IPL 2021: আইপিএলে যোগ দিতে আজই দুবাই উড়ে যাবেন বিরাট-রোহিতরা
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফ থেকে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আজই ম্যাঞ্চেস্টার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে যাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
নয়া দিল্লি: আর দেরি নয়, তাড়াতাড়ি দুবাইয়ের (Dubai) বায়ো বাবলে (Bio Bubble) যোগ দিতে চান টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটাররা। যার ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফ থেকে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আজই ম্যাঞ্চেস্টার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে যাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
করোনার কারণে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার পর থেকেই ভারতীয় দলের ক্রিকেটাররা আইপিএলের (IPL) বায়ো বাবলে যোগ দিতে চাইছেন। ১৯ সেপ্টেম্বর থেকে মরুশহরে শুরু হতে চলেছে দ্বিতীয় পর্বের আইপিএল। বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “ক্রিকেটাররা আজই সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে উড়ে যাবে। বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে যোগাযোগ করেছে এবং চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে। তবে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই শুক্রবার বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করে ফেলেছিল।”
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সিইও কাশী বিশ্বনাথন বলেন, “এখন টেস্ট ম্যাচ বাতিল হয়ে গিয়েছে, আমরা তাই সিএসকে-র প্লেয়ারদের শনিবার দুবাইয়ে নিয়ে আসতে চাই। চার্টার্ড ফ্লাইট আর এখন সম্ভব নয়। আমরা তাই একটি বাণিজ্যিক বিমানে তাঁদের টিকিট করার চেষ্টা করছি। এখানে পৌঁছে ওদের প্রত্যেককে বাকি প্লেয়ারদের মতো ছ’দিন কোয়ারান্টিন কাটাতে হবে।” তবে এই মুহূর্তে বোর্ডের হস্তক্ষেপের কারণে সব ক্রিকেটাররা একসঙ্গেই দুবাই রওনা দিতে পারেন।
ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজে করোনা ছন্দপতন ঘটানোয় আইপিএলে ক্রিকেটারদের যোগদানেও কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এর আগে বিসিসিআই ও দুবাই বোর্ডের তরফ থেকে ঠিক করা হয়েছিল এক বায়ো বাবল থেকে আর এক বায়ো বাবলে ক্রিকেটাররা যোগ দেবেন বলে, তাঁদের আর কোয়ারান্টিন কাটাতে হবে না। তবে এখন সেই নিয়ম আর জারি হচ্ছে না। দুবাইতে পৌঁছে নিজের দলের সঙ্গে যোগ দেওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারকে ছয় দিনের কোয়ারান্টিন পর্ব কাটাতে হবে। তাই আর দেরি না করে বোর্ডের হস্তক্ষেপে দ্রুত ম্যাঞ্চেস্টার ছেড়ে দুবাইয়ের পথে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
আরও পড়ুন: IPL 2021:IPL 2021: ইয়েলোব্রিগেডের তারকাদের দুবাই নিয়ে আসছে ধোনির সিএসকে