MI vs RCB, IPL 2021 Match 1 Result: মুম্বইকে হারিয়ে আইপিএলের প্রথম ম্যাচ জিতল বিরাটব্রিগেড

| Updated on: Apr 09, 2021 | 11:54 PM

MI vs RCB Live Score in Bengali: মুম্বই ইন্ডিয়ান্স বনাম (Mumbai Indians) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

MI vs RCB, IPL 2021 Match 1 Result: মুম্বইকে হারিয়ে আইপিএলের প্রথম ম্যাচ জিতল বিরাটব্রিগেড

এক বছর পর ভারতে ফের শুরু ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বিরাট কোহলির (Virat Kohli) ম্যাচ দিয়ে উদ্বোধন আইপিএল ১৪-র। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তোলে ১৫৯ রান। জবাবে রান তাড়া করতে নেমে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬০ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সর্বোচ্চ রান করেছেন এবি ডে ভিলিয়ার্স (৪৮)। আরসিবির জার্সিতে প্রথম ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল করেছেন ৩৯ রান। আরসিবি অধিনায়ক বিরাট কোহলি করেন ৩৩ রান। আরসিবির হয়ে প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে নজির গড়েছেন হার্ষাল প্যাটেল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Apr 2021 11:24 PM (IST)

    ২ উইকেটে আইপিএলের প্রথম ম্যাচ জিতল আরসিবি

    শেষ বলে ১ রান তুলে ম্যাচ জেতালেন বল হাতে বাজিমাত করা হার্ষাল প্যাটেল।

  • 09 Apr 2021 11:20 PM (IST)

    এবিডিকে ফেরালেন ক্রুণাল

    ৪৮ রান করে মাঠ ছাড়লেন এবি ডে ভিলিয়ার্স। শেষ ওভারের বাকি মাত্র ২ বল। তার আগে ধাক্কা আরসিবি শিবিরে।

  • 09 Apr 2021 11:13 PM (IST)

    রান আউট হলেন জেমিসন

    ৪ রান করে জশপ্রীত বুমরার বলে আউট হলেন কাইল জেমিসন।

  • 09 Apr 2021 10:59 PM (IST)

    বুমরা ফেরালেন ড্যনিয়েলকে

    বুমরার বলে আউট হলেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন তিনি।

    আরসিবির স্কোর ১২২/৬।

  • 09 Apr 2021 10:48 PM (IST)

    শাহবাজকে ফেরালেন মার্কো

    ১৪.৬ ওভারে শাহবাজকে ফেরালেন মার্কো। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন শাহবাজ।

  • 09 Apr 2021 10:47 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১০৬/৫

    ক্রিজে এবিডি-শাহবাজ। ১৫ ওভারে আরসিবির স্কোর ৫ উইকেটে ১০৬

  • 09 Apr 2021 10:42 PM (IST)

    ম্যাক্সওয়েলকে ফেরালেন মার্কো

    ৩৯ রান করে সাজঘরে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল।

  • 09 Apr 2021 10:38 PM (IST)

    আরসিবির শতরান পূর্ণ

    ১৩.২ ওভারে আরসিবি দলগত শতরান পূর্ণ করল।

  • 09 Apr 2021 10:34 PM (IST)

    বুমরা ফেরালেন বিরাটকে

    ৩৩ রান করে মাঠ ছাড়লেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। বুমরার বলে এলবিডব্লিউ হলেন বিরাট।

  • 09 Apr 2021 10:23 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৭৫/২

    ক্রিজে বিরাট-ম্যাক্সওয়েল। বিরাট ব্যাট করছেন ২৯ রানে। ম্যাক্সওয়েল আছেন ১৮ রানে।

  • 09 Apr 2021 10:08 PM (IST)

    আরসিবির ৫০ রান পূর্ণ

    ৭ ওভারে আরসিবি দলগত ৫০ রান পূর্ণ করল

  • 09 Apr 2021 10:04 PM (IST)

    পাওয়ার প্লে-তে আরসিবি ৪৬/২

    ২ উইকেট হারিয়ে বিরাটরা পাওয়ার প্লে-তে তুলেছেন ৪৬ রান।

  • 09 Apr 2021 10:03 PM (IST)

    সফল হলেন বোল্ট

    রজতকে ক্লিন বোল্ড করলেন ট্রেন্ট বোল্ট। ৮ রান করে মাঠ ছাড়লেন রজত।

  • 09 Apr 2021 09:58 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৪১/১

    ক্রিজে বিরাট-রজত। ৫ ওভারে আরসিবির স্কোর ১ উইকেটে ৪১

  • 09 Apr 2021 09:56 PM (IST)

