KL Rahul: ভারতীয় শিবিরে সুখবর, কিপিং গ্লাভস হাতে নেমে পড়লেন লোকেশ রাহুল

Team India: চলতি বছরের আইপিএলের মাঝপথে চোট পেয়ে ২২ গজ ছেড়েছিলেন রাহুল। সফল অস্ত্রোপচারের পর রিহ্যাব পর্ব পেরিয়ে এ বার টিম ইন্ডিয়ায় কামব্যাকের পথে রাহুল।

KL Rahul: ভারতীয় শিবিরে সুখবর, কিপিং গ্লাভস হাতে নেমে পড়লেন লোকেশ রাহুল
KL Rahul: ভারতীয় শিবিরে সুখবর, কিপিং গ্লাভস হাতে নেমে পড়লেন লোকেশ রাহুল Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 5:04 PM

বেঙ্গালুরু: ভারতীয় শিবিরে এখন খুশির হাওয়া বইছে। টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্যও আসছে একের পর এক সুখবর। চলতি অগস্টে জাতীয় দলে কামব্যাক হচ্ছে ভারতীয় পেসার জসপ্রীত বুমরার। ভারতের আয়ার্ল্যান্ড সিরিজে ফিরছেন তিনি। এ বার টিম ইন্ডিয়ার (Team India) উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুলও (KL Rahul) জাতীয় দলে ফেরার পথে। চলতি বছরের আইপিএলের মাঝপথে চোট পেয়ে ২২ গজ ছেড়েছিলেন রাহুল। সফল অস্ত্রোপচারের পর রিহ্যাব পর্ব পেরিয়ে এ বার টিম ইন্ডিয়ায় কামব্যাকের পথে রাহুল। কয়েকদিন আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুলের ব্যাটিং করার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এ বার রাহুল নিজেই জানালেন তাঁর কিপিং অনুশীলনের কথা। বিস্তারিতে জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

থাই মাসেলের চোট দীর্ঘদিন ভোগাল লোকেশ রাহুলকে। আইপিএলে তিনি লখনউ সুপার জায়ান্টস টিমের অধিনায়ক। লখনউয়ের এক ম্যাচ চলাকালীন চোট পেয়ে সাপোর্ট স্টাফদের কাঁধে ভর করে মাঠ ছেড়েছিলেন রাহুল। তারপর থেকে তিনি মাঠের বাইরে। ওডিআই ফর্ম্যাটে তিনি টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য। তাই এ বারের ওডিআই বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে ওঠা মানে ভারতীয় শিবিরের জন্য খুশির খবর।

৫ নম্বরে ব্যাট করতে নেমে একাধিক সময় ভারতীয় দলকে টেনে তুলেছেন লোকেশ রাহুল। দেশের মাটিতে হতে চলা ওডিআই বিশ্বকাপে তিনি না থাকাটা ভারতের কাছে বড় ধাক্কা হতে পারে। কিন্তু তিনি সম্প্রতি ইন্সটাগ্রামে যে ভিডিয়ো শেয়ার করেছেন, তা স্বস্তি দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এবং টিম ইন্ডিয়ার ফ্যানেদের। ইন্সটাগ্রামে রাহুল নিজের যে ভিডিয়ো শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, তিনি ব্যাটিং ও উইকেটকিপিং করছেন।

View this post on Instagram

A post shared by KL Rahul? (@klrahul)

এই ভিডিয়োতে রাহুলের ভক্তরা কমেন্ট করেছেন, ‘এশিয়া কাপ আসছে… ফর্মে লোকেশ রাহুল।’ কেউ আবার হৃদয়ের ইমোজি দিয়ে কমেন্ট করেছেন, ‘ওডিআই বিশ্বকাপের আগে ছন্দে কেএল রাহুল।’ এই সকল কমেন্ট থেকেই পরিষ্কার, রাহুলের ভক্তরা তাঁর এই কিপিং গ্লাভস পরে নেটে অনুশীলনের ভিডিয়ো দেখে ভীষণ খুশি হয়েছেন।