Jasprit Bumrah: আইরিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ইতিহাস গড়ার সামনে ক্যাপ্টেন জসপ্রীত বুমরা

IND vs IRE, T20: আইরিশদের বিরুদ্ধে আজ, ১৮ অগস্ট ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারত। এই ম্যাচেই ইতিহাস গড়তে চলেছেন জসপ্রীত বুমরা।

Jasprit Bumrah: আইরিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ইতিহাস গড়ার সামনে ক্যাপ্টেন জসপ্রীত বুমরা
Jasprit Bumrah: আইরিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ইতিহাস গড়ার সামনে ক্যাপ্টেন জসপ্রীত বুমরা Image Credit source: Jasprit Bumrah Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 8:30 AM

ডাবলিন: দীর্ঘ একবছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট ফিরছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ডাবলিনে আয়ার্ল্যান্ডের (India vs Ireland) বিরুদ্ধে আজ প্রথম টি-২০ ম্যাচ। পল স্টার্লিংয়ের আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। জাতীয় দলে প্রত্যাবর্তনের সিরিজে নেতৃত্বও দেবেন বুমরা। আর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতে গিয়ে এক রেকর্ডও গড়তে চলেছেন বুমরা। কী সেই রেকর্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০০৬ সাল থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে খেলছে মেন ইন ব্লু। এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে বিভিন্ন সময় নেতৃত্ব দিতে দেখা গিয়েছে ব্যাটার, উইকেটকিপার এবং অলরাউন্ডারদের। এ বার তাতেই অন্যমাত্রা যোগ করতে চলেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। এর আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে কোনও বোলারকে নেতৃত্ব দিতে দেখা যায়নি। বুমরার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে ডেবিউ হতে চলেছে। একইসঙ্গে তিনি ভারতীয় দলকে টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া প্রথম বোলার হতে চলেছেন। যদিও ভারতীয় দলকে টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, জসপ্রীত বুমরা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের ১১তম অধিনায়ক। ২০০৬ সালে ভারতীয় দলকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া প্রথম ক্রিকেটার ছিলেন বীরেন্দ্র সেওয়াগ। তারপর মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ও লোকেশ রাহুল ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।

আইরিশদের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজের জন্য স্কোয়াড – জসপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে আয়ার্ল্যান্ডের টি-২০ সিরিজের জন্য স্কোয়াড – পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভ্যান ওয়েরকম, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।