিটকে যাওয়ায় লখনউয়ের নেতৃত্বভার এখন ক্রুণালের কাঁধে। ম্যাচে লখনউকে ব্যাটে বলে উড়িয়ে দিল গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান সাহা, শুভমন গিলের অনবদ্য ব্যাটিং। ৪ উইকেট মোহিত শর্মার। অর্ধশতরানের ইনিংস খেললেন কুইন্টন ডি’কক। তিনি ফিরতেই তাসের ঘরের মতো ভাঙল লখনউয়ের ব্যাটিং। ৫৬ রানের বড় ব্যবধানে জয় গুজরাট টাইটান্সের।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 07 May 2023 07:24 PM (IST)

    ৫৬ রানে জয় গুজরাটের

    ২২৮ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে আটকে গেল লখনউয়ের ইনিংস। ৫৬ রানে জয় গুজরাটের। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে নিজেদের জায়গা প্রায় পাকা করে নিল গুজরাট।

  • 07 May 2023 07:17 PM (IST)

    আউট ক্রুণাল

    বিনা খাতা খুলেই মোহিতের বলে ফিরলেন ক্রুণাল পান্ডিয়া। লখনউয়ের জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছে।

  • 07 May 2023 07:16 PM (IST)

    আউট আয়ুষ

    ১৮.৫ ওভারে মোহিত শর্মার বলে ফিরলেন আয়ুষ বাদোনি।

  • 07 May 2023 07:09 PM (IST)

    আউট পুরান

    পঞ্চম উইকেট হারাল লখনউ। ৬ বলে ৩ রান করে আউট নিকোলাস পুরান। নূর আহমেদের খাতায় ১টি উইকেট।

  • 07 May 2023 07:02 PM (IST)

    আউট ডি’কক

    বিধ্বংসী ডি’ককের উইকেট নিলেন রশিদ খান। ৪০ বলে ৭১ রান ডি’ককের। ১৬ ওভারে ১৪০-৪ লখনউ।

  • 07 May 2023 06:58 PM (IST)

    ১৫ ওভারে ১৩০-৩

    ১৫ ওভারে লখনউয়ের স্কোর ১৩০-৩।

  • 07 May 2023 06:40 PM (IST)

    ডি ককের অর্ধশতরান

    ৩১ বলে ৫০ রান কুইন্টন ডি ককের। ৮ ম্যাচ পর মাঠে নামার সুযোগ পেলেন। মরসুমের প্রথম আইপিএল ম্যাচেই হাফ সেঞ্চুরি প্রোটিয়া কিপার ব্যাটারের।

  • 07 May 2023 06:32 PM (IST)

    ১০ ওভারে ১০২ রান

    ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০২ রান লখনউ সুপার জায়ান্টসের।

  • 07 May 2023 06:20 PM (IST)

    জুটি ভাঙলেন মোহিত

    ৮.২ ওভারে প্রথম সাফল্য পেল গুজরাট। জুটি ভাঙলেন মোহিত শর্মা। কাইল মায়ার্সের অসাধারণ ক্যাচ নিলেন রশিদ খান। ৩২ বলে ৪৮ রান মায়ার্সের। লখনউয়ের স্কোর ৮.২ ওভার শেষে ৮৮-১।

  • 07 May 2023 06:04 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    পাওয়ার প্লেতে গুজরাটের স্কোর ছিল ৭৪। লখনউ তুলল বিনা উইকেট খুইয়ে ৭২ রান। কাইল মায়ার্স ও কুইন্টন ডি ককের অনবদ্য ব্যাটিং।

  • 07 May 2023 05:54 PM (IST)

    দারুণ সূচনা ওপেনিং জুটির

    ৪ ওভারে ৫০ রান লখনউয়ের। রান তাড়া করতে নেমে দারুণ শুরু ওপেনিং জুটি মায়ার্স-ডি ককের।

  • 07 May 2023 05:40 PM (IST)

