IPL 2023 Purple Cap: সিরাজের মাথাতেই বেগুনি টুপি, অবনতি কেকেআরের বরুণের
IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ৪১টি ম্যাচ হয়েছে। এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন...
কলকাতা: শনিবাসরীয় ডবল হেডারের পরও পার্পল ক্যাপের তালিকায় রোজ তেমন পরিবর্তন দেখা গেল না (IPL 2023)। শনিবার ছিল জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স। দ্বিতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। শনিবাসরীয় ডবল হেডারের পর পার্পল ক্যাপের তালিকায় তেমন ফের বদল দেখা গেল না। বর্তমানে বেগুনি টুপি রয়েছে মহম্মদ সিরাজের মাথায়। তাঁর কাছ থেকে টুপি কাড়তে পারলেন না রশিদ, বরুণরা। শনিবারের ম্যাচে দু’জনই উইকেট পাননি। TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে জেনে নিন কোন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে।
১. পার্পল ক্যাপের দৌড়ে এক নম্বরে রয়েছেন মহম্মদ সিরাজ। এখনও অবধি ১৬তম আইপিএলে ৮টি ম্যাচে খেলে ৩২ ওভারে ২৩৪ রান খরচ করে ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ।
২. দ্বিতীয় স্থানে রয়েছেন গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ৮টি ম্যাচে খেলে মোট ২৪ ওভার বল করে ২২৬ রান দিয়ে ১৪টি উইকেট নিয়েছেন।
৩. পঞ্জাব কিংসের অর্শদীপ সিং রয়েছেন তিন নম্বরে। তাঁর উইকেট সংখ্যা ১৪টি। ৮ ম্যাচে ২৯ ওভারে ২৫৪ রান দিয়ে ১৪টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার।
৪. চেন্নাইয়ের ডানহাতি পেসার তুষার দেশপান্ডের উইকেট সংখ্যা ১৪। ২৯.২ ওভার বল করে ৩২০ রান দিয়ে ১৪টি উইকেট নিয়েছেন সিএসকে পেসার।
৫. তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছেন মহম্মদ সামি। নাইটদের বিরুদ্ধে তিনটি উইকেট নিয়েছিলেন সামি। ৩১ ওভার বল করে ২৩৬ রানের বিনিময়ে ১৩টি উইকেট নিয়েছেন।
৬. তালিকার ছয়ে নম্বরে নেমে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। ৯ ম্যাচে ৩৩ ওভার বল করে ২৮১ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।
৭. বেগুনি টুপি দখলের লড়াইয়ে সাতে নেমে গিয়েছেন গত বারের আইপিএল রানার্স দলের সদস্য যুজবেন্দ্র চাহাল। গত আইপিএলে পার্পল ক্যাপ পেয়েছিলেন তিনি। এ বার এখনও অবধি ৮ ম্যাচে ২৮ ওভার বল করে ২২৬ রান খরচ করে ১২ টি উইকেট নিয়েছেন চাহাল।
৮. পার্পল ক্যাপের দৌড়ে আট নম্বরে রয়েছেন পীয়ুষ চাওলা। এখনও অবধি চলতি আইপিএলে ৭টি ম্যাচে ২৭ ওভারে ১৯২ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন।
৯. পার্পল ক্যাপের দৌড়ে আট নম্বরে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ের গত ম্যাচে বিরুদ্ধে জোড়া উইকেট নিয়েছিলেন অশ্বিন। তাঁর উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১১।
১০. সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও এই তালিকায় রয়েছেন। ৯ নম্বরে থাকা জাড্ডু এখনও অবধি ৮ ম্যাচে খেলে ২৮ ওভার বল করে ২০৮ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন।