মুস্তাক আলির ম্যাচ কলকাতায়
ছটি ভেনুতে হবে গ্রুপ পর্বের ম্যাচ। নকআউট পর্বের খেলা হবে আহমেদাবাদে। টুর্নামেন্টের ফাইনাল ৩১ জানুয়ারি।
TV9 বাংলা ডিজিটাল – করোনা আবহে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali trophy) দিয়ে শুরু হচ্ছে ভারতীয় ঘরোয়া ক্রিকেট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে ছটি ভেনুতে হবে টুর্নামেন্ট। বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলির ১০৬ তম জন্মদিনে ৬টি ভেনুর নাম প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। খেলা হবে কলকাতার (Kolkata) মাঠেও।
Remembering the legendary Syed Mushtaq Ali ji on his 106th birth anniversary. ? pic.twitter.com/JBBGoVGp28
— BCCI Domestic (@BCCIdomestic) December 17, 2020
সৈয়দ মুস্তাক আলির এলিট গ্রুপের খেলা হবে পাঁচটি ভেনুতে। গ্রুপ এ – বেঙ্গালুরু, গ্রুপ বি – কলকাতা, গ্রুপ সি – বরোদা, গ্রুপ ডি – ইন্দোর এবং গ্রুপ ই মুম্বই। এর পাশাপাশি প্লেট গ্রুপের খেলা হবে চেন্নাইতে।
এলিট গ্রুপ বি খেলা হবে কলকাতায়। বাংলার পাশাপাশি আরও পাঁচটি দল খেলবে কলকাতায়। গ্রুপ বি’তে রয়েছে – বাংলা, ওড়িশা, ঝাড়খন্ড, তামিলনাড়ু, অসম, হায়দরাবাদ।
আরও পড়ুন – অস্ট্রেলিয়ান ওপেন শুরু ৮ ফেব্রুয়ারি
জানুয়ারির ১৯ তারিখ শেষ হবে গ্রুপ পর্বের খেলা। নকআউটের যোগ্যতা অর্জন করা দলগুলি পরের দিন পৌঁছে যাবে আহমেদাবাদ। সেখানে নকআউট পর্বের আগে আবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। রিপোর্ট নেগেটিভ হলে বায়ো বাবলে প্রবেশ করবেন ক্রিকেটাররা। ৩১ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল।