জেন্টলম্যানস গেমের সম্মান রাখলেন ইংল্যান্ড অধিনায়ক

Joe root: ম্যাচ হারলেও জো রুট এবং ইয়র্কশায়ারের বাকি ক্রিকেটারদের স্পোর্টসম্যান স্পিরিটকে কুর্নিশ জানাল ক্রিকেটমহল।

জেন্টলম্যানস গেমের সম্মান রাখলেন ইংল্যান্ড অধিনায়ক
জেন্টলম্যানস গেমের সম্মান রাখলেন ইংল্যান্ড অধিনায়ক
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2021 | 5:50 PM

লন্ডন: স্পোর্টসম্যান স্পিরিটের (sportsman spirit) দুরন্ত নিদর্শন দেখালেন জো রুট (Joe Root)। কথায় বলে, ক্রিকেট (Cricket) ভদ্রলোকের খেলা। আধুনিক প্রজন্ম যদিও সে পথে হাঁটতে রাজি নয়। খেলাকে যুদ্ধের মতোই দেখে তারা। ব্যতিক্রম থাকেন কেউ কেউ। তাঁদের মধ্যেই অন্যতম ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট।

ইয়র্কশায়ারের (Yorkshire) হয়ে কাউন্টি খেলেন রুট। ল্যাঙ্কাশায়ার-ইয়র্কশায়ার ম্যাচে রান নিতে যাওয়ার সময় চোট পেয়ে ক্রিজের মাঝথেই লুটিয়ে পড়েন ল্যাঙ্কাশায়ারের স্টিভেন ক্রফ্ট। রান আউটের সুযোগ থাকলেও ক্রফ্টকে রান আউট করতে বারণ করেন ইয়র্কশায়ারের অধিনায়ক জো রুট। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক এবং ইয়র্কশায়ার ক্রিকেটারদের এই স্পোর্টসম্যান স্পিরিটকে কুর্নিশ জানাল মাঠে উপস্থিত দর্শকরা।

প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১২৮ রান করে ইয়র্কশায়ার। ওই ঘটনার সময়ে ম্যাচ জেতার জন্য ১৮ বলে ১৭ রান প্রয়োজন ছিল ল্যাঙ্কাশায়ারের (Lancashire)। ইয়র্কশায়ারের প্রয়োজন ৫ উইকেট। সেই সময় ক্রফ্টকে রান আউটের সুযোগ পেয়েও স্পোর্টসম্যান স্পিরিট দেখায় ইয়র্কশায়ারের ক্রিকেটাররা। ২৬ রানে অপরাজিত থাকেন ক্রফ্ট। ম্যাচে ৪ উইকেটে জিতে যায় ল্যাঙ্কাশায়ার। ম্যাচ হারলেও জো রুট এবং ইয়র্কশায়ারের বাকি ক্রিকেটারদের স্পোর্টসম্যান স্পিরিটকে কুর্নিশ জানাল ক্রিকেটমহল।

আরও পড়ুন: IND vs SL 1st ODI Preview: সুপার সানডে-তে কলম্বোয় মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা