IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সে তারকা পেসারের বদলি বাবর আজমের সতীর্থ!

IPL, Mumbai Indians: অজি বাঁ হাতি পেসারের বদলি হিসেবে ইংল্যান্ডের অনামী লুক উডকে সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে ৫০ লক্ষ টাকায় নেওয়া হয়েছে। আইপিএলের অভিজ্ঞতা নেই তাঁর। ইংল্যান্ডের হয়ে ২টি ওয়ান ডে এবং ৫টি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা কম হলেও দেশে-বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একশোর বেশি ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগও।

IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সে তারকা পেসারের বদলি বাবর আজমের সতীর্থ!
Image Credit source: INSTAGRAM
Follow Us:
| Updated on: Mar 19, 2024 | 2:01 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু শুক্রবার। আর শেষ মুহূর্তে ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। পাঁচ বারের চ্যাম্পিয়নদের কাছে এ যেন ‘ধারাবাহিক’ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনও না কোনও পেসার শেষ মুহূর্তে কিংবা লিগের মাঝপথে ছিটকে গিয়েছেন। ইংল্যান্ডের জোফ্রা আর্চারের কথাই ধরা যাক। তাঁকেও একটা সময় ভরসা করেছিল মুম্বই। যদিও চোটের কাছে হার মানতে হয়েছিল জোফ্রাকে। এ বার ছিটকে গেলেন এক অজি পেসার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের গত সংস্করণে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন জেসন বেহরেনডর্ফ। এ বারের জন্য তাঁকে রিটেইন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। চোটের জন্য ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি পেসার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম সুযোগ পেয়েছিলেন মুম্বইতেই। ২০১৮ সালে বেহরেনডর্ফকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সে বার চোটের জন্য পুরো টুর্নামেন্টেই তাঁকে পাওয়া যায়নি। ২০১৯ আইপিএলে তাঁকে রেখেছিল মুম্বই। অভিষেক হয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ২০২১ সালের আইপিএলে জশ হ্যাজলউডের পরিবর্ত হিসেবে তাঁকে সই করিয়েছিল চেন্নাই সুপার কিংস। ২০২২ সালে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। ২০২৩-এ ফের মুম্বইতে সুযোগ।

অজি বাঁ হাতি পেসারের বদলি হিসেবে ইংল্যান্ডের অনামী লুক উডকে সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে ৫০ লক্ষ টাকায় নেওয়া হয়েছে। আইপিএলের অভিজ্ঞতা নেই তাঁর। ইংল্যান্ডের হয়ে ২টি ওয়ান ডে এবং ৫টি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা কম হলেও দেশে-বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একশোর বেশি ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগও।

পাকিস্তান সুপার লিগে এ বার পেশোয়ার জালমিতে খেলেছেন লুক উড। সেই টিমের ক্যাপ্টেন বাবর আজম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের টিম প্লে-অফেই বিদায় নিয়েছিল। এলিমিনেটর ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন লুক উড।