IPL 2022: স্ত্রী সঞ্জনার জন্য বল ছেড়ে ক্যামেরা হাতে তুলে নিলেন জসপ্রীত বুমরা, কেন জানেন?
Jasprit Bumrah-Sanjana Ganesan: চলতি আইপিএলে বায়ো বাবলে মুম্বই ইন্ডিয়ান্সের টিম হোটেলেই স্বামী জসপ্রীত বুমরার সঙ্গে রয়েছেন সঞ্জনা গণেশন।
মুম্বই: ভারতের তারকা পেসার ও আইপিএলের (IPL) সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অন্যতম সেরা অস্ত্র হলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বর্তমানে তিনি ব্যস্ত আইপিএল-২০২২ এ। আজ, শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পয়েন্ট টেবলের ফাস্ট বয় হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে রোহিত শর্মার মুম্বই। তবে ম্যাচের আগে অন্য মেজাজে দেখা গেল বুম বুম বুমরাকে। আজ তাঁর স্ত্রী ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশনের (Sanjana Ganesan) জন্মদিন। ৩১-এ পা দিলেন সুন্দরী সঞ্জনা। স্ত্রীর জন্মদিনে বল ছেড়ে তাঁর আবদার রাখতে ফটোগ্রাফার হয়ে গেলেন বুমরা।
নিজের ইন্সটাগ্রামে বুমরা এক ভিডিও শেয়ার করে লিখেছেন, “আমার সুন্দরী স্ত্রীকে জানাই শুভ জন্মদিন! তুমি জীবনের সেরা সবকিছু পাওয়ার যোগ্য। কারণ তুমিই আমার সঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে সেরা জিনিস।” ওই ভিডিওর কমেন্টে সঞ্জনা লেখেন, “আমার সব সেরা ছবি তোমার সঙ্গেই রয়েছে।”
ভিডিওটিতে দেখা যায়, ছবি তোলার জন্য নানান পোজ দিচ্ছেন সঞ্জনা। আর বুমরা এক একটি ছবি তুলে তাঁকে দেখাচ্ছেন। যা দেখে সঞ্জনাকে বলতেও শোনা যায় ‘পারফেক্ট, এক্কেবারে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম, তেমনটাই’। আর পারফেক্ট হবে নাই বা কেন! বুমরার হাতের কামাল বলে কথা। মিস্টি ভিডিওটি দেখে বোঝাই যায় জন্মদিনে খুনসুটিতে স্বামীর সঙ্গে ভালোই সময় কাটালেন সঞ্জনা।
View this post on Instagram
টুইটারেও বুমরা সঞ্জনার সঙ্গে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
Happy birthday to my lovely wife! You deserve the very best out of life because you are the very best thing that has ever happened to me ❤️ pic.twitter.com/6IZR8b0DFb
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) May 6, 2022
চলতি আইপিএলে পারফরম্যান্সের দিক থেকে বলতে গেলে মুম্বই যেমন তাদের সেরা ছন্দে নেই, তেমনই বুমরাও নিজের সেরাটা দিতে পারছেন না। এ বারের আইপিএলে এখনও অবধি ৯টি ম্যাচে খেলে ৩৪.২ ওভার বল করে ২৫৬ রান খরচ করেছেন বুমরা। বিনিময়ে পেয়েছেন মাত্র ৫টি উইকেট। যা বুমরার নামের পাশে মোটেও মানায় না। আজ স্ত্রী-র জন্মদিনে দলকে জিতিয়ে বুমরা চমকে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।