KKR vs RR IPL 2024 Match Prediction: ইডেনে আজ টেবল টপারের লড়াই, গম্ভীরের মিষ্টি মুখের অপেক্ষায় স্টার্করা

Kolkata Knight Riders vs Rajasthan Royals Preview: অন্যতম কারণ মিচেল স্টার্ক। আইপিএলের শুরু থেকে আলোচনার কেন্দ্রে ছিলেন এই অজি পেসার। ২৪.৭৫ কোটিতে তাঁকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে দামি স্টার্ককে নিয়ে আলোচনা দ্রুতই বদলে গিয়েছিল সমালোচনায়। প্রথম দু-ম্যাচে দিয়েছিলেন ১০০ রান। এরপর এক ম্যাচে ২ উইকেট নিলেও স্টার্কের মধ্যে সেই আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যাচ্ছিল না।

KKR vs RR IPL 2024 Match Prediction: ইডেনে আজ টেবল টপারের লড়াই, গম্ভীরের মিষ্টি মুখের অপেক্ষায় স্টার্করা
Image Credit source: KKR
Follow Us:
| Updated on: Apr 16, 2024 | 10:00 AM

বাংলা নববর্ষের শুরুটা দুর্দান্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসকে সহজেই হারিয়েছে কেকেআর। এ বারের টুর্নামেন্টে অন্যতম ধারাবাহিক দল কলকাতা নাইট রাইডার্স। মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। ইডেনে আজ কেকেআরের প্রতিপক্ষ টেবল টপার রাজস্থান রয়্যালস। এ মরসুমে রাজস্থানও মাত্র একটি ম্যাচ হেরেছে তাও শেষ বলে। পয়েন্ট টেবলে প্রথম দুইয়ে থাকা কলকাতা বনাম রাজস্থান যে রাজকীয় লড়াই হবে, বলাই যায়।

ইডেনে লখনউ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মিষ্টিমুখ করিয়েছিলেন গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেকেআর দু-বার চ্যাম্পিয়ন হয়েছে। দু-বারই গৌতম গম্ভীরের নেতৃত্বে। তিনি ফেরায় সেই প্রত্যাশাই করছে নাইট শিবির। গত দু-মরসুম লখনউয়ের মেন্টর ছিলেন গম্ভীর। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অতীতে তিন বারের সাক্ষাতে জয় পায়নি কেকেআর। গম্ভীর ফিরতেই লখনউকে হারাল নাইট রাইডার্স। সবটাই হয়তো কাকতলীয়। পরিকল্পনাও তো হতে পারে!

ঘরের মাঠে জয়ে ফেরায় বেশ স্বস্তিতে নাইট শিবির। তার অন্যতম কারণ মিচেল স্টার্ক। আইপিএলের শুরু থেকে আলোচনার কেন্দ্রে ছিলেন এই অজি পেসার। ২৪.৭৫ কোটিতে তাঁকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে দামি স্টার্ককে নিয়ে আলোচনা দ্রুতই বদলে গিয়েছিল সমালোচনায়। প্রথম দু-ম্যাচে দিয়েছিলেন ১০০ রান। এরপর এক ম্যাচে ২ উইকেট নিলেও স্টার্কের মধ্যে সেই আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যাচ্ছিল না। রবিবারের ইডেনে সেই চেনা স্টার্ক। ৩ উইকেট নিয়েছিলেন। আর এটাই সবচেয়ে বড় স্বস্তি নাইট শিবিরে।

কেকেআর ব্যাটাররাও দারুণ ছন্দে রয়েছেন। ফিল সল্ট গত ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন। প্রতি ম্যাচেই দারুণ শুরু দিয়েছে কেকেআরের ওপেনিং জুটি। প্রয়োজনের সময় লখনউ ম্যাচে ইনিংস অ্যাঙ্কর করেছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তবে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে কোনও ভাবেই হালকা নেওয়ার সুযোগ নেই। বেশ কিছু ক্লোজ ম্যাচই দুর্দান্ত ভাবে জিতেছে রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসনের নেতৃত্ব, ব্যাটিং সব বিভাগেই ভরসা দিচ্ছে টিমকে।

যশস্বী জয়সওয়াল ছাড়া ব্যাটিং বিভাগ দুর্দান্ত ছন্দে। যশস্বীও গত ম্যাচে ভালো পারফর্ম করেছেন। গত বারের আইপিএলে কেকেআরের বিরুদ্ধে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন। ইডেনে আজ স্টার্কের আত্মবিশ্বাস বনাম ধারাবাহিক রয়্যালস ব্যাটিংও বলা যায়। ম্যাচ জিতে গম্ভীরের মুখ ‘মিষ্টি’ করাতেই নজর কেকেআর ক্রিকেটারদের।