চোটে সিরিজ থেকে ছিটকে গেলেন জাডেজা

চতুর্থ ইনিংসে রান তাড়া করার সময়ও জাডেজাকে পাবে না ভারত।

চোটে সিরিজ থেকে ছিটকে গেলেন জাডেজা
চোটে সিরিজ থেকে ছিটকে গেলেন জাডেজা। ছবি-বিসিসিআই।
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 6:36 PM

সিডনি: যত সময় যাচ্ছে, সিডনিতে ততই কোণঠাসা হয়ে পড়ছে ভারতীয় টিম। বাকি দু’দিন আর পাওয়া যাবে না রবীন্দ্র জাডেজাকে। বাঁ হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙে যাওয়ায় ছিটকে গেলেন তিনি। দুই থেকে তিন সপ্তাহের জন্য বিশ্রাম নিতে হবে তাঁকে। ব্রিসবেন টেস্টও খেলতে পারবেন না জাডেজা।

এই টেস্টে ভারত পাঁচ বোলার নিয়ে খেলছে। তিন পেসার ও দুই স্পিনার। প্রথম ইনিংসে জাডেজা নিয়েছিলেন চার উইকেট। চোটে তাঁর ছিটকে যাওয়া মানে চার বোলারে খেলতে হবে রাহানেদের। শুধু তাই নয়, অলরাউন্ডার হিসেবেও ফর্মে ছিলেন জাডেজা। ব্যাট হাতেও অবদান রেখেছেন মেলবোর্নে। এমনকি, এই টেস্টে আঙুলে চোট পাওয়ার পরও যন্ত্রণা নিয়ে ব্যাট করেছেন। চতুর্থ ইনিংসে রান তাড়া করার সময় জাডেজাকে পাবে না ভারত।

ভারতের ইনিংস শেষ হওয়ার পরই সরাসরি মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জাডেজাকে। স্ক্যান করার পর দেখা যায় যে আঙুলের হাড় শুধু সরেনি, ভেঙেওছে। যা পরিস্থিতি, তাতে সিডনি তো বটেই, পরের টেস্টেও খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন:গোলাপি টেস্টে মাতোয়ারা ভারত-অস্ট্রেলিয়া

জাডেজার মতোই দুশ্চিন্তা ছিল ঋষভ পন্থকে নিয়েও। তিনিও হাতে চোট পেয়েছিলেন। যে কারণে আর কিপিং করতে নামেননি। তাঁর বদলে কিপিং করেছেন ঋদ্ধিমান সাহা। একটাই আশার খবর, পন্থকে বাকি ম্য়াচে পাওয়া যাবে। তিনি ব্যাটও করতে পারবেন।