    সুন্দরের উইকেট হারাল আরসিবি

    ক্রুণাল পান্ডিয়ার বলে আউট হলেন ওয়াশিংটন সুন্দর। ১০ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 09 Apr 2021 09:37 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি এবং ওয়াশিংটন সুন্দর।

  • 09 Apr 2021 09:19 PM (IST)

    আরসিবির টার্গেট ১৬০

    ৪ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন হার্ষাল প্যাটেল।

  • 09 Apr 2021 09:17 PM (IST)

    মার্কোকে বোল্ড করলেন হার্ষাল

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন মার্কো ।

  • 09 Apr 2021 09:15 PM (IST)

    পোলার্ডকে ফেরালেন হার্ষাল

    ৭ রান করে সাজঘরে ফিরে গেলেন কায়রন পোলার্ড।

  • 09 Apr 2021 09:14 PM (IST)

    ক্রুণালের উইকেট হারাল মুম্বই

    ৭ রান করে মাঠ ছাড়লেন ক্রুণাল পান্ডিয়া।

  • 09 Apr 2021 09:08 PM (IST)

    ১৫০ রানের গন্ডি পেরোল রোহিতের মুম্বই

    ১৮.৩ ওভারে মুম্বই দলগত ১৫০ রান পূর্ণ করল।

  • 09 Apr 2021 09:03 PM (IST)

    ঈশানকে ফেরালেন হার্ষাল

    ২৮ রান করে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ

  • 09 Apr 2021 08:49 PM (IST)

    হার্দিককে ফেরালেন হার্ষাল

    হার্ষালের প্যাটেলের বলে এলবিডব্লিউ হলেন হার্দিক পান্ডিয়া। ১৩ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 09 Apr 2021 08:45 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ১২৮/৩

    ক্রিজে ঈশান-হার্দিক। ১৫ ওভারে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১২৮।

  • 09 Apr 2021 08:34 PM (IST)

    লিনকে ফেরালেন সুন্দর

    ৪৯ রান করে মাঠ ছাড়লেন ক্রিস লিন। ওয়াশিংটন সুন্দরের বলে হাফ সেঞ্চুরির আগে আউট হলেন লিন।

  • 09 Apr 2021 08:24 PM (IST)

    সূর্যকুমারকে ফেরালেন কাইল জেমিসন

    ৩১ রান করে মাঠ ছাড়লেন সূর্যকুমার যাদব। কাইল জেমিসনের বলে এবিডির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন সূর্যকুমার।

  • 09 Apr 2021 08:20 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৮৬/১

    এক উইকেট হারিয়ে এগিয়ে চলেছে মুম্বই।

  • 09 Apr 2021 08:01 PM (IST)

    মুম্বইয়ের ৫০ রান পূর্ণ

    ৬.৪ ওভারে মুম্বইয়ের দলগত ৫০ রান পূর্ণ।

  • 09 Apr 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৩০/১

    রোহিত শর্মা রান আউট হওয়ার পর মুম্বইকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ক্রিস লিন এবং সূর্যকুমার যাদব।

  • 09 Apr 2021 07:49 PM (IST)

    রান আউট হলেন রোহিত

    ১৯ রান করে মাঠ ছাড়লেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

  • 09 Apr 2021 07:35 PM (IST)

    আইপিএলে চাহালের শততম ম্যাচ

    আইপিএলের শততম ম্যাচ খেলতে নেমেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যুজবেন্দ্র চাহাল।

  • 09 Apr 2021 07:31 PM (IST)

    রোহিতদের ইনিংস শুরু

    আইপিএল-১৪-র উদ্বোধনী ম্যাচ শুরু। ওপেনিংয়ে নেমেছেন রোহিত শর্মা ও ক্রিস লিন।

  • 09 Apr 2021 07:22 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ:- রোহিত শর্মা (অধিনায়ক), ক্রিস লিন, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, মার্কো ইয়েনসেন এবং জসপ্রীত বুমরা।

  • 09 Apr 2021 07:17 PM (IST)

    ২ দলের প্রথম একাদশ

  • 09 Apr 2021 07:16 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ:- বিরাট কোহলি (অধিনায়ক), রজত পতিদার, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, কাইল জেমিসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 09 Apr 2021 07:07 PM (IST)

    টসে জিতেছেন বিরাট

    আইপিএলের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি।

Published On - Apr 09,2021 11:54 PM

Follow Us: