বরুণের নয়া সফর

১১ই ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী নেহার (Neha Khedekar) সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)।

বরুণের নয়া সফর
বিয়ে করলেন কেকেআরের মিস্ট্রি স্পিনার। (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2020 | 8:35 PM

TV9 বাংলা ডিজিটাল :  জীবনের ২২ গজে নতুন ইনিংস শুরু করলেন কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। ১১ই ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী নেহার (Neha Khedekar) সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। চেন্নাইতে চারহাত এক হল বরুণ-নেহার।

বিয়ের পরিকল্পনা ছিল আরও আগেই, কিন্তু লকডাউনের জন্য দিনবদল। কেকেআরের তরফ থেকে ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছাও জানানো হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে নেহার সঙ্গে ক্রিকেটে মজেছেন বরুণ।

আইপিএল ২০২০-র বরুণের কাছে সফল। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করে সকলের নজর কাড়েন বরুণ। ১৩টি ম্যাচে মোট ১৭টি উইকেট নিয়েছিলেন কেকেআরের এই মিস্ট্রি স্পিনার। ভাল পারফরম্যান্সের জন্য তিনি সুযোগও পেয়েছিলেন অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে। কিন্তু কাঁধের চোট সেই সুযোগ কেড়ে নেয়। অস্ট্রেলিয়া সফরে না যেতে পারলেও জীবনের নতুন সফর শুরু করলেন বরুণ।