IND vs SL: ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়, বিরাট সেলিব্রেশন লঙ্কান ড্রেসিংরুমে

দীর্ঘ ২৭ বছর পর ভারতকে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে এই জয়কে ঐতিহাসিক বলতেই হয়। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সিরিজের সেরা ফিল্ডারের মেডেল দেওয়ার প্রথা এখন ক্রিকেট প্রেমীদের অজানা নয়। এ বার খানিকটা সেই পথেই হেঁটেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

IND vs SL: ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়, বিরাট সেলিব্রেশন লঙ্কান ড্রেসিংরুমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়, বিরাট সেলিব্রেশন লঙ্কান ড্রেসিংরুমেImage Credit source: @OfficialSLC X
Follow Us:
| Updated on: Aug 08, 2024 | 6:02 PM

কলকাতা: শ্রীলঙ্কা সফরে গিয়ে মেন ইন ব্লু টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের হোয়াইট ওয়াশ করেছিল। তখনই হয়তো শ্রীলঙ্কা শিবির ঘুরে দাঁড়ানোর প্ল্যান কষে নিয়েছিল। টিম ইন্ডিয়াকে ওডিআই সিরিজে হারাতেই হবে। এটাই ছিল শ্রীলঙ্কার লক্ষ্য। ভারত-শ্রীলঙ্কার (India vs Sri Lanka) প্রথম ওডিআই (ODI) ম্যাচ টাই হয়েছিল। এরপর ২টো ম্যাচ জিততেই কেল্লাফতে করে শ্রীলঙ্কা। ২-০ ব্যবধানে তিন ম্যাচের একদিনের সিরিজ নিজেদের নামে করে সেলিব্রেশনে মেতেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার ঐতিহাসিক সিরিজ জয়ের খুশির রেশ পৌঁছে গিয়েছে তাদের ড্রেসিংরুমেও।

দীর্ঘ ২৭ বছর পর ভারতকে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে এই জয়কে ঐতিহাসিক বলতেই হয়। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সিরিজের সেরা ফিল্ডারের মেডেল দেওয়ার প্রথা এখন ক্রিকেট প্রেমীদের অজানা নয়। এ বার খানিকটা সেই পথেই হেঁটেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার ভারতকে ওডিআই সিরিজে শ্রীলঙ্কা হারানোর পর ড্রেসিংরুমে শ্রীলঙ্কার তিন ক্রিকেটারকে বিশেষ মেডেল দিয়ে সম্মান জানানো হয়েছে।

ভারত-শ্রীলঙ্কা তৃতীয় ওডিআই ম্যাচের পর কোন ক্রিকেটার পেলেন কোন মেডেল? উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস পেয়েছেন সেরা ফিল্ডারের পদক। সিরিজের শেষ ম্যাচে স্টাম্পের পিছনে ২টি ক্যাচ নেন তিনি। এ ছাড়া ব্যাট হাতে করেন ৫৯ রান। দুনিথ ওয়েলালাগে পেয়েছেন সেরা বোলারের মেডেল। তিনি ৫.১ ওভার বল করে ৫টি উইকেট তুলে নেন। এবং অভিষ্কা ফার্নান্ডো পেয়েছেন সেরা ব্যাটারের মেডেল। রোহিতদের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে তিনি করেন ৯৬ রান। হাসিমুখে তিন তারকার ছবি শ্রীলঙ্কা ক্রিকেটের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করা হয়েছে।