GT vs KKR: প্রথম দুইয়ে নিশ্চিত KKR, তিনটে স্পটের দৌড়ে রইল ছয় দল!
IPL 2024 playoffs: লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের দুটি করে ম্যাচ বাকি। লখনউ দুটি ম্যাচেই জিতলে হবে ১৬ পয়েন্ট। সানরাইজার্স দুটি ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট। সেক্ষেত্রে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায় নিশ্চিত। চেন্নাইকেও প্লে-অফে যেতে শেষ ম্যাচে আরসিবিকে হারাতেই হবে। লখনউ ও সানরাইজার্স একটি করে হারলে চিত্রটা ফের পাল্টে যাবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারের মরসুমে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুই ‘কার্যত’ নিশ্চিত ছিল বলা যায়। কেকেআরের পয়েন্ট ছিল ১৮। আরও দুটি দল একই পয়েন্টে শেষ করতে পারত। নেট রান রেটেও কলকাতা অনেক এগিয়ে। যদিও অঙ্কের বিচারে প্রথম দুই নিশ্চিত বলা যাচ্ছিল না। আমেদাবাদে জিতলে তা নিশ্চিত ছিল। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় কেকেআর পৌঁছল ১৯ পয়েন্টে। রাজস্থান রয়্যালস ছাড়া এই পয়েন্টে পৌঁছনো বা ছাপিয়ে যাওয়া আর কারও পক্ষে সম্ভব নয়। ফলে কেকেআরের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত। যার অর্থ, ফাইনালে ওঠার জন্য় দুটো সুযোগ থাকবে কেকেআরের সামনে।
কলকাতা নাইট রাইডার্স ছাড়া আর কোনও সরকারি ভাবে প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। এখনও বাকি তিনটি স্পট। তবে রাজস্থান রয়্যালসের ঝুলিতে ১৬ পয়েন্ট থাকায় ধরেই নেওয়া যায় রাজস্থানও প্লে-অফে যাবে। আরও একটা জয় ছাড়া সরকারি ভাবে বলা যাবে না। ১৬ পয়েন্টে পৌঁছনোর সুযোগ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসেরও। তিনটি স্পটের দৌড়ে ছ’টি দল। সরকারি ভাবে বিদায় হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের।
প্লে-অফের দৌড়ে এখনও রয়েছে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস। আজই কঠিন অঙ্কের সামনে দিল্লি ক্যাপিটালস। তাদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। আজ লখনউকে হারালে ১৪ পয়েন্টে পৌঁছে অপেক্ষায় থাকতে হবে। হারলে অবশ্য অঙ্ক থেমে যাবে দিল্লি ক্যাপিটালসের।
লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের দুটি করে ম্যাচ বাকি। লখনউ দুটি ম্যাচেই জিতলে হবে ১৬ পয়েন্ট। সানরাইজার্স দুটি ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট। সেক্ষেত্রে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায় নিশ্চিত। চেন্নাইকেও প্লে-অফে যেতে শেষ ম্যাচে আরসিবিকে হারাতেই হবে। লখনউ ও সানরাইজার্স একটি করে হারলে চিত্রটা ফের পাল্টে যাবে।