    রান তাড়ায় নামল লখনউ

    ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামল লখনউ সুপার জায়ান্টস। ওপেনিংয়ে কাইল মায়ার্সের সঙ্গে কুইন্টন ডি কক। বল হাতে মহম্মদ সামি।

  • 07 May 2023 05:27 PM (IST)

    এক নজরে

    ১. টস জিতে প্রথমে ফিল্ডিং লখনউ সুপার জায়ান্টসের।

    ২.  সুপার জায়ান্টসের বোলারদের পিটিয়ে ছাতু করলেন ঋদ্ধিমান সাহা, শুভমন গিলরা

    ৩. ৪৩ বলে ৮১ রানের ইনিংস ঋদ্ধিমান সাহার

    ৪. পাওয়ার প্লেতে গুজরাট টাইটান্সের সর্বাধিক ৭৮ রান

    ৫. শুভমন গিলের ৫১ বলে অপরাজিত ৯৪ রান

    ৬. ছয় রানের জন্য শতরান হল না

    ৭. ২০ ওভারে গুজরাটের স্কোরবোর্ডে উঠল ২২৭-২ রান

    ৮. জয়ের জন্য ২২৮ রান তুলতে হবে লখনউকে

  • 07 May 2023 05:12 PM (IST)

    ২২৭ রান গুজরাটের

    ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রান গুজরাট টাইটান্সের। ৫১ বলে অপরাজিত ৯৪ রানের অনবদ্য ইনিংস শুভমন গিলের। মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি হল না। ইনিংসে ২টি চার ও সাতটি ছয়। মোদী স্টেডিয়ামের দর্শকদের হতাশা।

  • 07 May 2023 05:01 PM (IST)

    গুজরাটের ২০০

    ২০০-র ঘরে পৌঁছল গুজরাট টাইটান্সের স্কোর। ক্রিজে শুভমন গিল ও ডেভিড মিলার। ৮২ রানে ব্যাট করছেন গিল।

  • 07 May 2023 04:53 PM (IST)

    আউট হার্দিক

    হার্দিকের ক্যাচ ক্রুণালের হাতে। মহসীন খানের বলে ১৩ বলে ২৫ রান করে ফিরলেন হার্দিক। গুজরাটের স্কোর ১৬ ওভার শেষে ১৮৪/২।

  • 07 May 2023 04:32 PM (IST)

    আউট ঋদ্ধিমান

    ৪৩ বলে ৮১ রান। সেঞ্চুরি হল না। আবেশ খানের বলে ফিরলেন ঋদ্ধিমান সাহা। বাউন্ডারি লাইনে প্রেরক মানকডের অনবদ্য ক্যাচ। নতুন ব্যাটার হার্দিক পান্ডিয়া।

  • 07 May 2023 04:26 PM (IST)

    গিলের অর্ধশতরান

    শুভমন গিলের অর্ধশতরান। ২৯ বলে ৫০ রানে পৌঁছলেন। ঋদ্ধি-শুভমনের জুটি ভাঙার উপায় খুঁজে পাচ্ছেন না ক্রুণাল পান্ডিয়ারা।

  • 07 May 2023 04:21 PM (IST)

    ১০ ওভারে ১২১ রান

    ১০ ওভারে গুজরাট টাইটান্সের স্কোর বিনা উইকেট খুইয়ে ১২১ রান। ৭৪ রানে ঋদ্ধি ও ৪৩ রানে ব্যাট করছেন শুভমন। উইকেটের খোঁজে লখনউ সুপার জায়ান্টস।

  • 07 May 2023 04:16 PM (IST)

    গুজরাটের ১০০

    ১০০ রান অতিক্রম করে গেল গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান সাহার পাশাপাশি হাত খুলছেন শুভমন গিলও। গুজরাটের ওপেনিং জুটিতে নাস্তানাবুদ লখনউ বোলাররা।

  • 07 May 2023 04:01 PM (IST)

