IPL 2024, KKR: বিধ্বংসী ইনিংস নতুন নাইটের, স্বস্তি দিলেন ক্যাপ্টেনও

Kolkata Knight Riders: আগামী ২২ মার্চ শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রতিযোগিতার দ্বিতীয় দিনই ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এক দিকে যেমন ক্যাপ্টেনের চোট নিয়ে চিন্তা ছিল তেমনই ওপেনার নিয়েও। ইংল্যান্ডের ওপেনার জেসন রয় শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয় ইংল্যান্ডেরই কিপার ব্যাটার ফিল সল্টকে। গত মরসুমেই আইপিএল অভিষেক হয়েছিল সল্টের। দিল্লি ক্যাপিটালসে নজর কাড়তে পারেননি।

IPL 2024, KKR: বিধ্বংসী ইনিংস নতুন নাইটের, স্বস্তি দিলেন ক্যাপ্টেনও
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 18, 2024 | 12:10 AM

রঞ্জি ট্রফি ফাইনালে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ইনিংসে ৯৫ রানের ইনিংস খেলেন। তবে অস্বস্তি তৈরি হয়েছিল তাঁর চোট দিয়ে। ম্যাচের শেষ দু-দিন ফিল্ডিংয়ে দেখা যায়নি শ্রেয়সকে। কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা চিন্তায় ছিলেন, শুরুর দিকে ক্যাপ্টেনকে পাওয়া যাবে তো? শনিবার রাতেই শহরে পৌঁছন কেকেআর ক্যাপ্টেন। সুপার সানডে-তে প্র্যাক্টিসেও নেমে পড়েন। সন্ধ্যায় ইন্ট্রা স্কোয়াড প্র্যাক্টিস ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্স। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আগামী ২২ মার্চ শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রতিযোগিতার দ্বিতীয় দিনই ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এক দিকে যেমন ক্যাপ্টেনের চোট নিয়ে চিন্তা ছিল তেমনই ওপেনার নিয়েও। ইংল্যান্ডের ওপেনার জেসন রয় শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয় ইংল্যান্ডেরই কিপার ব্যাটার ফিল সল্টকে। গত মরসুমেই আইপিএল অভিষেক হয়েছিল সল্টের। দিল্লি ক্যাপিটালসে নজর কাড়তে পারেননি।

ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে আগেই প্রস্তুতি শুরু করেছিল কেকেআর। তবে সেটাই মুম্বইস্থিত কেকেআর অ্যাকাডেমিতে। ইডেনে সদ্য প্র্যাক্টিস শুরু করেছে কেকেআর। আর রবিবার নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর। টিম গোল্ড বনাম টিম পার্পল। টিম গোল্ডের ওপেনার ফিল সল্ট বিধ্বংসী হাফসেঞ্চুরি করেন। কেকেআর সমর্থকদের স্বস্তি দিল শ্রেয়স আইয়ারের ব্যাট করতে নামা। তাঁকে ব্যাট হাতে সাবলীল দেখিয়েছে। প্রথম ম্যাচ থেকেই ক্যাপ্টেনকে পাবে কেকেআর, এই প্রত্যাশা করাই যায়।