Jasprit Bumrah ভিডিয়ো: সবচেয়ে বেশি উইকেটের পুরস্কার, পার্পল ক্যাপ দিয়ে দিলেন বুমরা!

IPL 2024, LSG vs MI: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে ১০ ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এর মধ্যে সাত ম্যাচেই হার। আগের রাতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছিল মুম্বই। পাওয়ার প্লে-তেই চার উইকেট হারায় তারা। সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। ঈশান কিষাণ, টিম ডেভিড এবং তরুণ ব্যাটার নেহাল ওয়াদেরার সৌজন্যে ১৪৪ অবধি পৌঁছয় মুম্বই ইন্ডিয়ান্স।

Jasprit Bumrah ভিডিয়ো: সবচেয়ে বেশি উইকেটের পুরস্কার, পার্পল ক্যাপ দিয়ে দিলেন বুমরা!
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 01, 2024 | 5:13 PM

দেশের জার্সিতে হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ধারাবাহিক ভালো পারফর্ম করে চলেছেন জসপ্রীত বুমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে বড় স্বস্তি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এ মরসুমেও দুর্দান্ত পারফরম্যান্স বুমরার। ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই পেসার। ইকোনমি মাত্র ৬.৪০। পার্পল ক্যাপ আপাতত বুমরার দখলেই। সেটাই দিয়ে দিলেন জসপ্রীত বুমরা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে ১০ ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এর মধ্যে সাত ম্যাচেই হার। আগের রাতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছিল মুম্বই। পাওয়ার প্লে-তেই চার উইকেট হারায় তারা। সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। ঈশান কিষাণ, টিম ডেভিড এবং তরুণ ব্যাটার নেহাল ওয়াদেরার সৌজন্যে ১৪৪ অবধি পৌঁছয় মুম্বই ইন্ডিয়ান্স। অনবদ্য বোলিংয়ের জেরে এই রান নিয়েও প্রতিপক্ষ শিবিরে চাপ তৈরি করেছিল।

ম্যাচটি ক্লোজ নিয়ে গেলেও জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় লখনউ সুপার জায়ান্টসের। ম্যাচ শেষে এক সমর্থকদের মন জিতলেন জসপ্রীত বুমরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। মাঠ থেকে ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন বুমরা। এক খুদের ডাকে দাঁড়িয়ে পড়েন। বুমরার থেকে অটোগ্রাফের অপেক্ষায় ছিলেন। যদিও এর চেয়েও দামি উপহার মিলবে তা যেন প্রত্যাশা করেনি সেই ছেলেটি। পার্পল ক্যাপটি খুলে বুমরা তাকে সেটি দিয়ে দেন।

জসপ্রীত বুমরার থেকে এমন উপহার পেয়ে আনন্দে আত্মহারা। পার্পল ক্য়াপ পরে স্ট্যান্ডে আনন্দে দৌড়তে থাকে সেই ছেলেটি। সঙ্গে মিলেছে বুমরার অটোগ্রাফও। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!