T20 World Cup 2022: বিরাটের সঙ্গে কী কথা হয়েছিল? খোলসা করলেন রাহুল…

KL Rahul: লিটনকে রান আউট করা নিয়ে অবশ্য বাড়তি কোনও কৃতিত্বে নারাজ রাহুল। বরং বলছেন, 'প্র্যাক্টিসে সকলেই ফিল্ডিংয়ে অনেকটা সময় দিই। দ্রুত মুভ করা, উইকেটে থ্রো, সবই প্র্যাক্টিস করি।'

T20 World Cup 2022: বিরাটের সঙ্গে কী কথা হয়েছিল? খোলসা করলেন রাহুল...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2022 | 9:02 PM

অ্যাডিলেড : টি-টোয়েন্টি (T20 World Cup 2022) বিশ্বকাপে টানা তিন ম্যাচ। ব্যর্থতা কাটিয়ে গ্রুপের চতুর্থ ম্যাচে অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস লোকেশ রাহুলের (KL Rahul)। শুধু তাই নয়, তাঁর অনবদ্য একটা থ্রো উইকেট ভেঙে দেয় বিধ্বংসী মেজাজে থাকা লিটন দাসের। এটিই মূলত টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতেছে ভারত। রাহুলের রানে ফেরা স্বস্তি দিয়েছে ভারতীয় শিবিরকে। ম্যাচের আগের একটা ছবি অবশ্য অনেক প্রশ্নের উত্তর। ইন্ডোর নেট সেশনে দীর্ঘ সময় কথা বলতে এবং শ্যাডো করতে দেখা যায়। এক ফ্রেমে বিরাট কোহলি (Virat Kohli) এবং লোকেশ রাহুল। বিরাটের সঙ্গে কী কথা হচ্ছিল? সাংবাদিক সম্মেলনে খোলসা করলেন রাহুল। আইসিসির ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ছিলেন TV9Bangla-র প্রতিনিধিও।

সুপার টুয়েলভে প্রথম তিন ম্যাচে রান না পেলেও মানসিক ভাবে ভাল জায়গায় ছিলেন, এমনটাই জানালেন রাহুল। আরও বলেন, ‘আমি ভাল মুডেই ছিলাম। সাময়িক সাফল্য-ব্যর্থতা ঘিরে নিজেকে বিচার করি না। আমাদের কাছে আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপে প্রতিটা ম্যাচই তাই। আজ আমার কাছে সুযোগ ছিল অবদান রাখার। প্রতি ম্যাচেই কেউ না কেউ এগিয়ে এসেছে। আজ আমি কিছুটা পেরেছি। গত এক বছর দল হিসেবে যে পরিশ্রম করেছি, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছি।’

অ্যাডিলেডের কিং কোহলি। এই মাঠে অপরাজিত। এর আগে একটিই টি-টোয়েন্টি খেলেছিলেন বিরাট। ৯০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস। বিরাটের সঙ্গে ব্যাট করা কি কোনও ভাবে সাহায্য করেছে? রাহুল বলেন, ‘কোন মাঠে খেলছি, পরিস্থিতি কেমন, সে সব নিয়ে ভাবি না। আগের দিন আমরা (বিরাটের সঙ্গে) আলোচনা করছিলাম, আগের তুলনায় এ বার অস্ট্রেলিয়ার পরিস্থিতি আলাদা, কতটা কঠিন। পরস্পরের মানসিকতা নিয়েও আলোচনা করেছি। ও রানের মধ্যে রয়েছে। পরস্পরের থেকে কী ভাবে শেখা যায় সেটাই চেষ্টা করি। ওর মানসিকতা বোঝার চেষ্টা করছিলাম। এ সব নিয়েই আলোচনা হয়েছে।’

লিটনকে রান আউট করা নিয়ে অবশ্য বাড়তি কোনও কৃতিত্বে নারাজ রাহুল। বরং বলছেন, ‘প্র্যাক্টিসে সকলেই ফিল্ডিংয়ে অনেকটা সময় দিই। দ্রুত মুভ করা, উইকেটে থ্রো, সবই প্র্যাক্টিস করি। দল এবং ব্যক্তিগত হিসেবেও। আজ উইকেটে থ্রো করতে পেরেছি। লিটন অনবদ্য ইনিংস খেলেছে। এমন ইনিংস প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে। আমাদের ভাল বোলিংয়েও অনবদ্য খেলেছে। তবে আমরা জানতাম, পাওয়ার প্লে-র পর ম্যাচে ফিরতে পারব। বিরতিতে আমরা এটাই আলোচনা করেছি, কোন লাইন লেন্থে বোলিং করতে হবে।’