IPL 2023: ১৬ ডিসেম্বর নিলামের সম্ভাবনা, প্রতিটি টিমের পার্সে ৯৫ কোটি টাকা!

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, এবার সংক্ষিপ্ত নিলাম হবে কারণ গত মরসুমে মেগা নিলাম হয়েছে। পরবর্তী তিনবার মিনি নিলাম হবে কারণ দলগুলি স্কোয়াডে উন্নতি আনতে চায়।

IPL 2023: ১৬ ডিসেম্বর নিলামের সম্ভাবনা, প্রতিটি টিমের পার্সে ৯৫ কোটি টাকা!
আইপিএল ট্রফিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 8:59 AM

মুম্বই: ২০২৩ সালের আইপিএলের মিনি-নিলামের (IPL 2023 Auction) সময় এসে গিয়েছে। বিসিসিআই ১৬ ডিসেম্বর দিনটিকে ২০২৩ আইপিএলের নিলামের সম্ভাব্য দিন হিসাবে বিবেচনা করেছে। নিলামের আগে যে পরিবর্তনগুলি হয়েছে তা হল, বিসিসিআই (BCCI)-এর গতবছরের ব্লুপ্রিন্ট অনুসারে ৯৫ কোটি টাকায় ফুলে যাবে দলগুলির পার্স। ট্রেড উইন্ডো বর্তমানে খোলা আছে এবং নিলাম শুরুর এক সপ্তাহ আগে পর্যন্ত খোলা থাকবে। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ট্রেড উইন্ডোতে আলোচনার বিষয়।

আইপিএল ২০২২ সালের নিলাম অনুযায়ী, প্রতিটি দলের স্যালারি পার্স ৯০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরিকল্পনা অনুযায়ী আরও ৫ কোটি টাকা বেড়ে তা ৯৫ কোটি টাকা হবে। ২০২৪ আইপিএলের জন্য ১০০ কোটি টাকা নির্ধারণ করা হবে। যাই হোক, ফ্র্যাঞ্চাইজিগুলির স্যালারি পার্স বাড়ুক বা সঙ্কুচিত হোক, ১৬ ডিসেম্বর মিনি নিলাম অনুষ্ঠিত করার পরিকল্পনা করা হচ্ছে। তারিখ পরিবর্তন হতে পারে। বিসিসিআই নিলামের জন্য ডিসেম্বরের মাঝামাঝি দিকটাকে বেছে নিয়েছে। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, এবার সংক্ষিপ্ত নিলাম হবে কারণ গত মরসুমে মেগা নিলাম হয়েছে। পরবর্তী তিনবার মিনি নিলাম হবে কারণ দলগুলি স্কোয়াডে উন্নতি আনতে চায়। মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হবে বলে আশা করা হচ্ছে। ২২ বা ২৩ তারিখে শুরু হওয়ার কথা। যদিও চূড়ান্ত কিছু হয়নি। এদিকে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে নিলামের তারিখ চূড়ান্ত করা হবে।

এবারের আইপিএল ফিরছে পুরনো ফরম্যাটে। কোভিড-১৯ প্রকোপের কারণে একটি ভেনুতে বায়ো বাবল তৈরি করে আইপিএলের ম্যাচগুলি খেলা হচ্ছিল। এখন কোভিডের আতঙ্ক আর নেই বললেই চলে। বায়ো বাবল উঠে গিয়েছে। সব কিছু স্বাভাবিক অবস্থায় ফেরায় আইপিএলও ফিরছে পুরনো ফরম্যাটে। ২০২৩ আইপিএল হোম, অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে। রাজ্য সংস্থাগুলিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।