সমগ্র অস্ট্রেলিয়া জুড়ে ম্যাকগ্রা ফাউন্ডেশন স্তন ক্যান্সারের সচেতনতার জন্য অর্থ সংগ্রহ করে।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার স্ত্রী জেন ২০০৮ সালের জুনে স্তন ক্যান্সারে মারা গিয়েছিলেন। মৃত্যুর আগে জেন এই উদ্যোগ নেন। যা এখনও চালিয়ে যাচ্ছেন ম্যাকগ্রা।
ভারত, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্মারক হিসেবে তাঁদের স্বাক্ষর করা গোলাপি টুপি দিয়েছেন। এই টুপি নিলামে উঠবে।
করোনার জন্য দর্শক কম আসায় ভার্চুয়াল সিট রাখা হয়েছিল। তা থেকে সংগৃহীত অর্থ যাবে ম্যাকগ্রা ফাউন্ডেশনে। (ছবি- ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)
১৩ বছর পূর্তি হল গোলাপি টেস্টের। সিডনিতে হাজির ভারতীয় দর্শকরাও সামিল হলেন ম্যাকগ্রার উদ্যোগে। (ছবি-ভারত আর্মি টুইটার)