IPL 2023 Purple Cap: ধোনির দলের একসময়ের নেট বোলারই এখন সবার উপরে
IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ৪৩টি ম্যাচ হয়েছে। এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন...
কলকাতা: পিছনে পড়ে রইলেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, রশিদ খান, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামিরা। সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকার সবার উপরে উঠে এলেন চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপান্ডে ( Tushar Deshpande)। মোট ১৭টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে ১ নম্বরে তুষার। রবিবার ছিল আইপিএলের (IPL 2023) ডাবল হেডার। প্রথম ম্যাচ খেলা হয়েছে চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংসের মধ্যে। জয়ী পঞ্জাব। অপর ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে। যেটি জিতে নিয়েছে মুম্বই। দুই ম্যাচের পর পার্পল ক্যাপের তালিকায় বড় পরিবর্তন। সিএসকে ম্যাচ হারলেও পার্পল ক্যাপের দৌড়ে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন তুষার দেশপান্ডে। ৪ ওভারে ৪৯ রান খরচ করে তিনটি উইকেট নেন। TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে জেনে নিন কোন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে।
১. পার্পল ক্যাপের দৌড়ে এক নম্বরে রয়েছেন তুষার দেশপান্ডে। এখনও অবধি ১৬তম আইপিএলে ৯টি ম্যাচে খেলে ৩৩.২ ওভারে ৩৬৯ রান খরচ করে ১৭টি উইকেট নিয়েছেন তুষার।
২. দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অর্শদীপ সিং। তাঁর উইকেট সংখ্যা ১৫টি। ৮ ম্যাচে ৩৩ ওভারে ২৯৫ রান দিয়ে ১৫টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার।
৩. পার্পল ক্যাপের দৌড়ে তিনে নেমে এলেন মহম্মদ সিরাজ। এখনও অবধি ১৬তম আইপিএলে ৮টি ম্যাচে খেলে ৩২ ওভারে ২৩৪ রান খরচ করে ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ।
৪. চতুর্থ স্থানে রয়েছেন গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ৮টি ম্যাচে খেলে মোট ৩২ ওভার বল করে ২৮০ রান দিয়ে ১৪টি উইকেট নিয়েছেন।
৫. পার্পল ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। রবিবারের ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন অশ্বিন। তাঁর উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৩।
৬. পার্পল ক্যাপের দৌড়ে ছয় নম্বরে উঠে এসেছেন পীয়ুষ চাওলা। এখনও অবধি চলতি আইপিএলে ৮টি ম্যাচে ৩১ ওভারে ২২৬ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন।
৭. সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও তালিকায় সাত নম্বরে উঠে এসেছেন। জাড্ডু এখনও অবধি ৯টি ম্যাচে খেলে ৩২ ওভার বল করে ২৪০রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন।
৮. তালিকার আট নম্বরে রয়েছেন মহম্মদ সামি। ৩১ ওভার বল করে ২৩৬ রানের বিনিময়ে ১৩টি উইকেট নিয়েছেন।
৯. তালিকার নয় নম্বরে নেমে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। ৯ ম্যাচে ৩৩ ওভার বল করে ২৮১ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।
১০. বেগুনি টুপি দখলের লড়াইয়ে দশে নেমে গিয়েছেন গত বারের আইপিএল রানার্স দলের সদস্য যুজবেন্দ্র চাহাল। গত আইপিএলে পার্পল ক্যাপ পেয়েছিলেন তিনি। এ বার এখনও অবধি ৯ ম্যাচে ৩৩ ওভার বল করে ২৭৯ রান খরচ করে ১২ টি উইকেট নিয়েছেন চাহাল।