Sourav Ganguly-Yuvraj Singh: আইপিএলে বড় চমক, মহারাজের টিমে কোচ যুবরাজ!

IPL 2025, Delhi Capitals: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হতাশার ধারাবাহিকতা চলছেই। প্রতিবারই কোনও না কোনও ভাবে ব্যর্থতাই ঢুকে পড়ে। আর সাফল্যের পথ খুঁজতে সারথী হিসেবে বেছে নিতে পারেন প্রিয় যুবরাজকেই। আগামী আইপিএলে সেই চমকই দেখা যেতে পারে।

Sourav Ganguly-Yuvraj Singh: আইপিএলে বড় চমক, মহারাজের টিমে কোচ যুবরাজ!
Image Credit source: CAB FILE
Follow Us:
| Updated on: Aug 25, 2024 | 2:52 AM

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই ভারতীয় দলে অভিষেক হয়েছিল বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের। তাঁদের মধ্যে একজন যুবরাজ সিং। সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা ছিলেন য়ুবরাজ সিং। এ বার সেই যুবরাজ সিংকে নিয়েই সাফল্যের নতুন পথে সৌরভ গঙ্গোপাধ্যায়! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হতাশার ধারাবাহিকতা চলছেই। প্রতিবারই কোনও না কোনও ভাবে ব্যর্থতাই ঢুকে পড়ে। আর সাফল্যের পথ খুঁজতে সারথী হিসেবে বেছে নিতে পারেন প্রিয় যুবরাজকেই। আগামী আইপিএলে সেই চমকই দেখা যেতে পারে।

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন রিকি পন্টিং। এ বার তাঁকে সরিয়ে দিয়েছে দিল্লি। নতুন কোচের খোঁজে দিল্লি ক্যাপিটালস। ক্রিকেট ডিরেক্টর হিসেবে এই টিমের প্রধান মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়ই। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সৌরভের উপরই ভরসা রাখা হয়। অন্য দিকে, যুবরাজ সিংও আইপিএলে কোচিংয়ে আগ্রহী। সেই অঙ্কটাই যেন সমাধান হতে চলেছে।

রিকি পন্টিংকে ছাড়িয়ে দেওয়ার পর মনে করা হয়েছিল, দিল্লি ক্যাপিটালসের কোচ হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও সেই জল্পনা, জল্পনাই থেকে গিয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় সার্বিক ভাবে দিল্লি ক্যাপিটালসকে চালাবেন। কোচ হিসেবে দেখা যেতে পারে যুবরাজ সিংকে। সূত্রের খবর, যুবরাজ সিংয়ের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে দিল্লি ক্যাপিটালসের। মহারাজের টিমে কোচের ভূমিকায় দেখা যেতে পারে যুবরাজকে।

এই খবরটিও পড়ুন

টি-টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে যুবির অভিজ্ঞতা এবং গেম রিডিং কারও অজানা নয়। প্লেয়ার হিসেবে টি-টোয়েন্টিতে সফল কেরিয়ার যুবির। দেশের জার্সিতে বিশ্বকাপও জিতেছেন। টুর্নামেন্ট সেরাও হয়েছিলেন যুবি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওভারে ছয় ছক্কার রেকর্ড প্রথম তাঁরই। সেই বিধ্বংসী ব্যাটার তথা অলরাউন্ডার এ বার হয়তো নতুন ভূমিকায়।