GT vs DC IPL 2024 Match Prediction: দিল্লি শিবিরে চোট চিন্তা, গুজরাট টাইটান্সের জোড়া স্বস্তি
Gujarat Titans vs Delhi Capitals Preview: দিল্লি ক্যাপিটালস একের পর এক চোট ধাক্কায় জর্জরিত। চোটের কারণে দেশে ফিরেছেন মিচেল মার্শ। কুলদীপ যাদব, মুকেশ কুমারেরও চোট ছিল। গত ম্যাচে তাঁরা ফিরেছেন। দিল্লিও জয়ে ফিরেছে। কুলদীপ যাদব অনবদ্য বোলিং করেছেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের আরও একটা প্রাপ্তি তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুখোমুখি গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। দু-দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছে। পরিস্থিতি যদিও এক। ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস ৬ ম্যাচে মাত্র দুটি জিতেছে। অন্য দিকে, শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স ৬ ম্যাচে তিনটি জয়। শুভমন গিলদের আত্মবিশ্বাস দেবে শেষ ম্যাচে টেবল টপার রাজস্থান রয়্যালসকে হারানো। শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল টাইটান্স। সৌজন্যে রশিদ খানের অলরাউন্ড পারফরম্যান্স।
দিল্লি ক্যাপিটালস একের পর এক চোট ধাক্কায় জর্জরিত। চোটের কারণে দেশে ফিরেছেন মিচেল মার্শ। কুলদীপ যাদব, মুকেশ কুমারেরও চোট ছিল। গত ম্যাচে তাঁরা ফিরেছেন। দিল্লিও জয়ে ফিরেছে। কুলদীপ যাদব অনবদ্য বোলিং করেছেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দিল্লি ক্য়াপিটালসের আরও একটা প্রাপ্তি তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। আইপিএলে প্রথম বার সুযোগ পেয়েছেন। লখনউয়ের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই বিধ্বংসী হাফসেঞ্চুরির ইনিংস উপহার দিয়েছেন ২২ বছরের অজি ব্যাটার।
চোট সমস্যা শুভমনের শিবিরেও। ঋদ্ধিমান সাহার চোট। তাঁর পাশাপাশি গত কয়েক ম্যাচে পাওয়া যায়নি ডেভিড মিলারকেও। যার ফলে কম্বিনেশন ভাঙতে হয়েছে শুভমন গিলকে। ভারসাম্যও হারিয়েছে। তবে স্বস্তির খবর দিয়েছেন সাই সুদর্শন। সাংবাদিক সম্মেলনে টাইটান্সের এই ব্যাটার জানিয়েছেন, ঋদ্ধি ও মিলার দু-জনেই ফিট। এই দু-জন ফেরা মানে ম্যাথু ওয়েডকে বসাতে হবে। তবে ঋদ্ধি ও মিলার ফিরলে টাইটান্সের ভারসাম্য বাড়বে এটুকু বলাই যায়।