Kane Williamson: টিম ব্যর্থ হতেই অবাক করা সিদ্ধান্ত, ছাড়লেন ক্যাপ্টেন্সি, সরলেন বোর্ডের চুক্তি থেকেও

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) গ্রুপ পর্ব থেকে সুপার এইটে উঠতে পারেনি কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউয়িরা। এ বার কিউয়িদের হয়ে সাদা বলের ফর্ম্যাটের নেতৃত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন (Kane Williamson)।

Kane Williamson: টিম ব্যর্থ হতেই অবাক করা সিদ্ধান্ত, ছাড়লেন ক্যাপ্টেন্সি, সরলেন বোর্ডের চুক্তি থেকেও
টিম ব্যর্থ হতেই অবাক করা সিদ্ধান্ত, ছাড়লেন ক্যাপ্টেন্সি, সরলেন বোর্ডের চুক্তি থেকেওImage Credit source: X
Follow Us:
| Updated on: Jun 19, 2024 | 1:53 PM

কলকাতা: দল খারাপ পারফর্ম করলে একা দায় ক্যাপ্টেনের হয় না। কিন্তু কোনও কোনও সময় অধিনায়করা দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে নেতৃত্ব ছাড়েন। গত বছর ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর তেমনটাই করেছিলেন পাক ক্যাপ্টেন বাবর আজম। এ বার টি-২০ বিশ্বকাপের মাঝে সেই পথেই হাঁটলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (Kane Williamson)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) গ্রুপ পর্ব থেকে সুপার এইটে উঠতে পারেনি কিউয়িরা। এ বার কিউয়িদের হয়ে সাদা বলের ফর্ম্যাটের নেতৃত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন।

শেষ তিন টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। ২০২১ সালের কুড়ি-বিশের বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল কিউয়িরা। কিন্তু ট্রফির স্বপ্নপূরণ হয়নি নিউজিল্যান্ডের। আর এ বার তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল নিউজিল্যান্ড। তারপর দলের ব্যর্থতার দায় নিয়ে সাদা বলের নেতৃত্ব ছেড়ে দিলেন কেন।

এখানেই শেষ নয়। কেন উইলিয়ামসন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন। ব্ল্যাকক্যাপসের সোশ্যাল মিডিয়া সাইটে জানানো হয় যে, কেন জানিয়েছেন তিনি ক্রিসমাসের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮টি ম্যাচ খেলবেন। এ ছাড়াও ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টেও উইলিয়ামসন খেলবেন।

View this post on Instagram

A post shared by BLACKCAPS (@blackcapsnz)

নিউজিল্যান্ডের সদ্য প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন জানান যে, তাঁর এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রিকেটে আগ্রহ হারিয়ে ফেলার লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা উচিত নয়। বরং তিনি ভবিষ্যতে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব গ্রহণ করতেও পারেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার, ৩৩ বছর বয়সী কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৫০টি ম্যাচ খেলেছেন।