Marufa Akter: পরিবারের পাশে দাঁড়াতে বাবার ক্ষেতে কাজ! ক্রিকেটের জেদ তাও কমেনি মারুফার

Bangladesh Cricket: ক্রিকেট তাঁর ধ্যান জ্ঞান। কিন্তু কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জমি চাষ করতেও পিছপা হননি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বছর ১৮-র বোলার মারুফা আক্তার

Marufa Akter: পরিবারের পাশে দাঁড়াতে বাবার ক্ষেতে কাজ! ক্রিকেটের জেদ তাও কমেনি মারুফার
পরিবারের পাশে দাঁড়াতে বাবার ক্ষেতে কাজ, ক্রিকেটের জেদ তাও কমেনি মারুফার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 9:30 AM

মীরপুর: জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও যাঁরা স্বপ্ন সত্যি করার জন্য ছোটেন, তাঁরা একদিন না একদিন সাফল্য পান। অভাব-অনটনের সংসারে যেখানে দু’বেলা দু’মুঠো খাবার জোটা দুষ্কর সেখানে ক্রিকেট খেলা বিলাসিতা মনে করেন অনেকেই। আবার অনেকে থাকেন শত প্রতিকূলতাকে ঠেলে ক্রিকেটকে আঁকড়ে ধরেন। ক্রিকেট তাঁর ধ্যান জ্ঞান। কিন্তু কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জমি চাষ করতেও পিছপা হননি বাংলাদেশ মহিলা ক্রিকেট (Bangladesh Women’s Cricket) দলের বছর ১৮-র বোলার মারুফা আক্তার (Marufa Akter)। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলে ডেবিউ হয় মারুফার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কৃষক পরিবারে জন্ম মারুফার। শুরুর দিকে তিনি পাশে পাননি মা-বাবাকে। ক্রিকেট খেলতে চাইতেন বলে মা-বাবার কাছে কম বকুনি খেতে হয়নি তাঁকে। আর মারধরও খেতে হয়েছিল খুব। কিন্তু যত দিন যায় মারুফার মা-বাবাও বুঝতে পারেন তাঁদের মেয়ের ক্রিকেটের প্রতি ভালোবাসার ব্যাপারে। এবং তাঁরা মারুফার পাশে দাঁড়ান।

নীলফামারীতে মারুফার বাড়ি। মারুফা প্রথমে ক্রিকেট খেলতেন তাঁর দাদার সঙ্গে। ক্রিকেটে বোনের প্রতিভা দেখে দাদা উৎসাহ জোগাতেন। আর মারুফা ক্রিকেট খেলতেন বলে গ্রামের লোকেরা তাঁর পরিবারকে কম কথা শোনায়নি। সেই সব কথা কানে না তুলে স্বপ্নপূরণের জন্য কঠোর পরিশ্রম করেছেন মারুফ। তাঁর সেই স্বপ্নপূরণও হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে তিনি খেলেছেন টাইগ্রেসদের হয়ে।

বর্তমানে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার সুযোগ পেয়েছেন মারুফা। এর আগে টি-২০ সিরিজের তিন ম্যাচেই খেলেছিলেন তিনি। তিনটি টি-২০ ম্যাচে ২টি উইকেট পেয়েছিলেন মারুফা। তবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক ওডিআই ম্যাচে জয়ের দিন ৪টি উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের জয়ের অন্যতম কারিগর ছিলেন ছিলেন মারুফা। দ্বিতীয় ওডিআই ম্যাচে ১টি উইকেট পেয়েছেন তিনি। এ বার দেখার তৃতীয় ওডিআই ম্যাচে তিনি কেমন পারফর্ম করেন।