MS Dhoni: ধোনিকে মেন্টর করা মাস্টারস্ট্রোক বোর্ডের, মনে করছেন শেওয়াগ

ধোনির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন বীরু। ক্যাপ্টেন হিসেবে মাহি কেমন, খুব ভালো করেই জানেন বীরু। যে কারণে বলছেন, 'কিপার হিসেবে এমএস ব্যতিক্রম। ওর ফিল্ড প্লেসটা অসম্ভব ভালো করে। এটাই কিন্তু ভারতীয় টিমকে বাড়তি সুবিধা এনে দেবে। বোলাররা ওর মস্তিষ্ক ব্যবহার করার সুযোগ পাবে। খুব মূল্যবান কিছু টিপস পাবে, যা কাজে লাগাতে পারবে ওরা।'

MS Dhoni: ধোনিকে মেন্টর করা মাস্টারস্ট্রোক বোর্ডের, মনে করছেন শেওয়াগ
সেওয়াগ ও ধোনি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2021 | 6:41 PM

নয়াদিল্লি: মেন্টর মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) উপস্থিতিই টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় বোলিং ইউনিটকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছে বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag)। বিশ্বকাপে রবি শাস্ত্রী, বিরাট কোহলির টিম ম্যানেজমেন্টের সঙ্গে জুড়বেন মাহিও। নিজের কেরিয়ারে বিশেষ করে সাদা বলের ক্রিকেটে বোলার্স ক্যাপ্টেন নামে পরিচিত ছিলেন ধোনি। মাঠের বাইরে থাকলেও সেই কার্যকারী ভূমিকায় আবার দেখা যাবে তাঁকে।

বীরু বলেছেন, ‘এমএস যে বিশ্বকাপে ভারতীয় টিমের মেন্টর হওয়ার প্রস্তাবে রাজি হয়েছে, এটাই সবচেয়ে ভালো খবর। আমি খুব ভালো করে জানি, অনেকেই চায় ধোনি আবার ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসুক। মেন্টর হিসেবে ওর থাকাটা কিন্তু বিরাট অ্যাডভান্টেজ।’

ধোনির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন বীরু। ক্যাপ্টেন হিসেবে মাহি কেমন, খুব ভালো করেই জানেন বীরু। যে কারণে বলছেন, ‘কিপার হিসেবে এমএস ব্যতিক্রম। ওর ফিল্ড প্লেসটা অসম্ভব ভালো করে। এটাই কিন্তু ভারতীয় টিমকে বাড়তি সুবিধা এনে দেবে। বোলাররা ওর মস্তিষ্ক ব্যবহার করার সুযোগ পাবে। খুব মূল্যবান কিছু টিপস পাবে, যা কাজে লাগাতে পারবে ওরা।’

তরুণদের কাছে, বিশেষ করে যারা মুখচোরা, তাঁদের জন্য ধোনি সেরা লোক। ওঁর সহচর্য পেলে তরুণরা ভালো পারফর্ম করবেন। বীরুর যুক্তি, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন অনেক ক্রিকেটার থাকে, যারা মুখচোরা হয়। এই স্বভাবের জন্য তারা টিমের ক্যাপ্টেনের সঙ্গে খুব বেশি কথা বলে না। এমএস কিন্তু তাদের জন্য সেরা লোক। ওর কাছে যে কোনও আব্দার নিয়ে যাওয়া যায়। আর এমএসও নিজের সীমা ছাড়িয়ে গিয়ে সাহায্য করে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় টিম ঘোষণা করে দেওয়া হলেও আইসিসি ১০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। যার মধ্যে প্রয়োজন মনে করলে টিমে নতুন কাউকে নেওয়া যেতেই পারে। সেই সুযোগটা ভারতের কাজে লাগানো উচিত বলে মনে করছে শেওয়াগ। ‘আইপিএলে কিন্তু সব টিমেরই অন্তত সাতটা করে ম্যাচ বাকি আছে। তার মানে হল, নতুন কেউ যদি বাকি ম্যাচে তার সেরাটা দিতে পারে, সে কিন্তু নির্বাচকদের ভাবনায় ঢুকে পড়তে পারে। আইসিসিই বলেছে, ১০ অক্টোবরের মধ্যে কোনও দেশ চাইলে বিশ্বকাপের টিমে বদল আনতে পারে। নতুন কেউ যদি টিমে ঢুকে পড়ে, আমি অন্তত অবাক হব না।’

আরও পড়ুন: India Coach: বিরাটদের কোচের প্রস্তাব ফেরালেন জয়বর্ধনে