Kapil Dev-Rohit Sharma: “লজ্জা করে না এত মোটা”, ওজন নিয়ে ফের সমালোচনার শিকার রোহিত

বিরাট কোহলি ও রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে যেমন ফারাক রয়েছে তেমনই ফিটনেসে। বিরাট বরাবরই ফিট অ্যান্ড ফাইন। আর রোহিতের তো মাঝেমধ্যে ভুঁড়িও উঁকি দেয়।

Kapil Dev-Rohit Sharma: লজ্জা করে না এত মোটা, ওজন নিয়ে ফের সমালোচনার শিকার রোহিত
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2023 | 12:27 AM

কলকাতা: ফিটনেস নিয়ে বরাবরই সমালোচিত রোহিত শর্মা (Rohit Sharma)। একজন ক্যাপ্টেন কীভাবে চর্বিবহুল হতে পারেন! ভেবে পান না সমালোচকরা। খারাপ ফিটনেসের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে কটাক্ষের শিকার হয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। সেই তালিকায় নতুন সংযোজন কপিল দেব (Kapil Dev)। বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যাপ্টেন নাদুসনুদুস চেহারার রোহিতকে ধুয়ে দিয়েছেন। তাঁর মতে, একজন ক্যাপ্টেনকে এত মোটা দেখতে লাগলে সেটা লজ্জার। রোহিতকে টিভির পর্দায় যথেষ্ট মোটা দেখায়। একইসঙ্গে তুলনা টেনেছেন বিরাট কোহলির সঙ্গে। বিরাট ফিটনেসের (Fitness) সঙ্গে আপোস করেন না। ক্রিকেট বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার তিনি। ফিটনেস নিয়ে বিরাটের থেকে কিছু শিক্ষা নেওয়ার পরামর্শও দিয়েছেন কপিল। আর কী কী বললেন তিনি? তুলে ধরল TV9 Bangla।    

বর্তমানে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের বর্ডার গাভাসকর ট্রফি চলছে। রোহিতের নেতৃত্বে প্রথম দুটি টেস্ট জিতে নিয়েছে ভারত। ১ মার্চ ইন্দোরে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। তার আগে কপিল দেব ফিটনেস নিয়ে রোহিত শর্মার কড়া সমালোচনা করলেন। তাঁর মতে, রোহিতের ফিটনেস নিয়ে সময় দেওয়া উচিত। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, “ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অধিনায়কের জন্য। আপনি যদি ফিট না হন তাহলে সেটা লজ্জাজনক। রোহিতকে ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। ও একজন অসাধারণ ব্যাটার। কিন্তু তার ফিটনেসের কথা বললে ওকে একটু মোটা দেখায়। অন্তত টিভিতে।” তিনি আরও বলেন, “এটা সত্যি যে টিভি এবং বাস্তব জীবনে মানুষকে আলাদা দেখায়। কিন্তু আমি যা দেখছি তা হল রোহিত একজন দুর্দান্ত ক্রিকেটার এবং একইসঙ্গে একজন অধিনায়কও। তাই ওকে ফিট হতে হবে।”

রোহিতের সমালোচনার দিন বিরাটকে প্রশংসায় ভাসিয়েছেন কপিল। ৬৪ বছরের প্রাক্তন ক্রিকেটার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং তারকা ব্যাটার বিরাট কোহলির ফিটনেসের প্রশংসা করেছেন প্রাণ খুলে। বিরাট বর্তমান দলের সবচেয়ে ফিট ক্রিকেটার। সারা বিশ্বে ওর ফিটনেস এবং ডায়েট নিয়ে আলোচনা হয়। বিরাটকে দেখুন। যখনই আপনি তাঁকে দেখবেন বুঝতে পারবেন যে ‘ফিটনেস কী?’