IPL New Team Auction 2021: বড় ঘোষণা, আইপিএলের দুই নতুন দল কিনল গোয়েঙ্কা গ্রুপ ও সিভিসি ক্যাপিটালস

| Edited By: | Updated on: Oct 25, 2021 | 8:39 PM

IPL New Team Auction 2021 LIVE Updates in Bengali: ২০২২ সাল থেকে আইপিএল ৮টি দলের বদলে ১০টি দলের মধ্যে হবে।

IPL New Team Auction 2021: বড় ঘোষণা, আইপিএলের দুই নতুন দল কিনল গোয়েঙ্কা গ্রুপ ও সিভিসি ক্যাপিটালস
আইপিএলের দুই নতুন দলের ঘোষণা (ছবি-আইপিএল টুইটার)

নয়াদিল্লি: দুবাইতে (Dubai) রবিরাতে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ শেষ হয়েছে। আজ সোমবার বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে আইপিএলের নতুন দুটি (IPL New Team) দল কেনার জন্য বিডিং (ipl bidding) করা হল। আগামী আইপিএলে (IPL) আহমেদাবাদ আর লখনও থেকে আসছে দুটো নতুন টিম। লখনওয়ের টিম কিনলেন কলকাতার ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা। ৭ হাজার কোটি টাকা দিয়ে। আহমেদাবাদের টিমের মালিক সিভিসি ক্যাপিটালস। ৫ হাজার ২০০ কোটি টাকার বিনিময়ে টিম কিনল তারা।

২০২২ সাল থেকে আইপিএল ৮টি দলের বদলে ১০টি দলের মধ্যে হবে।

বিসিসিআইয়ের সূত্রের খবর অনুযায়ী, দুটি নতুন দল কেনার জন্য ৬টি শহর বাছা হয়েছিল। দরপত্র তোলার জন্য কমপক্ষে ১০ লক্ষ টাকা খরচ করে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দল। আইপিএলের নতুন দলের বেস প্রাইস প্রায় ২০০০ কোটি টাকা ধার্য করা হয়েছে। এর আগে নতুন দলের বেসপ্রাইস ধার্য করা হয়েছিল ১৭০০ কোটি টাকা। বর্তমানে সেই মূল্য বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে।

আইপিএলের নতুন টিম কেনার লড়াইয়ে ছিল অনেক দেশি-বিদেশি সংস্থা। নিলামে ঝাঁপালেও আইপিএলে টিম কেনা হল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ ৫ হাজার কোটির কম দর দিয়েছিল। আর এক বড় ভারতীয় সংস্থা আদানি গ্রুপ ৫ হাজার কোটি টাকা দর দিলেও নিলামে তারা পিছিয়ে পড়ে। দুবাইয়ের তাজ হোটেলে এই নিলামের দিকেই নজর ছিল ক্রিকেট দুনিয়ার। বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের নতুন দুটো টিম কারা কিনতে চলেছে, তা দেখার জন্য।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Oct 2021 07:26 PM (IST)

    আহমেদাবাদ ও লখনউ থেকে আসছে দুই নতুন দল

    আহমেদাবাদ ও লখনউ থেকে আসছে দুই নতুন দল। তবে বিডিং থেকে ছিটকে গেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার ও আদানি গ্রুপ।

  • 25 Oct 2021 07:22 PM (IST)

    দ্বিতীয় সর্বোচ্চ বিড সিভিসি ক্যাপিটালের

    দ্বিতীয় সর্বোচ্চ বিড সিভিসি ক্যাপিটালের। তারা ৫২০০ কোটি টাকার বিড করেছে। যদিও বিসিসিআইয়ের তরফ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

  • 25 Oct 2021 07:21 PM (IST)

    ৭০০০ কোটি টাকার বিড সঞ্জীব গোয়েঙ্কার

    ৭০০০ কোটি টাকার সব থেকে বেশি বিড করেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। যদিও বিসিসিআইয়ের তরফ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

  • 25 Oct 2021 05:50 PM (IST)

    ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিডের খবর

    ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারের বিড প্রযুক্তিগতভাবে অনুমোদিত – তারা ল্যান্সার গ্রুপের ব্যানারে বিড করছে।

