Jasprit Bumrah: শীঘ্রই বুমরার কামব্যাক! বড় আপডেট দিলেন BCCI সেক্রেটারি জয় শাহ
২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে ২২ গজের বাইরে ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। টিম ইন্ডিয়ার ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও সমর্থকরা তাঁর কামব্যাকের অপেক্ষায়।
নয়াদিল্লি: ভারতীয় শিবিরে খুশির হাওয়া। জাতীয় দলে কামব্যাকের পথে এক অভিজ্ঞ ক্রিকেটার। ক্যারিবিয়ান সফরের মাঝপথেই রোহিত শর্মাদের জন্য সারপ্রাইজ। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) প্রেমীরাও এই খবর শুনে উচ্ছ্বসিত। বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে বুমরার ঠিকানা যদিএ এনসিএ। সেখানেই চলছে ২২ গজে ফেরার জোরকদমে প্রস্তুতি। এরপর প্রশ্ন তা হলে বুম বুম ফের কবে মাঠে ফিরছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি জুলাইতেই শোনা গিয়েছিল, ভারতের আয়ার্ল্যান্ড সিরিজে টিমে থাকতে পারেন জসপ্রীত বুমরা। যদিও পুরো বিষয়টাই নির্ভর করছিল বুমরার ফিটনেসের উপর। এ বার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়ে দিলেন, জসপ্রীত বুমরা ১০০ শতাংশ ফিট। এবং তিনি আগামী মাসে ভারতের আয়ার্ল্যান্ড সিরিজে যেতে পারেন।
এনসিএতে প্রতিদিনই নিয়মিত বোলিং অনুশীলন করছেন জসপ্রীত বুমরা। বিশ্বকাপের আগে বুমরার অ্যাকশনে ফেরা প্রয়োজন। কিন্তু তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে তিনি কতটা ফিট তা জানার জন্য ম্যাচ খেলা প্রয়োজন। তাই তাঁকে আয়ার্ল্যান্ড সিরিজে পাঠানো হতে পারে। চলতি সপ্তাহে ভারতের আয়ার্ল্যান্ড সিরিজের দল ঘোষণা হতে পারে। আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। সেই ম্যাচগুলি হবে ১৮, ২০ ও ২৩ অগস্ট।
বর্তমানে জসপ্রীত বুমরা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ ও প্রসিদ্ধ কৃষ্ণ এনসিএতে ইনজুরির রিহ্যাব করছেন। প্রেস কনফারেন্সে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘এই ক্রিকেটাররা নিজেদের থেকে ফিট বলে ঘোষণা করার কোনও সময় সীমা নেই। তবে আয়ার্ল্যান্ড সিরিজের পর থেকে নির্বাচনে ধারাবাহিকতা থাকবে। কোনও ম্যাচ না খেলে কোনও ক্রিকেটারকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হবে না।’