MS Dhoni: ভিডিয়ো: ধোনির পাঠশালায় সমীর রিজভি, মাহির পরামর্শ পেয়েই মারলেন ইয়াব্বড় ছয়

Watch Video: চলতি আইপিএলে বছর কুড়ির সমীর রিজভির অভিষেক হয়েছে। উত্তরপ্রদেশের ছেলে সমীর অবশ্য তিনটি ম্যাচে ব্যাটিং করেছেন। তাতে একটি ম্যাচে করেন ১৪ রান। অপর দুটিতে ০ ও ১। সিএসকে ভবিষ্যতের জন্য বরাবর ভাবে। সেই জন্যই হয়তো মাহির টিম সমীরের মতো ক্রিকেটারকে সুযোগ দিয়েছে।

MS Dhoni: ভিডিয়ো: ধোনির পাঠশালায় সমীর রিজভি, মাহির পরামর্শ পেয়েই মারলেন ইয়াব্বড় ছয়
MS Dhoni: ভিডিয়ো: ধোনির পাঠশালায় সমীর রিজভি, মাহির পরামর্শ পেয়েই মারলেন ইয়াব্বড় ছয়Image Credit source: CSK X
Follow Us:
| Updated on: May 01, 2024 | 5:43 PM

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বুধ-রাতে আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস। পয়েন্ট টেবলের চারে রয়েছে সিএসকে। আর পঞ্জাব কিংস পয়েন্ট টেবলের আটে। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ চার সাক্ষাতে পঞ্জাবের পাল্লা ভারী। আজ কি চিপকে পঞ্জাবকে হারাতে পারবে ইয়েলোব্রিগেড? জানতে নজর রাখতে হবে আজকের ম্যাচে। আপাতত সিএসকে-পঞ্জাব (CSK vs PBKS) ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও সমীর রিজভির (Sameer Rizvi) একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে মাহির পাঠশালায় পাঠ নিচ্ছেন উত্তরপ্রদেশের রিজভি।

চলতি আইপিএলে বছর কুড়ির সমীর রিজভির অভিষেক হয়েছে। উত্তরপ্রদেশের ছেলে সমীর অবশ্য তিনটি ম্যাচে ব্যাটিং করেছেন। তাতে একটি ম্যাচে করেন ১৪ রান। অপর দুটিতে ০ ও ১। সিএসকে ভবিষ্যতের জন্য বরাবর ভাবে। সেই জন্যই হয়তো মাহির টিম সমীরের মতো ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। আর মাহির সান্নিধ্যে যে ক্রিকেটারই আসেন, অনেক কিছু শেখেন। অনেক উন্নতি করেন। তেমনটাই করছেন সমীর রিজভি।

সিএসকের সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ৫১ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে সমীর রিজভিকে ব্যাটিং টিপস দিচ্ছেন ধোনি। এরপর রিজভি যখন নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন, সেই সময়ও ধোনি তাঁকে কিছু পরামর্শ দেন। ভিডিয়োটির শেষের দিকে দেখা যায় ধোনির সঙ্গে কথা বলার পর নেটে ইয়াব্বড় ছয় মারেন সমীর। ভিডিয়োটির ক্যাপশনে লেখা, ‘মাহি ভাই বোলা করনে কা, তো করনে কা!’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘মাহি ভাই বলেছে করতে হবে, তো করতেই হবে।’

পঞ্জাবের বিরুদ্ধে এ বার দেখার সমীর রিজভি ব্যাটিংয়ের সুযোগ পান কিনা। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে অতীতে মোট ২৮ বার মুখোমুখি হয়েছিল। যার মধ্যে চেন্নাই ১৫টি ম্যাচ জিতেছিল আর পঞ্জাব জেতে ১২টি ম্যাচ। একটি ম্যাচ টাই হয়েছিল।