IPL 2024: শেষ মুহূর্তে টিমে তারকা, ‘বিরাট’ ম্যাচের আগে শক্তি বাড়ল গৌতম গম্ভীরের KKR এর
KKR: আইপিএলে আগামিকাল আরসিবির বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে মাঠে নামার আগে নাইট দলে পরিবর্তন। শেষ মুহূর্তে টিমে এলেন তারকা ক্রিকেটার। শক্তি বাড়ল গৌতম গম্ভীরের কেকেআরের (KKR)।
কলকাতা: শুক্র-রাতে নাইটদের এ বারের আইপিএলে (IPL) দ্বিতীয় ম্যাচ। ২৪ ঘণ্টাও বাকি নেই। বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে মাঠে নামার আগে নাইট দলে পরিবর্তন। শেষ মুহূর্তে টিমে এলেন তারকা ক্রিকেটার। শক্তি বাড়ল গৌতম গম্ভীরের কেকেআরের (KKR)। চোটের কারণে এ বারের আইপিএল থেকে ছিটকে গেলেন আফগান স্পিনার মুজিব উর রহমান। তাঁর বদলে আফগানিস্তানেরই আর এক স্পিনারকে দলে নিল শাহরুখের দল। আল্লাহ গজনফরকে এ বার খেলতে দেখা যাবে কেকেআর জার্সিতে।
আফগানিস্তানের হয়ে বছর ১৬-র স্পিনার আল্লাহ গজনফর ৩টে টি-২০ এবং ২টি একদিনের ম্যাচ খেলেছেন এই তরুণ স্পিনার। ৬টা প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও আছে। বেস প্রাইস ২০ লাখ টাকায় আল্লাহ গজনফরকে দলে নিল গৌতম গম্ভীরের কেকেআর। নাইট শিবিরে মুজিব উর রহমানের বদলি আসার পাশাপাশি রাজস্থান শিবিরেও প্রসিধ কৃষ্ণার পরিবর্ত ঘোষণা করেছে।
🚨 Squad Update – Allah Ghazanfar joins the squad to replace Mujeeb Ur Rahman.
Welcome to the Galaxy of Knights! 🤝 pic.twitter.com/E83MmSakEG
— KolkataKnightRiders (@KKRiders) March 28, 2024
🚨 NEWS 🚨#KKR & #RR announce replacements for Mujeeb Ur Rahman & Prasidh Krishna respectively.
Details 🔽 #TATAIPL | @KKRiders | @rajasthanroyals
— IndianPremierLeague (@IPL) March 28, 2024
সম্প্রতি প্রসিধ কৃষ্ণার বাঁ প্রোক্সিমাল কোয়াড্রিসেপস টেন্ডনের সার্জারি হয়েছে। তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। তাঁর বদলে পিঙ্ক আর্মিতে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কেশব মহারাজ। তিনি ভারতেই রয়েছেন। আইপিএল শুরু হওয়ার আগে প্রোটিয়া তারকা কেশব মহারাজ ভারতে এসে লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিয়েছিলেন। এসএ টি-২০ লিগে তিনি ডারবান সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজিতে খেলেন বলে তিনি আইপিএলের আগে লখনউ শিবিরে যোগ দিয়েছিলেন। কেশব মহারাজকে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় নিয়েছে পিঙ্ক আর্মি। দক্ষিণ আফ্রিকার হয়ে মহারাজ ২৭টি টি-২০, ৪৪টি ওডিআই এবং ৫০টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাতে নিয়েছেন ২৩৭টি উইকেট।