WPL 2024, Virat Kohli: চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে ভিডিয়ো কলে শুভেচ্ছা কিং কোহলির
Delhi Capitals vs Royal Challengers Bangalore: জার্সি নম্বর ১৮ বেঙ্গালুরুর কাছে একটা বড় আবেগের জায়গা। পুরুষদের টিমে বিরাট কোহলি, উইমেন্স টিমে স্মৃতি মান্ধানা। বিরাট কোহলি প্রাক্তন অধিনায়ক। স্মৃতি বর্তমান। আরসিবি ক্যাবিনেটে ট্রফি আসতেই উচ্ছ্বসিত প্রাক্তন-বর্তমান তারকা ক্রিকেটাররা। WPL ফাইনাল ম্যাচ শেষেই স্মৃতি মান্ধানার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন কিং কোহলি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হোক বা উইমেন্স প্রিমিয়ার লিগ। টিমের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। খারাপ সময়টা যেমন সকলের, ভালো সময়টাও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। গত মরসুমে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। উদ্বোধনী সংস্করণে লিগ পর্বেই ছিটকে গিয়েছিল আরসিবি। দ্বিতীয় সংস্করণে চ্যাম্পিয়ন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাবিনেটে প্রথম ট্রফি। উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না কিং কোহলি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জার্সি নম্বর ১৮ বেঙ্গালুরুর কাছে একটা বড় আবেগের জায়গা। পুরুষদের টিমে বিরাট কোহলি, উইমেন্স টিমে স্মৃতি মান্ধানা। বিরাট কোহলি প্রাক্তন অধিনায়ক। স্মৃতি বর্তমান। আরসিবি ক্যাবিনেটে ট্রফি আসতেই উচ্ছ্বসিত প্রাক্তন-বর্তমান তারকা ক্রিকেটাররা। WPL ফাইনাল ম্যাচ শেষেই স্মৃতি মান্ধানার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন কিং কোহলি। নিজেদের প্রথম ট্রফি জয়ের শুভেচ্ছা বিনিময় করেন। বিরাট কোহলি যেন স্মৃতিদের থেকে প্রেরণা নিচ্ছেন। এ বার জোড়া ট্রফি এলে কেমন হয়?
𝗗𝗼 𝗡𝗼𝘁 𝗠𝗶𝘀𝘀!
Smriti Mandhana 🤝 Virat Kohli
A special phone call right after the #TATAWPL Triumph! 🏆 ☺️@mandhana_smriti | @imVkohli | @RCBTweets | #Final | #DCvRCB pic.twitter.com/Ee5CDjrRix
— Women’s Premier League (WPL) (@wplt20) March 17, 2024
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ট্রফির আক্ষেপ দীর্ঘ দিনের। বেশ কয়েক বার জয়ের সামনে থেকে ফিরেছে আরসিবি। সেই আক্ষেপ অনেকটাই মিটল উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ায়। ২২ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের প্রথম দিনই নামছেন বিরাট কোহলিরা। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তার আগে বেঙ্গালুরুতে পার্টি চলবে উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার।
18 🤝 18
📸: JioCinema pic.twitter.com/0SDwzLHvRM
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 17, 2024
কিং কোহলি যেমন ভিডিয়ো কলে স্মৃতির সঙ্গে কথা বলেছেন, তেমনই সোশ্যাল মিডিয়ায় বার্তা আরসিবির সুপারস্টারদেরও। আরসিবির প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইল শুভেচ্ছা জানিয়েছেন স্মৃতিদের। আরসিবির বর্তমান তারকা গ্লেন ম্যাক্সওয়েলও সোশ্যাল মিডিয়ায় চ্য়াম্পিয়নদের ছবি রিপোস্ট করেছেন। বিরাট-ম্যাক্সিদের নজর এ বার আইপিএল জয়ের দিকে।