    পাওয়ার প্যাকড পাওয়ার প্লে

    ৬ ওভারে গুজরাট টাইটান্সের স্কোরবোর্ডে উঠল বিনা উইকেট খুইয়ে ৭৮ রান। বেশিরভাগ অবদান ঋদ্ধিমান সাহার। আইপিএলে এটাই গুজরাট টাইটান্সের সর্বাধিক পাওয়ার প্লে স্কোর। ঘরের মাঠে বড় স্কোর গড়ার ইঙ্গিত দিচ্ছে গুজরাট।

  • 07 May 2023 03:59 PM (IST)

    ঋদ্ধির অর্ধশতরান

    ষষ্ঠ ওভারের প্রথম বলেই যশ ঠাকুরকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন ঋদ্ধিমান। ২০ বলে ৫০ রান ঋদ্ধির। ৪ টি ছয় ও ছয়টি চার। আইপিএলে নিজের দ্রুততম অর্ধশতরান ঋদ্ধির।

  • 07 May 2023 03:51 PM (IST)

    বিধ্বংসী ঋদ্ধি

    মোদী স্টেডিয়ামে ব্যাটে ঝড় তুলেছেন ঋদ্ধিমান সাহা। লখনউয়ের বোলারদের পিটিয়ে ছাতু করছেন। ৪ ওভারে ৫০ রান অতিক্রম করলে গেল গুজরাট। নেপথ্যে ঋদ্ধির বিধ্বংসী ব্যাটিং।

  • 07 May 2023 03:37 PM (IST)

    ম্যাচ শুরু

    নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু দুই ভাইয়ের লড়াই। গুজরাটের ওপেনিংয়ে ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। বল হাতে মহসীন খান।

  • 07 May 2023 03:29 PM (IST)

    গুজরাট টাইটান্স একাদশ

    ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, মহম্মদ সামি

    সাবস্টিটিউট: আলজারি জোসেফ, দাসুন শনাকা, কেএস ভরত, শিবম মাভি, জয়ন্ত যাদব।

  • 07 May 2023 03:13 PM (IST)

    লখনউ সুপার জায়ান্টস একাদশ

    লখনউয়ের একাদশ থেকে বাদ পড়লেন নবীন উল হক। একাদশে কুইন্টন ডি কক। চলতি মরসুমে এই প্রথম মাঠে নামছেন ডি কক।

    কুইন্টন ডি’কক, কাইল মায়ার্স, দীপক হুডা, নিকোলাস পুরান, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, স্বপ্নিল সিং, যশ ঠাকুর, রবি বিষ্ণোই, মহসীন খান, আবেশ খান

    সাবস্টিটিউট: আয়ুষ বাদোনি, অমিত মিশ্র, ড্যানিয়েল সামস, যুধবীর সিং, প্রেরক মানকাড

  • 07 May 2023 03:03 PM (IST)

    টস আপডেট

    ঘরের মাঠে টস হারলেন হার্দিক পান্ডিয়া। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত লখনউ সুপার জায়ান্টসের।

  • 07 May 2023 02:41 PM (IST)

    দুর্দান্ত ছন্দে গুজরাট

    গুজরাট টাইটান্স দারুণ ছন্দে। বোলিং বিভাগে মহম্মদ সামি, রশিদ খান, নুর আহমেদ, মোহিত শর্মা-প্রত্য়েকেই দুর্দান্ত পারফর্ম করছেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিজেও ছন্দে। শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহার ওপেনিং জুটি প্রতি ম্যাচেই গুজরাটের ভরসা।

  • 07 May 2023 02:32 PM (IST)

    ইতিহাস গড়তে চলেছে গুজরাট-লখনউ ম্যাচ

    আইপিএলের ইতিহাসে প্রথম বার অধিনায়ক হিসেবে দুই ভাইয়ের লড়াই। এই ম্য়াচে বিশেষ আকর্ষণ এটাই।

Published On - May 07,2023 2:30 PM

Follow Us: