Bengal Pro T20: ঋদ্ধি রান পেলেও সেমিফাইনালেই বিদায়, মুকেশদের সামনে মুর্শিদাবাদ
CAB Bengal Pro T20 League: দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় মুর্শিদাবাদ কিংস। প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী শুরু করতে ব্যর্থ মেদিনীপুর উইজার্ডস। ওপেনিং জুটিতে ৩৯ রান উঠলেও পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি উইজার্ডস। এরপর আর সেই অর্থে জুটি গড়তে ব্যর্থ তারা। ওপেনার ঋদ্ধিমান সাহা ৩০ বলে ৩২ রান করেন।
মুকেশ কুমারের পাঁচ উইকেটে ভর করে প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা নিশ্চিত করেছিল সোবিসকো স্ম্যাশার্স মালদা। ইডেনে ফ্লাড লাইটে দ্বিতীয় সেমিফাইনালে জিতল মুর্শিদাবাদ কিংস। শুক্রবার প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে মালদা ও মুর্শিদাবাদ। ইডেন এ দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রাশমি মেদিনীপুর উইজার্ডস ও মুর্শিদাবাদ কিংস। ঋদ্ধিমান সাহা রান পেলেও বড় স্কোর গড়তে ব্যর্থ মেদিনীপুর উইজার্ডস। অল্প রানের পুঁজি নিয়ে জেতা হল না। সেমিফাইনালেই বিদায় হয়ে গেল ঋদ্ধিমান সাহাদের।
দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় মুর্শিদাবাদ কিংস। প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী শুরু করতে ব্যর্থ মেদিনীপুর উইজার্ডস। ওপেনিং জুটিতে ৩৯ রান উঠলেও পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি উইজার্ডস। এরপর আর সেই অর্থে জুটি গড়তে ব্যর্থ তারা। ওপেনার ঋদ্ধিমান সাহা ৩০ বলে ৩২ রান করেন। আর এক ওপেনার বিবেক সিংয়ের অবদান ২০ বলে ২৭ রান। ক্যাপ্টেন সুদীপ চট্টোপাধ্যায় মাত্র ৬ রানেই ফেরেন। টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক প্রিয়াংশু শ্রীবাস্তব ৩৫ বলে ৪৪ রান করেন। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান তোলে রাশমি মেদিনীপুর উইজার্ডস।
রান তাড়ায় ওপেনিং জুটিতেই ৬৭ রান তোলে মুর্শিদাবাদ কিংস। পরপর উইকেট নিয়েও মুর্শিদাবাদকে চাপে ফেলতে পারেনি মেদিনীপুর উইজার্ডস। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নানা অনুভব ত্যাগির ১ ওভারেই ওঠে ১৮ রান। সেখানেই যেন পরিকল্পনা ভেস্তে যায় আরও। ওপেনার কৌশিক ঘোষের ৪১ বলে ৪৫ রান ও আর এক ওপেনার আদিত্য পুরোহিত ১৬ বলে ২৮ রানের ক্যামিও খেলেন। মিডল ও লোয়ার অর্ডারের চেষ্টায় ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই ফাইনাল নিশ্চিত করে মুর্শিদাবাদ কিংস।