Jasprit Bumrah Breaking: বিরাটের বিরুদ্ধেই প্রত্যাবর্তন? জসপ্রীত বুমরাকে নিয়ে বড় আপডেট দিলেন হেড কোচ
IPL 2025, Mumbai Indians: মাঝেই খবর আসে রিহ্যাব পর্বে ফের সমস্যা দেখা দিয়েছে বুমরার। ফিট সার্টিফিকেট পেয়ে মুম্বই পৌঁছলেও কোন ম্যাচ থেকে খেলতে পারবেন কোনও নিশ্চয়তা ছিল না। আরসিবির বিরুদ্ধে হোম ম্যাচে নামার আগে বুমরাকে নিয়ে বড় আপডেট মুম্বই ইন্ডিয়ান্স হেড কোচ মহেলা জয়বর্ধনের।

বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পেয়েছিলেন। ভারতের তারকা পেসার এরপর থেকেই মাঠের বাইরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে কোন ম্যাচ থেকে পাওয়া যাবে এই নিয়েও চূড়ান্ত ধোঁয়াশা ছিল। বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সলেন্স, যা আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি হিসেবে পরিচিত ছিল, সেখানেই রিহ্যাব চলছিল জসপ্রীত বুমরার। মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসারকে নিয়ে মাঝে শোনা যায়, তিনি ঠিক হয়ে উঠেছেন। তার মাঝেই খবর আসে রিহ্যাব পর্বে ফের সমস্যা দেখা দিয়েছে বুমরার। ফিট সার্টিফিকেট পেয়ে মুম্বই পৌঁছলেও কোন ম্যাচ থেকে খেলতে পারবেন কোনও নিশ্চয়তা ছিল না। আরসিবির বিরুদ্ধে হোম ম্যাচে নামার আগে বুমরাকে নিয়ে বড় আপডেট মুম্বই ইন্ডিয়ান্স হেড কোচ মহেলা জয়বর্ধনের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমে চারটির মধ্যে মাত্র একটিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। মরসুমের একমাত্র জয় এসেছে ঘরের মাঠে। কাল ওয়াংখেড়েতেই ফের নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে কি জসপ্রীত বুমরা বনাম বিরাট কোহলি দ্বৈরথ দেখা যাবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মহেলা জয়বর্ধনে জানিয়ে দিলেন, এই ম্যাচ থেকেই পাওয়া যাবে বুমরাকে। পাওয়া যাবে মানেই তাঁকে খেলানো কি?
মুম্বইয়ের হেড কোচ জয়বর্ধনের কথায়, ‘ও খেলার জন্য প্রস্তুত। অনুশীলনও শুরু করছে। আরসিবি ম্যাচ থেকেই পাওয়া যাবে। গত রাতেই ও এসেছে। এনসিএ-তে দুর্দান্ত রিকোভারি হয়েছে। এ বার আমাদের টিমের ফিজিওরা ওকে দেখছে। বোলিংও করছে। সুতরাং, সবকিছু ঠিকঠাক রয়েছে বলাই যায়।’ বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। আইপিএলে আজ আরসিবির বিরুদ্ধে বুমরার প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরাও।