  • 25 Oct 2021 05:45 PM (IST)

    নতুন দল কেনার দৌড়ে এগিয়ে যে ৩ শহর

    1. আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি – আদানি / টরেন্ট ফার্মা / পিই ইক্যুইটি ফার্ম
    2. লখনউ ফ্র্যাঞ্চাইজি – আরপিএসজি গোয়েঙ্কা / অরবিন্দ ফার্মা এবং প্রাইভেট ইক্যুইটি ফার্ম
    3. কটক ফ্র্যাঞ্চাইজি – নবীন জিন্দাল / সিভিসি
  • 25 Oct 2021 03:42 PM (IST)

    মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন ম্যানেজারের বিড গ্রহণ হল না

    বিসিসিআই মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন ম্যানেজার অরুণ পান্ডেকে তাঁর বিড জমা দেওয়ার অনুমতি দেয়নি। কারণ, তিনি দেরি করে বিডিং হলে এসেছিলেন এবং কয়েক মিনিটের জন্য বিডিং জমা দেওয়ার সময়সীমা তিনি মিস করেন।

  • 25 Oct 2021 03:12 PM (IST)

    বিডের কাগজপত্র যাচাই করছে বিসিসিআই

    • ১০টি দরপত্র জমা হয়েছে।
    • বিসিসিআইয়ের আইনি ও আর্থিক দল এখন কাগজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয়তা যাচাই করছে।
    • দরপত্র যারা তুলেছে তারা যদি প্রযুক্তিগত যোগ্যতায় পাশ করে তা হলে আর্থিক বিডের খাম খোলা হবে।
    • বিসিসিআই প্রযুক্তিগত যোগ্যতার জন্য প্রথম ১০টি বিড পরীক্ষা করবে / যারা যোগ্য নয় তাদের বিড রুম ছেড়ে যেতে বলবে।
    • সকল যোগ্য বিডারদে জন্য আর্থিক বিডস সবার সামনে খোলা হবে।
    • বিড-এর বিজয়ীর নাম আজ ঘোষণা করা হতে পারে অথবা আগামীকাল পর্যন্ত তা স্থগিত করা যেতে পারে।
  • 25 Oct 2021 03:07 PM (IST)

    যাদের টেন্ডার বাছাই করা হয়েছে…

    ১. সঞ্জীব গোয়েঙ্কা – RPSG এর প্রোমোটার ২. গ্লেজার পরিবার – ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মালিক ৩. আদানি গ্রুপের প্রোমোটার ৪. নবীন জিন্দাল – জিন্দাল পাওয়ার অ্যান্ড স্টিল ৫. টরেন্ট ফার্মা ৬. রনি স্ক্রুওয়ালা ৭. অরবিন্দ ফার্মা ৮. কোটক গ্রুপ ৯. সিভিসি পার্টনার ১০. সিঙ্গাপুর ভিত্তিক পিই ফার্ম ১১. হিন্দুস্তান টাইমস মিডিয়া ১২.সম্প্রচার এবং ক্রীড়া পরামর্শ সংস্থা ITW, ১৩. গ্রুপ এম ১৪. ক্যাপ্রি গ্লোবাল ১৫. দীপিকা-রণবীর দ্বারা সমর্থিত এক শীর্ষস্থানীয় কর্পোরেট ১৬. রাজেশ ও অজয় ​​গুপ্ত – দক্ষিণ আফ্রিকার বিজনেস টাইকুন

  • 25 Oct 2021 02:59 PM (IST)

    কিছুক্ষণের মধ্যে ঘোষণা

    বিডিংয়ের কাগজপত্র বিসিসিআই মারফত যাচাই করা হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে বড় ঘোষণা।

  • 25 Oct 2021 02:40 PM (IST)

    দরপত্র তুলেছে কারা?

    ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত থাকা গ্লেজার পরিবার আদানি গ্রুপ, আরপিজি গ্রুপ, জিন্দাল স্টিল, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, হিন্দুস্তান টাইমস মিডিয়া।

Published On - Oct 25,2021 2:37 PM

Follow Us: